হায় হায়, এটা কি বললাম! আমার কি মাথা খারাপ হয়ে গেছে? এতদিন বিজ্ঞাপনে ক্লিক করতে মানা করতাম আর আজকে ক্লিক করেন কিনা তা জিজ্ঞাসা করছি? ঝি এটা হাসান ভায়ের কথা, বিশ্বাস হচ্ছে না দেখেন
বিজ্ঞাপনের ব্যাপারে লেখার আগে কিছু ভিজিটরের মন্তব্য পড়ে নেইঃ-
১।নিজের সাইটটি নিয়ে এত প্রচরনায় ব্যস্ত থাকা হয় ,যে এড এ ক্লিক করা হয় না।
২।হলফ করে বলতে পারি, জীবনে একটাও এডসেন্স এড এ ক্লিক করি নাই। হা হা।(alok mistry)
৩।আমি তো গুগল এডসেন্স ব্যাপারটা জানার পর কারও ওয়েবসাইটে কোনো ক্লিক করেছি বলে মনে পড়ে না।
৪।এতদিন মনে করতাম, অন্য সাইটে গুগলের অ্যাডে ক্লিক করলে হয়ত আমার গুগল অ্যাডসেন্স একাউন্টের সমস্যা হবে…
৫।আমি এডসেন্স খুলার পর না জেনে বড় জোর ২-৩ বার ক্লিক করেছিলাম
৬।আগেতো ভাবতাম উল্টাপাল্টা বিজ্ঞাপনে ক্লিক করলে পিসিতে ভাইরাস ডুকবে। এজন্যে ক্লিক করা হয় না, করলেও খুবই কম।
৭।আমারও ঠিক মনে নেই কবে বিজ্ঞাপনে ক্লিক করেছিলাম ।
৮।“পরিসংখ্যানে দেখা গেছে, যাদের ইন্টারনেটে ওয়েবসাইট আছে, যারা ব্লগিং জানে, সাম্প্রতিক বিশ্ব সম্বন্ধে ধারনা রাখে, তারা কখনই বিজ্ঞাপনে ক্লিক করে না।” এটা ১৯৯% সত্যি কথা । আমি শেষ কবে বিজ্ঞাপন এ ক্লিক করেছি আমার মনে নেই ।(ইমতিয়াজ)
৯।আমার তো মনে হয় শুধু যাদের ইন্টারনেটে ওয়েব সাইট আছে, যারা ব্লগিং জানে শুধু তারাই নয় যারা ইন্টারনেট সম্বন্ধে মোটামোটি ভাল জ্ঞান রাখে তারাও কখনও বিজ্ঞাপনে ক্লিক করে না। আমিই নিজেই শেষ কবে কোন বিজ্ঞাপনে ক্লিক করেছি মনে করতে পারলাম না। বিজ্ঞাপনে ক্লিক সাধারনত নবিন এবং প্রথম দিকের ইন্টারনেট ইউজার করে থাকে।(rajibul)
এই হলো অবস্তা।এখানে নিজের সাইটটের বিজ্ঞাপনে ক্লিকের কথা বলা হচ্ছে না, নিজের ওয়েবসাইট ব্যতীত অন্য যেকোনো ওয়েবসাইটের বিজ্ঞাপনে ক্লিকের কথা বলছি।পরিসংখ্যানে দেখা গেছে, যাদের ইন্টারনেটে ওয়েবসাইট আছে, যারা ব্লগিং জানে, সাম্প্রতিক বিশ্ব সম্বন্ধে ধারনা রাখে, তারা কখনই বিজ্ঞাপনে ক্লিক করে না।তাহলে আপনি নিজেই যদি বিজ্ঞাপন এড়িয়ে মূল লেখা পড়ে যান, তাহলে আপনার শ্রেনীর কিংবা আপনার চেয়ে উচুঁ জ্ঞানসম্পন্নদের কাছ থেকে কি করে ক্লিক আশা করেন?
আমরা কি করতে পারি
আপনার যে ওয়েবসাইট কিংবা ব্লগ আছে।তাতে বেশি বেশি ভিজিটর পাওয়ার জন্য নানা সাইটে মন্তব্য বা নিজের সাইটের এড দিয়ে থাকি এবং পাশাপাশি যদি সেখানে একটা ক্লিক করে আসি তাহলে কতটুকু আর সময় নষ্ট হবে।স্বাভাবিকভাবে প্রথম অবস্তাই হয়ত আপনার কষ্ট হবে,এ রকম করে কিছু দিন যদি আপনি চেষ্টা করেন তাহলে অবস্ত্য হয়ে যাবেন।
বিজ্ঞাপন
এই বিষয়টা সবসময় অনুধাবন করতাম কিন্তু বলা হয় নাই কখনো।যারা ব্লগের ডিজাইন,কন্টেন প্রভৃতির উপর নির্ভর করবে কোথায় বিজ্ঞাপন বসানো উচিত হবে।তবে বেসিক কিছু বিষয় যেমন একদম নিচের দিকে বিজ্ঞাপন না বসানো,এই সব মাথায় রাখা উচিত।পাঠক যাতে বেশি ক্লিক করে সেই জন্য ব্লন্ডিং একটা বিশাল ব্যাপার।এর সাথে আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্যাবহার করি, তাদের উচিত হবে Widgets গুলোর সর্বোচ্চ ব্যাবহার করা।ভাল ব্লেন্ডিং করে ভাল জায়গায় বিজ্ঞাপন বসালে পাঠক খুব সহজেই বিজ্ঞাপন ক্লিক করতে পারে ,কেননা সে তা পোষ্টের অংশ বলেই ভাববে।সকলকেই ধন্যবাদ।
সুত্রঃ http://www.destiny2000.net এটা সম্পুর্ন মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে লেখা হয়েছ
আমি এস এম নাদিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নাদিম ,আমি গাজিপুরে থাকি,আমি Multi Level Marketing এ Business করি।এবং পাশাপাশি অনলাইনে আড্বা ,এক কথাই খুব ব্যস্ত।
ঠিক