সবাই কেমন আছেন? আশা করি ভাল। ভাল থাকলেই ভাল। :p
আজ আপনাদের কাছে ছোট্ট একটা সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। ৮০% এর ই জানা থাকতে পারে। কিন্তু টিউন টা তাদের জন্য না। যারা জানেন না, তাদের জন্যই এই টিউন। 🙂
অনেক সময় পেন ড্রাইভ এ জায়গা থাকা সত্ত্বেও পেন ড্রাইভ এ ফাইল সেন্ড করতে গেলে এটা দেখাই “file too large for the destination file system” এবং সেন্ড হয় না।
এই সমস্যা সমাধান এর মাধ্যমে ফাইল সেন্ড করার জন্য প্রথমে আপনার পেন ড্রাইভ টা “ntfs” এ ফরমেট করতে হবে।
Ntfs এ ফরমেট করতে পেন ড্রাইভ এর উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে formet এ ক্লিক করুন। একটা নতুন ডায়ালগ বক্স আসবে। ওখানে file system>ntfs>start
অথবা নিচের চিত্র অনুসরণ করুন।
এনটিএফএস এ ফরমেট করলে আপনার পেন ড্রাইভ এর ১০০ এমবি এর মত জাইগা কমে যাবে, কিন্তু পরে “fat32” এ ফরমেট দিলে ঠিক হয়ে যাবে।
ফরমেট দেওয়া হয়ে গেলে আপনার কাঙ্খিত ফাইল টা সেন্ড করুন আর মজা দেখুন। :p
ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আর আমার জন্য দোয়া করবেন। 🙂
আমি ওয়াহিদুজ্জামান হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পেন ড্রাইভ এই টিপস আমার অনেক ভাল লেগেছে।