ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করুন প্রাইভেট ব্লগিং এরিয়া

ওয়ার্ডপ্রেস ব্লগিং প্লাটফর্ম এখন জনপ্রিয়তার শীর্ষে । কি নেই যা করা যায় না ওয়ার্ডপ্রেস দ্বারা ? ফোরাম , সিএমএস সব সম্ভব । তেমনি সম্ভব পার্টিকুলার গ্রুপের জন্য প্রাইভেট ব্লগংসাইট বানানো । অর্থাৎ এমন একটি সাইট বানানো যার কমেন্ট করাতো দূরে থাক পোষ্ট দেখতেও পারবে না সাধারন ভিজিটররা । প্রশ্ন হল এমন সাইট কেন দরকার ? অনেক কারনেই হতে পারে । যেমন আপনার ভার্সিটি বা ফ্রেন্ড গ্রুপের জন্য ব্লগসাইট বানাতে বা আপনার একান্ত ব্যাক্তিগত ডাইরীর মত ব্লগ বানাতে বা চাচ্ছেন পোষ্ট পড়ার জন্য ভিজিটররা টাকা দিবে । আরো অনেক কারন হতে পারে ।

কিভাবে করবেন ?

প্রথমেই আপনার দরকার "Members Only" প্লাগইনটি । এটি খুবই দরকারী প্লাগইন । এটি আপনাকে প্রাইভেট ব্লগিং এরিয়া বানানোর সব সুবিধা দিবে । এটি রেজিস্ট্রশন ছাড়া কোন ভিজিটরকেই সাইটের কনটেন্ট দেখতে দিবে না । কোন ভিজিটর আসলে আপনার ইচ্ছামত যেকোন পাতায় বা লগইন পেজে রিডাইরেক্ট করতে পারবেন । প্লাগইনটি ইনস্টল দিলে Admin প্যানেলের Settings মেনুতে "Members Only" নামে অপশন দেখতে পাবেন । তাতে সব সেটিংস সহজেই পরিবর্তন করতে পারবেন ।

এবার রেজিস্ট্রেশন বন্ধ করতে চাইলে Admin প্যানেলের "Settings" মেনুতে "General" তে যেয়ে Membership এর ডানপাশের "Any One can register" এর বাম পাশের টিক চিহ্ন যদি দয়া থাকে তাহলেতা তুলে দিন , টিক না দেয়া থাকলে আর কিছু করতে হবে না ।

এবার কেউই আর রেজিস্ট্রেশন ছাড়া আপনার ব্লগ পড়তে পারবেনা ।

ডাউনলোড করুন Member Only

টিউনটির সূত্র WPart

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ ভাই

জি ভাই আমি সকলকে বলছি আমি একটা বিপদে পরে গেছি আমাকে কেউ উপকার করবেন?????????????

জি আমি নতুন আপনাদের মাঝে।নতুন এসে আপনাদের সাহায্য চাইছি।আমার পিসিতে আমি ডিপ ফিরিয সেটআপ করেছি।এখন আমি পাসউয়ারড ভুলে গিয়াছি।আমার ডিপ ফিরিয ভারশন ৬.৬১.০২০.২৮২২ ।এখন আমি কি ভাবে এই ডিপ ফিরিয পাসউয়াড পাওয়াজাবে।অথবা আমি ডিপ ফিরিয আনইন্সটল করব।আপনারা কেউ আমাকে সাহায্য করেন প্লিজ।আমি নতুন তাই ভুল হলে মাফ করে দিবেন।
আপনাদের ঊপেqাই র্ইলাম

হুম! প্রাইভেট ব্লগিং করলে সেইসব পোস্ট গুগল রোবট দেখতে পাবেনা এবং ইন্ডেক্স করতে পারবেনা, সার্চ ইঞ্জিনেও তা দেখা যাবেনা। সেক্ষেত্রে উপায় কি?

    Level 0

    কোনো উপায় নাই.

    প্রাইভেট ব্লগিং করলে পোস্ট গুগল রোবটকে দেখানোর দরকার কি ? সাবস্ক্রিপশন বেসড করতে হলে কোন না কোন পথ বের করতে হবে ।