Folder LOCK করুন কোন ধরনের Software ছাড়া…!!!

সবাইকে শুভেচ্ছা জানাই। এইটা আমার প্রথম tune। তাই চেষ্টা করেছি ভুল ত্রুটি কম করার। এই tuneটি আগে যদি publish হয়ে থাকে তাহলে আমি দুঃখিত।

প্রথমে আপনার pcতে যেকোনো একটি drive-এ একটি folder তৈরি করুন।

ওই folder টির ভিতরে “locker” নামের একটি text document তৈরি করুন।

তারপর “locker” নামক “text document” টির ভিতর নিম্ন লিখিত code টি

Copy-paste করুন।


cls

@ECHO OFF

title Folder Private

if EXIST "HTG Locker" goto UNLOCK

if NOT EXIST Private goto MDLOCKER

:CONFIRM

echo Are you sure you want to lock the folder(Y/N)

set/p "cho=>"

if %cho%==Y goto LOCK

if %cho%==y goto LOCK

if %cho%==n goto END

if %cho%==N goto END

echo Invalid choice.

goto CONFIRM

:LOCK

ren Private "HTG Locker"

attrib +h +s "HTG Locker"

echo Folder locked

goto End

:UNLOCK

echo Enter password to unlock folder

set/p "pass=>"

if NOT %pass%== PASSWORD_GOES_HERE goto FAIL

attrib -h -s "HTG Locker"

ren "HTG Locker" Private

echo Folder Unlocked successfully

goto End

:FAIL

echo Invalid password

goto end

:MDLOCKER

md Private

echo Private created successfully

goto End

:End

উপরে খেয়াল করলে দেখতে পাবেন “PASSWORD_GOES_HERE” একটি লেখা রয়েছে।

ওইখানে আপনার মন মতো PASSWORD টি দিয়ে দিন।

এরপর “locker” নামক “text document” টির “extension name” মানে “.txt” কেটে দিয়ে

“.bat” লিখে দিন।

ব্যাস আপনার কাজ হয়ে গেলো।

এইবার “locker.bat” ফাইলটি “double click” করুন। দেখবেন ওইখানে “Private” নামক

একটি ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডার টি তে আপনার গোপন ফাইল রেখে দিন। তারপর “locker.bat” পুনরায় “double click” করুন। দেখবেন একটি নতুন স্ক্রীন-এ

আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি ফোল্ডার টি লক করতে চান?

“y” ক্লিক করুন দেখবেন আপনার ফোল্ডার টি লক হয়ে vanish হয়ে যাবে।

পুনরায় আপনার private ফোল্ডার টি পেতে হলে “locker.bat” ফাইলটি “double click” করুন। দেখবেন আপনার কাছে password চাওয়া হবে। password টি দিয়ে দিন ফোল্ডার টি পুনরায় আপনি দেখতে পারবেন।

এইবার যত খুশি ফোল্ডার লক করুন কোন ধরনের software ছারাই...!!!

Level 0

আমি Shuvra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মানুষ এখন আপনার চেয়ে অনেক talent.
Code টা analysis করে দেখুন কী আছে এতে।
এটা দিয়ে লক তো হবেই না। শুধু শুধু সময় নষ্ট করাচ্ছেন

Level 0

faltu tune

Level 2

khuboi kajer jinish atai kujhtecilam. Thanks….

Level 0

It’s not bad.

কাজ হলো না ভাই আরো বিস্তারিত লিখতে হবে। win 7 এ সেট করতে পারলাম না।

    Level 0

    @Golam Muhammad Sabbir:

    আপনার কথায় সমস্যা হয়েছে একটু বলেন । আমি সাহায্য করার চেষ্টা করব।

চরম লাগছে

Level 0

nice tune broo… kaj hoysee… ar vai eraa akto valo kore pore than try koren…asaa kori kaj hobe

Level 0

it was a good post. but I have a question that if anyone remove my locker.bat, where from i get my private folder’s file and how?

    Level 0

    @livemail: if you know tell me please—

      Level 0

      Jodi locker.bat file ti delete hoye jay… tahole prothome hidden folder ti show korben,
      tarpor “hide protected opararting system” er “টিক চিহ্ন” ti uthie diben…asha kori apni apnar folder ti peye jaben..dhonnobad.

Level 0

ki je ghurar dimer akta post dilen? but folder delete dile seta chole jai?

folder hide hoy bt lock hoy na

এরপর “locker” নামক “text document” টির “extension name” মানে “.txt” কেটে দিয়ে

“.bat” লিখে দিন। eta ki pabo?