আসসালামু-আলাইকুম,
এই বিষয়ের ওপর কন টিউন করা হয়েছে কি না জানিনা। তবে নতুনদের কাজে লাগবে।ভুল হলে ক্ষমা করবেন, সংশধন করে দেবেন। যারা ১০.১ ইঞ্চি বা তারচেয়ে ছোট মনিটরের ল্যাপটপ use করেন ,তাদের ল্যাপটপে সাধারণত সিডি বা ডিভিডি-রম ড্রাইভ থাকে না। এখন তারা অপারেটিং সিস্টেম ইন্সটল করবেন কিভাবে? হ্যাঁ, তারা পেনড্রাইভ দিয়েই এটা করতে পারবেন। দেখে নিন TRICK টা।
প্রথমে আপনার পেনড্রাইভটা কম্পিউটারে যুক্ত করে উইন্ডোজের স্টার্ট মেনু থেকে রান কমান্ডে গিয়ে cmd লিখে ওকে করুন। নতুন উইন্ডোতে লিখুন DISKPART । তাহলে নতুন আরেকটা উইন্ডো খুলবে। সেখানে LIST DISK লিখে এনটার করুন। এবার প্রথমে SELECT DISK 1 লিখুন। তারপর একে একে লিখুন
CLEAN CREATE PARTITION PRIMARY SELECT PARTITION 1 ACTIVE FORMAT FS=NTFS ASSIGN EXIT
এবার উইন্ডো মিনিমাইজ করে রাখুন। তারপর উইন্ডোজ সেভেন ডিভিডি-রম ড্রাইভ -এ ঢোকেন । ধরে নিই আপনার ডিভিডি রম ড্রাইভ ও পেনড্রাইভের ড্রাইভ লেটার হল যথাক্রমে P ও Q।
কমান্ড উইন্ডোতে ফিরে গিয়ে P: CD BOOT Ges CD BOOT লিখুন।
এবার BOOTSECT.exe /NT60 Q: লিখে এনটার করুন। এবার ডিভিডির সব ফাইল পেনড্রাইভে কপি করে নিন, এতে আপনার পেনড্রাইভ
বুটেবল হয়ে যাবে এবং এটা দিয়েই আপনি সরাসরি অপারেটিং সিস্টেম ইন্সটল করতে পারবেন।
বিঃদ্রঃ এই পদ্ধতি XP র জন্য নয়। শুধু 7, 8 & vista র জন্য।
Thanks to all....
ভাল লাগলে কমেন্ট করবেন। প্লিজ খারাপ কোন কমেন্ট করবেন না। বিদায়............
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
Onek …. Onek Doinna. 🙂
Ami software dia kaj kortam. kintu batch coding ta khujtesilam. Thanks dear code gula share korar jonno. 🙂 🙂 🙂
Eirokom raw code er mojar kisu thakle tune koiren khub e khushi hobo. abaro donnobad. 🙂