আমি উইন্ডোজ এর বিভিন্ন বিষয় উপর কিছু টিউন করবো। এগুলোর ব্যবহা্রে কম্পিউটার চালানো আরো সহজ হয়ে উঠবে আপনার কাছে। আনেকেই হয়তো এগুলো জেনে থাকবেন। তাই তাদের জন্য পরবর্তী টিউন দেখার আনুরোধ থাকলো।
এই নেভিগেশনটি কোথায় থাকে তা দেখার জন্য নিচের ছবিটি দেখুন। Computer অথবা File Explorer ওপেন করলে এই নেভিগেশনটি পেয়ে যাবেন।
এই নেভিগেশন দিয়ে আপনি কম্পিউটারের ড্রাইভ, লাইব্রেরী, ফ্যাভারিট মেনুতে সহজে যেতে পারবেন। আমি আজকে ফ্যাভারিট নেভিগেশন নিয়ে আলোচনা করবো।
Favorite নেভিগেশন দেওয়া হয়েছে আপনার সুবিধার জন্য। আপনার প্রিয় বা সচরাচর যে সব ফোল্ডারে যেতে হয় সে সকল ফোল্ডার Favorite নেভিগেশন এ যোগ করে রাখলে সহজে যেতে পারবেন।
তাহলে এইবার দেখুন কিভাবে কোন ফোল্ডার Favorite নেভিগেশন-এ যোগ করতে হয়।
প্রথমেই আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে, যেই ফোল্ডার আপনি Favorite নেভিগেশন-এ যোগ করবেন। যেমন আমি আমার একটা প্রিয় ফোল্ডারে(Lynda.com) প্রবেশ করলাম। তারপর Favorite এর উপর মাউস দিয়ে ডান বাটন ক্লিক করলে আমরা ১টা অপশন দেখতে পাব- Add current location to Favorites. এটাতে ক্লিক করলেই আপনার ফোল্ডার Favorite নেভিগেশনে চলে যাবে।
যেমন আমার Lynda.com ফোল্ডার Favorite নেভিগেশনে যোগ হয়ে গেল।
আবার সেই ফোল্ডার আপনি ইচ্ছে করলেই বাদ দিয়ে দিতে পারবেন। যদি বাদ দিতে চান তাহলে সেই ফোল্ডারে মাউস দিয়া ডান বাটনে ক্লিক করলে দেখতে পাবেন Remove. Remove করে দিলে রিসাইকেল বিনে চলে যাবে। তারপর রিসাইকেল থেকে ডিলিট করে দিলেই হবে।
আজকে এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন।
আমি ভাল মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks