ওয়েব পেজের ছবি তুলুন ScreenGrab মাধ্যমে

কয়েক দিন আগে রুহুল আমিন ভাই pearl cresent ইয়ে লিখে ছিলেন।বেশ ভাল লেগেছিল।তাই আরও ভাল কিছু খুজতেছিলাম।হঠাৎ পেয়ে গেলাম  এই এড অনটি। pearl cresent এর দুটি ভার্সন আছে।একটা সাধারণ (যেটার কথা লিখেছিলেন) আরেকটা আছে প্রো ভার্সন।সেটার মুল্য ১৫ ডলার।সেটার মত একই কাজ করে Screen Grab। এর ফলে আপনার ১৫ ডলার বেচে যাবে। pearl cresent এর মত এখানে দুই ফরম্যাটে ছবি তোলা যায়। যথাঃPNG আর JPG।

প্রথমে এই লিঙ্ক টিতে যানঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/1146

এডঅনটি ইন্সটল করুন।এবার মযিলা রি-স্টার্ট করুন।

যেভাবে ব্যবহার করবেনঃ

যে পেজের ছবি তুলতে চান সেই পেযে যান।এবার রাইট ক্লিক করুন।

ফুল পেজের ছবি তুলতে এবার “ScreenGrab” > “Save” > “Complete Page/Frame“ যান।তার পর সেভ করুন।

web-page-screenshot-1

বিশেষ জায়গার ছবি তুলতে “ScreenGrab” > “Save” > “Selection“ যান।দেখবেন পুরো পেজ লাল হয়ে যাবে।এবার মাউস দিয়ে যে টুকু স্থানের ছবি তুলবেন সেটুকু তে মাউস ড্রাগ করুন।ড্রাগ করে ছাড়ার সাথে সাথে সেভের স্থান চলে আসবে।এবার সেইভ করুন।

রাইট ক্লিক ছাড়াও নিচে ডান কোনায় এড অনটি শো করবে।

web-page-screenshot-2

ব্যাবহারের পর বলবেন যে এইটা ভাল না pearl cresent ভাল।প্লিজ।

ধন্যবাদ। 8)

Level 0

আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nijer photo tpla gele valo hoto

Level 0

Emilton bhai
ভাল laglo
ধন্যবাদ।
bangla likta option khuja paina ?
bolban ki ?
plz…………

    Level 0

    আপনার কথা ঠিক বুঝলাম না।
    you are most wellcome