এক্সপ,ভিসতা এবং উইন্ডোজ সার্ভার ২০০৩-কে উইন্ডোজ৭-এর রূপ দেন।আপনারা ভাববেন আমি আপনাদেরকে OS আপগ্রেড করতে বলছি।কিন্তু তা করতে হবে না শুধু একটি সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করলেই হয়ে যাবে আর সেটার নাম হচ্ছে Seven Remix XP।এতে সংযুক্ত আছে নতুন ধরনের system file এবং graphics design আরো আছে system and application-এর জন্য অতিরিক্ত থিম,একটি side প্যানেল, ডেস্কটপ উইজেট,উইন্ডোজের programme সক্রিয় করার জন্য সুইচ।
এটার ইনস্টলেশনও সম্পূর্ণ সহজ।আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করি ঠিক সেভাবে ইনস্টল করে computer reboot করতে হবে।এই সফটওয়্যারটি এক্সপি এবং উইন্ডোজ সার্ভার ২০০৩এর জন্য কেবল কাজ করে, কিন্তু ডেভেলপারগণ দাবী করে যে Vista জন্য ও একটি সংস্করণ আছে।আপনি এখন আপনার কম্পিউটারে নতুন ডেস্কটপে উপভোগ করেন।
Seven Remix 2.2 For Windows XP and Server 2003
আমি সাইমুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I love Bangladesh
উইন্ডোজ ৭ ইনস্টল করে নিলেই তো ভাল। এতে শুধু থিম না, অনেক নতুন ফিচারও পাওয়া যাবে। তবে টিউনের জন্য ধন্যবাদ।