অপারেটিং সিস্টেম ইন্সটল করুন Pendrive থেকে

আসসালামু-আলাইকুম,

এই বিষয়ের ওপর কন টিউন করা হয়েছে কি না জানিনা। তবে নতুনদের কাজে লাগবে।ভুল হলে ক্ষমা করবেন, সংশধন করে দেবেন। যারা ১০.১ ইঞ্চি বা তারচেয়ে ছোট মনিটরের ল্যাপটপ use করেন ,তাদের ল্যাপটপে সাধারণত সিডি বা ডিভিডি-রম ড্রাইভ থাকে না। এখন তারা অপারেটিং সিস্টেম ইন্সটল করবেন কিভাবে? হ্যাঁ, তারা পেনড্রাইভ দিয়েই এটা করতে পারবেন। দেখে নিন TRICK টা

প্রথমে আপনার পেনড্রাইভটা কম্পিউটারে যুক্ত করে উইন্ডোজের স্টার্ট মেনু থেকে রান কমান্ডে গিয়ে cmd লিখে ওকে করুন। নতুন উইন্ডোতে লিখুন DISKPART । তাহলে নতুন আরেকটা উইন্ডো খুলবে। সেখানে LIST DISK লিখে এনটার করুন। এবার প্রথমে SELECT DISK 1 লিখুন। তারপর একে একে লিখুন


CLEAN

CREATE PARTITION PRIMARY

SELECT PARTITION 1

ACTIVE

FORMAT FS=NTFS

ASSIGN

EXIT

এবার উইন্ডো মিনিমাইজ করে রাখুন। তারপর উইন্ডোজ সেভেন ডিভিডি-রম ড্রাইভ -এ ঢোকেন । ধরে নিই আপনার ডিভিডি রম ড্রাইভ ও পেনড্রাইভের ড্রাইভ লেটার হল যথাক্রমে P ও Q।

কমান্ড উইন্ডোতে ফিরে গিয়ে P: CD BOOT Ges CD BOOT লিখুন।

এবার BOOTSECT.exe /NT60 Q: লিখে এনটার করুন। এবার ডিভিডির সব ফাইল পেনড্রাইভে কপি করে নিন, এতে আপনার পেনড্রাইভ

বুটেবল হয়ে যাবে এবং এটা দিয়েই আপনি সরাসরি অপারেটিং সিস্টেম ইন্সটল করতে পারবেন।

বিঃদ্রঃ এই পদ্ধতি XP র জন্য নয়। শুধু 7, 8 & vista র জন্য।

Thanks to all....

ভাল লাগলে কমেন্ট করবেন। প্লিজ খারাপ কোন কমেন্ট করবেন না।  বিদায়............

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Onek …. Onek Doinna. 🙂
Ami software dia kaj kortam. kintu batch coding ta khujtesilam. Thanks dear code gula share korar jonno. 🙂 🙂 🙂

Eirokom raw code er mojar kisu thakle tune koiren khub e khushi hobo. abaro donnobad. 🙂

আপনাকেও ধন্যবাদ, অনেক খুশি হলাম……………

Level 2

মোটামুটি সহজ লাগতেছে নিয়মটা। ধন্যবাদ নিয়মটি শেয়ার করার জন্য।

Level 0

eta amar jonno onek boro pawa. bootable korar jonno amake onek kosto korte hoicilo. aj tar obosan hoilo… thanks bro. many many thanks… 🙂

আপনাদেরও ধন্যবাদ

wintoflash soft use sobcheye sohoj

ভালো

আগে অন্য পদ্ধতিতে xp আর windows 7 পেনড্রাইভে multiboot করে গতকাল পর্যন্ত ব্যবহার করেছি। কিন্তু আজ এইমাত্র এই পদ্ধতিতে ( https://www.techtunes.io/tutorial/tune-id/155908 ) multiboot করলাম। জরুরী প্রয়োজনে এক্ষেত্রে Hiren’s Boot CD-টাও ( http://www.hiren.info/pages/bootcd ) বুট করলাম।

Level 0

vai ami eta jani but apnar deya tune onujai korlam kintu install dile boot mgr missing dekhai problim ta ki ektu bolben ki?

Level 0

xp ke kivabe bootable korbo pendrive a?

শুধুই ধন্যবাদ………বাকিটা করার পর।

Level 2

13 number coment use kore enter dile exit hoye jay. Ami ekhan theke bujte parchhi na.

ব্যাপারটা খুলে বললে ভাল হতো। Exit লিখে আপনি কি করছেন ?

@sadman rabbani:বাকিটা করে আরেকটা Thanks দিয়েন।

Level 2

Exit Likhe Ami Inter diyechhi.

খুব সুন্দর – সহজ – এবং কাজের টিউন।

আমি যদি উইনডোজ ৮ এর একটি বুট-এবল সিডি/ডিভিডি কিনি, তাহলে কি এই নিয়মে বুট করে উইন-৮ আমার নোট বুক এ ইনস্টল করতে পারব? আর একটি প্রশ্ন, উইন-৮ একবার ইনস্টল করার পর কি আমি আবার উইন-৭ এ ব্যাক করতে পারব? জনালে উপকৃত হব।

খুব উপকৃত হইলাম……

এত কঠিন ভাবে Bootable Pendrive বানানোর কি দরকার !!!!!!!!!! শুধু Copy Paste করেই তো Windows XP/ 7/ 8 এর Bootable Pendrive বানাতে পারেন। কি বিশ্বাস হচ্ছে না? একটু কষ্ট করে ঘুরে আসুন

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/213781
কেমন লাগলো জানাবেন কিন্তু