আপনি বিজ্ঞাপনে ক্লিক করেন না, পাঠক কেন ক্লিক করবে?

Google-text-links-evil-460

হায় হায়, এটা কি বললাম! আমার কি মাথা খারাপ হয়ে গেছে? এতদিন বিজ্ঞাপনে ক্লিক করতে মানা করতাম আর আজকে ক্লিক করেন কিনা তা জিজ্ঞাসা করছি? ঝি এটা হাসান ভায়ের কথা, বিশ্বাস হচ্ছে না দেখেন

বিজ্ঞাপনের ব্যাপারে লেখার আগে কিছু ভিজিটরের মন্তব্য পড়ে নেইঃ-

১।নিজের সাইটটি নিয়ে এত প্রচরনায় ব্যস্ত থাকা হয় ,যে এড এ ক্লিক করা হয় না।

২।হলফ করে বলতে পারি, জীবনে একটাও এডসেন্স এড এ ক্লিক করি নাই। হা হা।(alok mistry)

৩।আমি তো গুগল এডসেন্স ব্যাপারটা জানার পর কারও ওয়েবসাইটে কোনো ক্লিক করেছি বলে মনে পড়ে না।

৪।এতদিন মনে করতাম, অন্য সাইটে গুগলের অ্যাডে ক্লিক করলে হয়ত আমার গুগল অ্যাডসেন্স একাউন্টের সমস্যা হবে…

৫।আমি এডসেন্স খুলার পর না জেনে বড় জোর ২-৩ বার ক্লিক করেছিলাম

৬।আগেতো ভাবতাম উল্টাপাল্টা বিজ্ঞাপনে ক্লিক করলে পিসিতে ভাইরাস ডুকবে। এজন্যে ক্লিক করা হয় না, করলেও খুবই কম।

৭।আমারও ঠিক মনে নেই কবে বিজ্ঞাপনে ক্লিক করেছিলাম ।

৮।“পরিসংখ্যানে দেখা গেছে, যাদের ইন্টারনেটে ওয়েবসাইট আছে, যারা ব্লগিং জানে, সাম্প্রতিক বিশ্ব সম্বন্ধে ধারনা রাখে, তারা কখনই বিজ্ঞাপনে ক্লিক করে না।” এটা ১৯৯% সত্যি কথা । আমি শেষ কবে বিজ্ঞাপন এ ক্লিক করেছি আমার মনে নেই ।(ইমতিয়াজ)

৯।আমার তো মনে হয় শুধু যাদের ইন্টারনেটে ওয়েব সাইট আছে, যারা ব্লগিং জানে শুধু তারাই নয় যারা ইন্টারনেট সম্বন্ধে মোটামোটি ভাল জ্ঞান রাখে তারাও কখনও বিজ্ঞাপনে ক্লিক করে না। আমিই নিজেই শেষ কবে কোন বিজ্ঞাপনে ক্লিক করেছি মনে করতে পারলাম না। বিজ্ঞাপনে ক্লিক সাধারনত নবিন এবং প্রথম দিকের ইন্টারনেট ইউজার করে থাকে।(rajibul)

এই হলো অবস্তা।এখানে নিজের সাইটটের বিজ্ঞাপনে ক্লিকের কথা বলা হচ্ছে না, নিজের ওয়েবসাইট ব্যতীত অন্য যেকোনো ওয়েবসাইটের বিজ্ঞাপনে ক্লিকের কথা বলছি।পরিসংখ্যানে দেখা গেছে, যাদের ইন্টারনেটে ওয়েবসাইট আছে, যারা ব্লগিং জানে, সাম্প্রতিক বিশ্ব সম্বন্ধে ধারনা রাখে, তারা কখনই বিজ্ঞাপনে ক্লিক করে না।তাহলে আপনি নিজেই যদি বিজ্ঞাপন এড়িয়ে মূল লেখা পড়ে যান, তাহলে আপনার শ্রেনীর কিংবা আপনার চেয়ে উচুঁ জ্ঞানসম্পন্নদের কাছ থেকে কি করে ক্লিক আশা করেন?

