ওয়ার্ডপ্রেস ব্লগিং প্লাটফর্ম এখন জনপ্রিয়তার শীর্ষে । কি নেই যা করা যায় না ওয়ার্ডপ্রেস দ্বারা ? ফোরাম , সিএমএস সব সম্ভব । তেমনি সম্ভব পার্টিকুলার গ্রুপের জন্য প্রাইভেট ব্লগংসাইট বানানো । অর্থাৎ এমন একটি সাইট বানানো যার কমেন্ট করাতো দূরে থাক পোষ্ট দেখতেও পারবে না সাধারন ভিজিটররা । প্রশ্ন হল এমন সাইট কেন দরকার ? অনেক কারনেই হতে পারে । যেমন আপনার ভার্সিটি বা ফ্রেন্ড গ্রুপের জন্য ব্লগসাইট বানাতে বা আপনার একান্ত ব্যাক্তিগত ডাইরীর মত ব্লগ বানাতে বা চাচ্ছেন পোষ্ট পড়ার জন্য ভিজিটররা টাকা দিবে । আরো অনেক কারন হতে পারে ।
প্রথমেই আপনার দরকার "Members Only" প্লাগইনটি । এটি খুবই দরকারী প্লাগইন । এটি আপনাকে প্রাইভেট ব্লগিং এরিয়া বানানোর সব সুবিধা দিবে । এটি রেজিস্ট্রশন ছাড়া কোন ভিজিটরকেই সাইটের কনটেন্ট দেখতে দিবে না । কোন ভিজিটর আসলে আপনার ইচ্ছামত যেকোন পাতায় বা লগইন পেজে রিডাইরেক্ট করতে পারবেন । প্লাগইনটি ইনস্টল দিলে Admin প্যানেলের Settings মেনুতে "Members Only" নামে অপশন দেখতে পাবেন । তাতে সব সেটিংস সহজেই পরিবর্তন করতে পারবেন ।
এবার রেজিস্ট্রেশন বন্ধ করতে চাইলে Admin প্যানেলের "Settings" মেনুতে "General" তে যেয়ে Membership এর ডানপাশের "Any One can register" এর বাম পাশের টিক চিহ্ন যদি দয়া থাকে তাহলেতা তুলে দিন , টিক না দেয়া থাকলে আর কিছু করতে হবে না ।
এবার কেউই আর রেজিস্ট্রেশন ছাড়া আপনার ব্লগ পড়তে পারবেনা ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
ধন্যবাদ