সফটওয়্যার ছাড়াই ভিডিও নামান ইউটিউবসহ যেকোন সাইট থেকে

ইউটিউবটি থেকে ভিডিও নামানোর জন্য  সফটওয়্যার লাগে বলে বিষয়টি অনেকের কাছে ঝামেলার মনে হয়।আজকে আপনাদের একটি

Addons এর কথা বলবো যা ডাওনলোডারের কাজ করবে।যদিও

এখন কিছৃ কিছু সাইট থেকে সরাসরি ইউটিউব ভিডিও নামানো যায়।তবে সেগুলো শুধু ইউটিউবের জন্য।

কিন্তু এই addons দিয়ে ভিডিও শেয়ারিংয়ের অন্যান্য সাইট থেকেও

আনায়াসে ভিডিও নামানো যাবে।কোন কোন সাইট এই Addons সাপোর্ট করবে তার তালিকা Addonsটির ভেতরেই লেখা আছে।

‘video download helper’ নামের Addons টি, https://addons.mozilla.org/en-US/firefox/addon/3006 ঠিকানা থেকে নামিয়ে নিন।এরপর ফায়ারফক্স রিস্টার্ট করুন।এখন ইউটিউবে যান।খেয়াল করুন ব্রাউজারের ওপরে টুলস মেনুর পাশে একটি নতুন আইকন এসেছে( ভিডিওর সাইটে গেলেই আইকনটি ঘুরবে)।আপনার পছন্দের গানের লিংকটি খুজে বের করুন,ব্রাউজারের ওপরে নতুন আইকনটিতে ক্লীক করে media-তে যান।এখানে গানের ফাইলের নাম দেখা যাবে,এটি select করুন।এখন ভিডিওটি সরাসরি ডাওনলোড করতে download বাটনে ক্লীক করুন,আর যদি ভিডিওটি পছন্দের ফরম্যাটে কনভার্ট করে নিতে চান তাহলে convert & download বাটনে ক্লীক করুন।

আপনি চাইলে শেয়ার করার জন্য গানের লিংকটি প্রিয়জনের মুঠোফোনেও পাঠাতে পারবেন।এজন্য আপনাকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে।কষ্ট করে বিনামূল্যের এই রেজিষ্ট্রেশন করে নিন।এরপর media থেকে গানটি select করে send to mobile বাটনে ক্লীক করুন।এখন গানের নাম লিখে ok করে মোবাইল নম্বরটি লিখে send বাটনে চাপুন।ব্যাস কাজ শেষ।

টিউনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।

Level 0

আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই অনেক ধন্যবাদ আপনাকে জটিল টিউন

Level 0

সেই কবে থেকে এই সব use করি . আরো অনেক ad অন আছে.