জেনে নিন আপনি কি অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন ৩২ বিট নাকি ৬৪ বিট ? সাথে জেনে নিন আপনি আপনার পিসি তে কি ধরনের গেম খেলতে পারবেন আর পিসির DIRECT X VIRSION আর পিসি এর স্পীড বাড়ানোর টিপস কোনও সফটওয়ার ছাড়া ( না দেখলে চরম মিস )

কালকে সকাল থেকে অত খেটে যখন টিউনটা করলাম আর তারপর যখন দেখলাম টেকটিউনস পোস্টটা ডিলিট করে দিয়েছে তখন মাথাটা এত গরম হয়ে গিয়েছিল যে তখন মনে মনে প্রতিজ্ঞা করে ছিলাম যে আর টেকটিউনস খুলব না , কিন্তু নাহ থাকতে পারলাম না ।

ইস বেকার আজে-বাজে কথা বলে আপনাদের বোর করছি , এবার একটু কাজের কথাই আসি ।

প্রথমে জেনে নিন আপনার অপারেটিং সিস্টেমটা ৩২ বিট না ৬৪ বিট । জানতে নীচের ছবির মত COMPUTER খুলুন এবং SYSTEM PROPERTIES  এ ক্লীক করুন । (SYSTEM PROPERTIES OPTIONটা কালো রং এ দেখানো আছে )

এরপর নীচের মতো একটা WINDOW দেখতে পাবেন সেখানে দেখুন সিস্টেম টাইপ দেওয়া আছে সেখানে দেখুন আপনার অপারেটিং সিস্টেম ৩২ বীট এর না ৬৪ বীট এর । (SYSTEM TYPE টা কালো রং এ দেখানো আছে )

এরপর DIRET X VIRSION জানতে হলে WINDOWS EXPERIENCE INDEX এ ক্লীক করুন । নীচের ছবি দেখুন । এই টাতে ক্লীক করলে নীচের মতো WINDOW পাবেন । সেখানে VIEW AND PRINT DETAILED PERFORMANCE AND SYSTEM INFORMATION এ ক্লীক করুন ।

এরপর নীচের মতো WINDOW দেখতে পাবেন সেখানে আপনার পিসি এর DIRECT X VERSION দেখতে পাবেন ।

আর পিসি তে কি ধরণের গেম খেলতে পারবেন সেটা জানতে আপনার GAMING GRAPHICS PERFORMANCE দেখুন । যদি ৬.০ বা ৭.০ হয় তাহলে আপনি 3D গেম খেলতে পারবেন । আর না হলে আপনার পিসি এর CONFIG যেমন তেমন গেম চলবে ।

যদি আপনার BASE SCORE টা ১.০ অথবা ২.০ হয় তাহলে আপনি WINDOWS  এর নর্মাল কাজ করতে পারবেন , INTERNET সার্ফ করতে পারবেন , MICROSOFT OFFICE এর সব কাজ করতে পারবেন ।

যদি আপনার পিসি এর BASE SCORE টা ৩.০হয় তাহলে আপনি WINDOWS এর অনেক কাজ করতে পারবেন , 1280 × 1024 RESOLUTION এর থিম রাখতে পারবেন ।

যদি আপনার পিসি এর BASE SCORE টা ৪.০ অথবা ৫.০ হয় তাহলে WINDOWS এর নতুন নতুন সব FEATURES ব্যবহার করতে পারবেন ।

আর যদি ৬.০ অথবা ৭.০ হয় তাহলে তো কোনও কথাই নেই , সবই চলবে । ( নীচের ছবি দেখুন )

এরপর যদি আপনি পিসি এর স্পীড বাড়াতে চান তাহালে ADVANCED SYSTEM SETTINGS এ ক্লীক করুন । নিচে ছবি দিয়েছি ।

এরপর একটা নীচের মতো WINDOW পাবেন সেখানে ADVANCED TAB এ ক্লীক করে PERFORMANCE OPTION এ ক্লীক করুন ।

এরপর VISUAL EFFECTS OPTION এ ক্লীক করুন , সেখানে দেখবেন অনেকগুলি TICK MARK মারা আছে সেখান থেকে শেষ দুটি এবং তারপর একটি বাদ দিয়ে আর একটি ছাড়া বাকিগুলি থেকে TICK MARK তুলে দিয়ে বেরিয়ে আসুন ।

এতে আপনার পিসি এর PICTURE QUALITY এর খুব বেশী পরিবর্তন হবে না অথচ দেখবেন স্পীড অনেক বেড়ে গেছে । আজ এই পর্যন্তই , পরে আবার দেখা হবে । ভালো থাকবেন । ধন্যবাদ ।

আর একটা কথা আপনাদেরকে না বলে পারছি না সেটা হল আপনারা অনেকে পোস্ট দেখে বেরিয়ে যান কোনও কমেন্ট করেন না । দেখুন আমরা পোস্ট করলে কোনও টাকা পাইনা শুধু পাই আনন্দ , বসে থাকি আপনাদের কমেন্টের আশাই । আর আপনারা তো কমেন্টই করেন না , এরপর আমাদের কেমন লাগে বলুন তো ?

