কয়েকদিন আগে আমার এক বন্ধু আমাকে দেশের কোন এক মোবাইল কোম্পানির নাম্বার থেকে কল করে ।নাম্বারটা সেভ না থাকায়, এটা ওর নাম্বার কি না জানতে চাইলে,ও জানায় আসলে সে ইয়াহু মেসেঞ্জার থেকে ফ্রিতে কল করেছে।
বন্ধুর কাছ থেকেই হেল্প নিয়ে একজনের ব্যক্তিগত ব্লগ থেকে নিয়ম জেনে নিলাম।
নিয়মাবলী-
এ জন্য আপনার লাগবে ইয়াহু মেসেঞ্জারের সর্বশেষ ভার্সন
১।প্রথমে লগইন করুন
২।তারপর এইখানে 18003733411নাম্বারটি লিখুন এবং এন্টার চাপুন ।
৩।তারপর কিছু প্যাঁচাল শুনতে পারবেন,তাদের কিছু সার্ভিসের নাম বলবে এবং অপেক্ষা করুন কখন "ফ্রি কল" এই কথাটি বলে ।
৪।এটা শুনার পর আপনিও একটু জোরে বলুন "ফ্রি কল"।
যদি একবারেই সার্ভিসটি পেয়ে যান তো ভালই,আর যদি আপনাকে "go back" করতে বলে তাহলে আর একবার বলুন "ফ্রি কল"
৫।এরপর ব্যস্ত না থাকলে আপনাকে কান্ট্রি কোড+মোবাইল/ল্যান্ডফোনের নাম্বারটি টাইপ করতে বলে এবং নাম্বারটি টাইপ করুন।যেমন-(৮৮০১৭২৪............/৮৮০২৮৮.........)
এরপর টানা ৫ মিনিট কথা বলতে পারবেন এবং কত বার করতে পারবেন??? এটার কোন লিমিট নেই,যতবার লাইন পাবেন ততবার।আপনাকে বেশী ভাগ সময়ই হয়তো শুনতে হবে লাইন ব্যস্ত আছে ,নিরাশ হওয়ার কিছু নেই এটা পরীক্ষিত।এভাবে আমি প্রায়ই দিনে ২ থেকে ৩ জনের সাথে মোবাইলে কথা বলি ।তবে দুপুর ২-৩টার দিকে খুব সহজেই লাইন পাওয়া যায়।
কাজ করল কিনা কমেন্টস করে জানাবেন ।
ধন্যবাদ ।
আমি মর্মর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাবা বলেন গোঁফ খেজুরে,আর মা বলেন রিপভ্যান উইঙ্কেল.................................................
ভাই, আমি মেসেঞ্জারের V-10 ব্যবহার করছি। কিন্তু আপনার দেয়া নাম্বারটা দিয়ে এন্টার কী প্রেস করলাম কিন্তু কিছু বলছে না কেন? একটু জানাবেন?
eita ki asile e kaz kore??? let see…