আমরা কি করতে পারি

আপনার যে ওয়েবসাইট কিংবা ব্লগ আছে।তাতে বেশি বেশি ভিজিটর পাওয়ার জন্য নানা সাইটে মন্তব্য বা নিজের সাইটের এড দিয়ে থাকি এবং পাশাপাশি যদি সেখানে একটা ক্লিক করে আসি তাহলে কতটুকু আর সময় নষ্ট হবে।স্বাভাবিকভাবে প্রথম অবস্তাই হয়ত আপনার কষ্ট হবে,এ রকম করে কিছু দিন যদি আপনি চেষ্টা করেন তাহলে অবস্ত্য হয়ে যাবেন।

বিজ্ঞাপন

এই বিষয়টা সবসময় অনুধাবন করতাম কিন্তু বলা হয় নাই কখনো।যারা ব্লগের ডিজাইন,কন্টেন প্রভৃতির উপর নির্ভর করবে কোথায় বিজ্ঞাপন বসানো উচিত হবে।তবে বেসিক কিছু বিষয় যেমন একদম নিচের দিকে বিজ্ঞাপন না বসানো,এই সব মাথায় রাখা উচিত।পাঠক যাতে বেশি ক্লিক করে সেই জন্য ব্লন্ডিং একটা বিশাল ব্যাপার।এর সাথে আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্যাবহার করি, তাদের উচিত হবে Widgets গুলোর সর্বোচ্চ ব্যাবহার করা।ভাল ব্লেন্ডিং করে ভাল জায়গায় বিজ্ঞাপন বসালে পাঠক খুব সহজেই বিজ্ঞাপন ক্লিক করতে পারে ,কেননা সে তা পোষ্টের অংশ বলেই ভাববে।সকলকেই ধন্যবাদ।

সুত্রঃ http://www.destiny2000.net এটা সম্পুর্ন মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে লেখা হয়েছ

Level 0

আমি এস এম নাদিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নাদিম ,আমি গাজিপুরে থাকি,আমি Multi Level Marketing এ Business করি।এবং পাশাপাশি অনলাইনে আড্বা ,এক কথাই খুব ব্যস্ত।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এডসেন্স এ আমার একাউন্ট ৬ মাস ধরে
এ পর্যন্ত ইনকাম কত জানেন?………… ১.৩৫ ডলার, অনেক বেশি, তাই না ? (হা হা হা হা)

    ভাই এটা কোন ব্যাপার না,লেগে থাকেন আপনার সাইটের প্রচরনা চালিয়ে যান।অবশ্যই আপনার স্বপ্ন পুরন হবে।

    thank you for your inspiration

Level 0

একদম সত্যি কথা

    আসলেই ভাই সত্যি।ধন্যবাদ এখন থেকে চেষ্টা করতে হবে আমাদের।

Level 0

add a click korta vi kosto hoi ki korbo.

    আপনার সাইটে পাঠক হিসাবে যারা আসবে তাদেরও কষ্ট হবে।ধন্যবাদ

My google adsense earn daily 3-4 dollar………….

I am lazy so i cannot earn more……… I am sure if i work hard……..

i can earn daily 10-20 dollar……… Adsense is not a one day game………..

U have to learn more……… U have to win Google…….Its not easy work…….

My one senior brother earn 1000$ per month from Chittagong….from his site………

He made his own site…… He took 2 years to make this site………..

    thanks for ur comment.I know that,this work is very hard.but i want to earn more than 1000 dolar from adsense. So i work very hard for earn & i also make a website for this.

