গেম থেকে স্ক্রীনসট নিতে পারছেন না? তাহলে দেখুন!!!

১ম টিউনে সবাইকে স্বাগতম।
যারা পিসিতে গেম খেলেন তাদের মাঝে মাঝে স্ক্রীনসট নেয়ার প্রয়োজন হয়।

আমরা সাধারনতঃ কি-বোর্ড এর PrtScSysRq বাটনের মাধ্যমে স্ক্রীনসট নিয়ে থাকি।

কিন্তু কিছু গেমের স্ক্রীনসট নিয়ে তা paint বা অন্য কোন প্রোগ্রামে পেস্ট করলে স্ক্রীনসটের বদলে

একটি কালো স্ক্রীন অথবা আপনার ডেস্কটপের ছবি সেভ হয়।

যদি এরকম হয় তবে কার মেজাজ ঠিক থাকে বলুন?

এজন্য যা করবেনঃ

>যে গেমটির স্ক্রীনসট নিতে চান তার আইকনের(.exe file) উপর রাইট ক্লিক করে Properties -এ যান।

>Compatibility  ট্যাবে ক্লিক করুন।

>এরপর চিত্রে দেখানো দুই জায়গায় টিক দিন।

>এপ্লাই এবং ওকে করুন।

ব্যস্‌, কাজ শেস।এবার দেখুন স্ক্রীনসট নেয়া যায় কিনা।

আমি উইন্ডোজ 7 ৩২ বিট-এ টেস্ট করে দেখেছি।

প্রথম টিউন.......কেমন হলো জানিনা।

আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

Level 0

আমি ব্যাকস্পেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর শুধুমাত্র দর্শক হয়ে থাকতে পারলাম না........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিপস টার জন্য অনেক ধন্যবাদ

ট্রাই করে জানাই ।

ভাই দারুন টিপস দিছেন …।

ধন্যবাদ 🙂

ভালো বুদ্ধি শিখালেন তো!আগে এটা জানলে ডার্কসাইডার্স ২ থেকে কিছু প্রোফাইল পিক দেওয়া যেত নিজের মতন।তবে ভবিষ্যতেও কাজে লাগবে,স্ক্রীণশটের জন্য আলাদা সফট ইন্সটল করতে ইচ্ছে হয় না,অনেক ধন্যবাদ

    @Ochena Balok:ঠিকই বলেছেন।স্ক্রীণশটের জন্য আলাদা সফট ইন্সটল করতে ইচ্ছে হয় না।টিউমেন্টের জন্য আপনাকেও ধন্যবাদ।