যাইহোক বেশী বলে লাভ নেই শুধু বলছি পারলে কমেন্ট করবেন , আমাদের ভুল ধরিয়ে দিবেন , উৎসাহ দিবেন । ধন্যবাদ ।

Level New

আমি b.raja973। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami class 10 er student.Ami Baghmundi High School e pori.Amar bari Santaldih te.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

well done brother, go ahead. May Allah help u

ধন্যবাদ, অনেক ভাল লাগল।

Level 0

sondor hoise bro………………

BOS Amar Laptop Ta 3.7 Atate Ki Ki Kora jabe

অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য…।

Desktop Graphics Performance 3.7

Level 0

amar windows 7 dile 3.8 dekhay kintu windows 8 dile ektu besi dechay . but why @raja

    Level New

    @bondhan18: windows 7 r 8 er moddhey onek parthokko . Dekhun amar ei bisoye otota gan nei tobe etuku bolte pari je ei parthokko er jonney ei rokom dekhai.

Level 0

Thankssssss

Thanks

Level 0

সুন্দর হয়েছে, চালিয়ে যাও

Level 0

win xp te kivhabe janbo ?

    Level New

    @Sushan: WIN XP তে এই সিস্টেম নেই তাই WIN XP তে এটা জানা সম্ভব না । এটা কেবল WIN 7 , VISTA আর 8 এ AVAILABLE

Level 0

Nice hoise post ta bhai….so,prio te raklam.

ধন্যবাদ ভাইয়া ।

Level 0

tanx for your information ami 3.8 die ki ki kaj korte parbo

    Level New

    @bondhan18: 024*1280 resolution er theme rakhte parben.r normal sob kaj to sundor cholbe.tobe khub high performance er game khelte parben na.eksathe onek kaj korte parben jemon gan sunte parben, sathe game khelte parben, internet surf korte parben etc.

      Level New

      @b.raja973: ক্ষমা করবেন যে resolution টা দিলাম সেটা 1024*1280 হবে । 1 টা দিতে ভূলে গিয়েছিলাম ।

Level 0

xp te dekher system ta oi koto bit ar …….?????

    Level New

    @sharif007: start e click korun.start search box e system likhun.erpor 64 bit operating system likhle bujhben 64 bit r 32 bit likhle 32 bit.
    Eta janar r ekta upai ache.seta holo start e click korun . Start search box e system likhun. Erpor program list e thaka system information e click korun . Jodi dekhay x64 based pc tahole bujhben 64 bit windows use korchen r jodi dekhai x86 based pc tahole bujhben 64 bit windows use korchen.dhonnobad.

Level 0

খুব ভাল লিখেছেন

bro amar laptop er gaming graphics 5.8 aar pentium processor but far cry 3 run hoy ektu slow er jonno ki korte pari? aar ei score e ki ki game khela jabe

    Level New

    @arifuzzaman aman: graphics card ache ? Dekhun particular bolata muskil tobe ashakori onek game e khelte parben. R amar laptop tar gaming graphics 6.7,processor 3rd gen i5 kintu ETATE HITMAN 4 RUN KORle atke atke chole kin2 run with high performance nvidia grapics processor e click korle khub smoothly chole. Asha kori eibar bujhte perechen keno far cry 3 slow chole.jodi graphics card theke thake tahole .exe file tar upor right click korle dekhben run with graphics processor e click korben dekhben khub bhalo cholbe.r jodi jante chan ki ki game cholbe tahole systemrequirementslab.com e giye dekhe nite paren tobe check korte gale apnar pc te obossoi java install thakte hobe.r ki ki game cholbe eta gaming graphics er upor nirvor kore na nirvor kore pc er config er upor.r gameta kamon cholbe seta nirvor kore gaming graphics er upor.bujhlen?

    Level New

    @arifuzzaman aman: game booster software ta install kore dekhte paren.valo fol paben.

Level 0

AMAR LAPTOP ER BASE SCORE 3.1 AND 32 bit operating system…64bit capable ai option ta te yes dewa ache…so eta ki 64 bit operating system kora jabe?ektu kindly plz janaben…