কালকে সকাল থেকে অত খেটে যখন টিউনটা করলাম আর তারপর যখন দেখলাম টেকটিউনস পোস্টটা ডিলিট করে দিয়েছে তখন মাথাটা এত গরম হয়ে গিয়েছিল যে তখন মনে মনে প্রতিজ্ঞা করে ছিলাম যে আর টেকটিউনস খুলব না , কিন্তু নাহ থাকতে পারলাম না ।
ইস বেকার আজে-বাজে কথা বলে আপনাদের বোর করছি , এবার একটু কাজের কথাই আসি ।
প্রথমে জেনে নিন আপনার অপারেটিং সিস্টেমটা ৩২ বিট না ৬৪ বিট । জানতে নীচের ছবির মত COMPUTER খুলুন এবং SYSTEM PROPERTIES এ ক্লীক করুন । (SYSTEM PROPERTIES OPTIONটা কালো রং এ দেখানো আছে )
এরপর নীচের মতো একটা WINDOW দেখতে পাবেন সেখানে দেখুন সিস্টেম টাইপ দেওয়া আছে সেখানে দেখুন আপনার অপারেটিং সিস্টেম ৩২ বীট এর না ৬৪ বীট এর । (SYSTEM TYPE টা কালো রং এ দেখানো আছে )
এরপর DIRET X VIRSION জানতে হলে WINDOWS EXPERIENCE INDEX এ ক্লীক করুন । নীচের ছবি দেখুন । এই টাতে ক্লীক করলে নীচের মতো WINDOW পাবেন । সেখানে VIEW AND PRINT DETAILED PERFORMANCE AND SYSTEM INFORMATION এ ক্লীক করুন ।
এরপর নীচের মতো WINDOW দেখতে পাবেন সেখানে আপনার পিসি এর DIRECT X VERSION দেখতে পাবেন ।
আর পিসি তে কি ধরণের গেম খেলতে পারবেন সেটা জানতে আপনার GAMING GRAPHICS PERFORMANCE দেখুন । যদি ৬.০ বা ৭.০ হয় তাহলে আপনি 3D গেম খেলতে পারবেন । আর না হলে আপনার পিসি এর CONFIG যেমন তেমন গেম চলবে ।
যদি আপনার BASE SCORE টা ১.০ অথবা ২.০ হয় তাহলে আপনি WINDOWS এর নর্মাল কাজ করতে পারবেন , INTERNET সার্ফ করতে পারবেন , MICROSOFT OFFICE এর সব কাজ করতে পারবেন ।
যদি আপনার পিসি এর BASE SCORE টা ৩.০হয় তাহলে আপনি WINDOWS এর অনেক কাজ করতে পারবেন , 1280 × 1024 RESOLUTION এর থিম রাখতে পারবেন ।
যদি আপনার পিসি এর BASE SCORE টা ৪.০ অথবা ৫.০ হয় তাহলে WINDOWS এর নতুন নতুন সব FEATURES ব্যবহার করতে পারবেন ।
আর যদি ৬.০ অথবা ৭.০ হয় তাহলে তো কোনও কথাই নেই , সবই চলবে । ( নীচের ছবি দেখুন )
এরপর যদি আপনি পিসি এর স্পীড বাড়াতে চান তাহালে ADVANCED SYSTEM SETTINGS এ ক্লীক করুন । নিচে ছবি দিয়েছি ।
এরপর একটা নীচের মতো WINDOW পাবেন সেখানে ADVANCED TAB এ ক্লীক করে PERFORMANCE OPTION এ ক্লীক করুন ।
এরপর VISUAL EFFECTS OPTION এ ক্লীক করুন , সেখানে দেখবেন অনেকগুলি TICK MARK মারা আছে সেখান থেকে শেষ দুটি এবং তারপর একটি বাদ দিয়ে আর একটি ছাড়া বাকিগুলি থেকে TICK MARK তুলে দিয়ে বেরিয়ে আসুন ।
এতে আপনার পিসি এর PICTURE QUALITY এর খুব বেশী পরিবর্তন হবে না অথচ দেখবেন স্পীড অনেক বেড়ে গেছে । আজ এই পর্যন্তই , পরে আবার দেখা হবে । ভালো থাকবেন । ধন্যবাদ ।
আর একটা কথা আপনাদেরকে না বলে পারছি না সেটা হল আপনারা অনেকে পোস্ট দেখে বেরিয়ে যান কোনও কমেন্ট করেন না । দেখুন আমরা পোস্ট করলে কোনও টাকা পাইনা শুধু পাই আনন্দ , বসে থাকি আপনাদের কমেন্টের আশাই । আর আপনারা তো কমেন্টই করেন না , এরপর আমাদের কেমন লাগে বলুন তো ?
যাইহোক বেশী বলে লাভ নেই শুধু বলছি পারলে কমেন্ট করবেন , আমাদের ভুল ধরিয়ে দিবেন , উৎসাহ দিবেন । ধন্যবাদ ।
আমি b.raja973। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami class 10 er student.Ami Baghmundi High School e pori.Amar bari Santaldih te.
well done brother, go ahead. May Allah help u