এস এম নাদিম ভাই। তিন মাসে আগে এডসেন্স এর একাউন্ট ডিজএবল হইছে কেন তা বলতে পারি না। তবে একাউন্টাতে লগইন করতে গিয়ে দেখি গুগল বলছে যে, ইনএকটিভ ক্লিক করার কারনে একাউন্ট ডিজএবল হইছে। কিন্তু আমি কখনো নিজের পিসিতে আমার এড এ ক্লিক করি নাই। কিন্তু কেন এমনটি হল বুঝলাম না। এর পর অন্তত্য ৫-৭ বার চেষ্টা করছি এডসেন্স একাউন্টের জন্য(আলাদা ঠিকানা, ইমেইল আর ব্লগ দিয়ে), কিন্তু বিভিন্ন কারনে সেটি গুগল গ্রহন করে নাই। কতযে, চিন্তাই আছি বুঝাইতে পারবো না ভাই। আমার একটি এডসেন্স একাউন্ট চাই চাইই কিন্তু কি করলে করতে পারবো। জানাবেন আশা করি…………… আপনার উত্তরের আশায় থাকলাম ………….. [email protected]

    আপনি শাকিল আরেফিন ভাইয়ের কাছে এ ব্যাপারে জানতে পারেন,আমি আশা করছি সে আপনার সমস্যার উত্তর দিবে।
    https://www.techtunes.io/internet/tune-id/16094/ আপনি এই পোষ্টও পাশাপাশি পড়তে পারেন অনেক টা উপকার হবে আশাবাদি।

    আপনার আর একিট এ্যডেসন্স একাউন্ট ৈতির করার জন্য েয েকান িজ েমইল এেড্রস িদেয় একটা নতুন ব্লগ ৈতির কেরন তারপর েদখেবন েসখােন একিট নতুন এ্যডেসন্স একাউন্ট ৈিতর হেয় েগেছ।
    তেব আপিন েয িজমেইল ব্যবহার করেবন েস মেইল এ্যড ই হেব আপনার এ্যডেসন্স একাউন্ট।

    সজল
    [email protected]
    http://www.moushumi.webs.com

Level 0

ভাই গুগলের কিছূ নিয়ম কানুন আছে যে এডে ক্লিক করলে অটো মেটিক ব্লক করে দেয় তাছাড়া এডে কে ক্রিক করবে ?
আর শাওন ভাইকে বলছি ভাই আমার এডে হয়ত অন্য কেউ আপনার এডে প্রতিদিন ক্লিক করত ক্লিক করছে তাই এডসেন্স এর একাউন্ট ডিজএবল হইছে ।
ভিজিট করুন আমার সাইটে http://www.alamgers.blogspot.com
http://www.gakir4u.blogspot.com
[email protected]

হাসান ভাই কখনওই বলেননি অন্যজনের সাইটে যেয়ে ক্লিক করতে । তিনি বলতে চেয়েছিলেন নতুনদের টার্গেট করে সাইট বানাতে ।

এভাবে ব্লগিংয়ে সাফল্য আসবে না । ভাল কন্টেন্ট থাকলে ও SEO করলে টাকা আসবেই ।

আর এভাবে যার-তার সাইটে যেয়ে অযথা ক্লিক করলে , ব্লগারের লাভ হবে ঠিকই কিন্তু বিজ্ঞাপনদাতার প্রতি অন্যায় হবে । যা নৈতিকতা বিরোধী ।

    ধন্যবাদ আপনাকে,আপানার কথায় ই-প্রত্যয় ব্যবহার করছেন।ভাল লাগলো আপনার confidence দেখে।কিন্তু ভাই যার তার সাইটে ক্লিক করার কথা কই পাইলেন
    আমি লিখছি কি তা পড়েন ,ভিজিটর পাওয়ার জন্য নানা সাইটে মন্তব্য বা নিজের সাইটের এড দিয়ে থাকি এবং পাশাপাশি যদি সেখানে একটা ক্লিক করে আসি ।

Level 0

কথা মোটেও খারাপ না। আমি এর আগেও এব্যপারে মন্তব্য করেছিলাম। কোন সাইট ভিজিট করার পর সেখানে ক্লিক করতে তো আর টাকা লাগে না। তবে হ্যাঁ, আমি এব্যপারে শুধু আমাদের বাঙ্গালী জনগণের সাইট গুলোতে ক্লিক এর কথা বলব। কারণ আমি চাই আমাদের দেশ বৈদেশীক টাকার সমৃদ্ধী ঘটাতে। যাতে দেশও লাভবান হবে। আমি কী খারাপ বললাম?

