আমার এ্যাডসেন্স এর একাউন্ট ছিলো, কিন্তু প্রায় ৪ মাস আগে ভূল করে নিজেই ক্লিক করে ফেলি এ্যাড এ। আবারো বলছি নিজর ইচ্ছায় করি নাই। প্রায় $১৩ জমা ছিলো, ক্লিক হয়ে যাবার পর একটুর জন্যে হলেো বুঝতে পারছিলাম যে, আমার একাউন্টা মনে হয় শেষ। তাই হয়েছে সকালে একাউন্ট এ লগ ইন করতে যেয়ে দেখি গুগর আমাকে বার্তা দিয়েছে “Account Disabled Your AdSense account for this login is currently disabled. We recommend checking your email inboxes for any messages we may have sent you regarding your account status. Sometimes our messages can be caught by email filters, so please be sure to check the Bulk/Spam folders of your email accounts as well.
If your account was disabled for invalid click activity, please visit our Disabled Account FAQ for more information.”
ডিজএ্যবল একাউন্টফিরে পাবার কি যেন একটা “এপিয়াল” নামক আপশন দেয়া ছিল “Disabled Account FAQ” এই খানে। সব কিছু ঠিকঠাক মত সাবমিট করলাম। কিন্তু নাহ ! ফরে পেলাম না। মনটা খুবই খারাপ হয়েগেল তখনই। ঠিক দুই দিন পর আমার একাউন্ট ভেরিফাই এর কোড আসে দেখুন নিচের ছবি দুটি-
কিন্তু পিন কোড এসে লাভটা কি? একাউন্ট টাই তো সষ্ট। তারপর আমি বিভিন্ন আই পি, সাইট এবং নাম ঠিকানা ব্যবহার করে একাউন্টের জন্য এ্যপলাই করে যাচ্ছি। কিন্তু বিভিন্ন কারনে আমার একাউন্ট গ্রহন করছে না গুগল। আর এদিকে আমার একাউন্ট খুবই জরুরী। আমি কি করতে পারি। কেউ জানলে দয়া করে সাহায্য করবেন।এক ভাই কে বললাম একাউন্ট করে দিত্, উনি বললেন যে, সাব-ডোমেইন দিয়ে নাকি একাউন্ট বেশি দিন থাকে না। উনি আমাকে বললেন যে, োনার পরিচিত কে নাকি এ্যাডসেন্স এর একাউন্ট বিক্রয় করবেন। কিন্তু, দাম শুনবেন কত? ৩০০০/- মাত্র। এতো সব ঝামেলার পর আমি এখনো একটি একাউন্টের জন্য অপেক্ষায় আছি। কবে করতে পাবো ...........
একাউন্ট একছেস্প না করার কারন গুলো হচ্ছে-
১. পেজ টাইপ, পেজ টাইপ বলতে গুগল কি বুঝাচ্ছে জানি না।
২. পোস্টাল কোড- আমি কখনো ভূল করি নাই। কিন্তু গুগর পোস্টাল কোড বলতে কান্ট্রি কোড নাকি জেলা কোড কে বুঝাচ্ছে?
আপনাদের সাথে আমার একাউন্ট নষ্ট হবার ব্যাপারে আলোচনা করলাম। জানি টেকটিউস এ এমন অনেকেই আছেন যারা একাধিক বার এ্যাডসেন্স এর চেক পাইছেন। প্লিজ প্লিজ আমাকে হেল্প করুন।
আপনাদের সাহায্যের আশায় থাকলাম।
যদি কেউ ব্যক্তিগত ভাবে আমাকে জানাতে চান তাহলে আমাকে ইয়াহু ম্রাসেন্জারে এ্যাড করিয়েন প্লিজ- [email protected]
আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...
জি ভাই আমি সকলকে বলছি আমি একটা বিপদে পরে গেছি আমাকে কেউ উপকার করবেন?????????????
জি আমি নতুন আপনাদের মাঝে।নতুন এসে আপনাদের সাহায্য চাইছি।আমার পিসিতে আমি ডিপ ফিরিয সেটআপ করেছি।এখন আমি পাসউয়ারড ভুলে গিয়াছি।আমার ডিপ ফিরিয ভারশন ৬.৬১.০২০.২৮২২ ।এখন আমি কি ভাবে এই ডিপ ফিরিয পাসউয়াড পাওয়াজাবে।অথবা আমি ডিপ ফিরিয আনইন্সটল করব।আপনারা কেউ আমাকে সাহায্য করেন প্লিজ।আমি নতুন তাই ভুল হলে মাফ করে দিবেন।
আপনাদের ঊপেqাই র্ইলাম