আমরা যার কম্পিউটার ব্যবহার করি তার কম্পিউটারে নিজের প্রয়োজনীয় অনেক ডাটা রেখে থাকি। এগুলোর মধ্যে অনেক ডাটা আছে যা আমাদের অনেক দরকারি বা ব্যক্তিগত। এছাড়া আরো অনেক ডাটা আছে যা আমাদের একান্তেই ব্যক্তিগত ডাটা যেখানে আমরা আমাদের ব্যাংকের একাউন্ড নাম্নার এবং যে কোন একাউন্ড নাম্বার বা পাসওয়ার্ড রেখে থাকি। তাই আমাদের কম্পিউটারকে রাখতে হবে নিরাপদ ভাবে কম্পিউটারকে নিরাপদে রাখার জন্য আমরা বিভিন্ন ভাবে লক করে থাকি যাতে কেউ কম্পিউটারে ঢুকে আমাদের প্রয়োজনীয় ডাটা পেনড্রাইভ এ করে নিয়ে যেতে না পারে। তবে আমরা User প্যানেলের লকটাই বেসির ভাগ সময় ব্যবহার করে থাকি এই লকটি বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে হ্যাক করা বা ভাঙ্গা যায়। তাই আমি আজ আপনাদের দেখাবো এমন একটি লক যে লকটি কেউ কোন সফটওয়্যার দিয়ে ভাঙ্গতে বা হ্যাক করতে পারবে না ১০০% গ্যারান্টি। আসুন কাজে যাই........
১/ প্রথমে আমরা Start+r ছেপে Run কমান্ড যাবো।
২/ Run কমান্ডের খালি যায়গাটিতে Syskey লেখে Ok বাটনে ক্লিক করিবেন তার পর একটি এলার্ড আসবে তখন Yes এ ক্লিক করবেন।
৩/ এবার Update ক্লিক করুন।
৪/ এবার Password Startup ক্লিক করুন এবং নিচের খালি ঘরে Password দিয়ে Ok তে ক্লিক করুন।
একটি কথা বলে নেই যারা পিসিতে ইউএসবি পোর্ড এর কী-বোর্ড ব্যবহার করেন তারা এই লকটি করলে পিএসটু কীবোর্ড ব্যবহার করতে হবে নয়তো কম্পিউটার ওপেন করতে পারবেন না। যাদের ল্যাপটপ তাদের কোন সমস্যা নাই।
পোষ্টটি অতি তাড়াতাড়ি লেখা হয়েছে বানানে ভুল হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এই সাইটটি আমার গুরে আসতে পারেন। tutorial tune
আমি আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apnar blog ta nice.ki kore korlen kisu tips diben ki???
apnar next post e apnar blog ki vabe korlen ta janale khushi.
[email protected]