Level 0

OK THANK

Level 0

OK
thnx……………

হাসান ভাইয়ের এবং মন্তব্যকারীদের অনুমতি ছাড়া আপনি এ পোস্টটি দিয়েছেন। নিজেকে প্রকাশ করার এ মাধ্যমটা ভালো নয়। অবিলম্বে এই পোস্টটি মুছে ফেলুন। রিউমর ছড়ানো দোষনীয় অপরাধ…

এভাবে ক্লিকে উৎসাহিত করা ঠিক নয় কারন ক্লিক কিন্তু শুধু লাভ নয় ক্ষতিও করতে পারে আপনার, এভাবে ক্লিকে উৎসাহিত করলে তার সম্ভাবনাই বেশী কারন এটা এডসেন্সের টার্মসের বিরোধী, তাই ভাইরা সবাইকে বলছি সাবধান হোন আর আমার এই পোষ্টটি দেখতে পারেন https://www.techtunes.io/internet/tune-id/8259/

    Completely agree with you……….visitor will click automatic……….

    Visitor read article ………And visit adsense website if he needs………

    শাকিল ভাই, হাসান ভাই কিন্তু বলেনি বিজ্ঞাপনে ক্লিক করার জন্য। তিনি যা বুঝাতে চেয়েছেন তা হলো- একজন শাকিল আরেফিন বা পান্থ বিহোস-এর মতো যারা এডসেন্স সম্পর্কে জানে তারা কখনোই এডসেন্সে ক্লিক করে না। এডসেন্সে তারা-ই ক্লিক করে যারা এই মাধ্যম সম্পর্কে জানেন না।
    তাই তিনি বলতে চেয়েছেন, যারা এডসেন্স সম্পর্কে জানেন না তাদের উপযোগী ওয়েবসাইট বা ব্লগসাইট বানাতে। যেমন অনলাইন আর্নিং নিয়ে ওয়েবসাইট যদি আপনি বানান তাহলে সেখানের ভিজিটর কারা আসবে? তাদের চাহিদা কি? তারা কী খুজছেন ইত্যাদি বিবেচনা করতে হবে।
    শাকিল ভাই, আপনাকে রিকোয়েস্ট করবো হাসান ভাইয়ের পোস্টটি পড়ার জন্য। আশা করি আপনার কমেন্টসটি তাতে এডিট করার প্রয়োজন হবে। হাসান ভাইয়ে পোস্ট দেখতে এখানে ক্লিক করুন
    —————-
    অফট : শাকিল ভাই, ঐদিন ফোনে আপনার সাথে যে ব্যাপার নিয়ে কথা হলো, তা নিয়ে তো পোস্ট দিলেন না। আমি কিন্তু অপেক্ষা করছি। আশা করি শিগগিরই ঐ বিষয়ে পোস্ট দেবেন।

    @পান্থ বিহোস ভাই আমি ওনাকে উদ্দেশ্য করে কিছু বলি নাই আমি এই পোষ্টের লেখককে বলেছি। ধন্যবাদ

আমি একটা কথা বলি ……. বিজ্ঞাপনে ক্লিক করা ঠিক না মানলাম
কিন্তু আমরা সবাই সবার সাইট কারনে বা অকারনে ভিজিট তো করতে পারি

এ রকম একটা বল্গ সাইট বানালে কেমন হয় ……………[email protected]

    খোয়াব ভাই। আপনে কি আমারে শাকিল ভাই এর ঠিকানা টা দিবেন? 😛

ভাইজান কি বিষয় রে কি বানাইলেন? আপনার মেলা বুদ্বি।