আপনি যদি টেকটিউনস বা আপনার পার্সোনাল ব্লগে টিউটোরিয়াল পোস্ট লিখেন তাহলে আপনাকে বিভিন্ন ওয়েবপেজ এর স্ক্রিনশট নিতে হয়। স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা বিভিন্ন টুলস ব্যাবহার করে থাকি। কিন্তু এসব টুলস ব্যাবহার করতে অনেক সময় ব্রাউজার মিনিমাইজ করতে হয় এবং এতে সময় ও নষ্ট হয়। তাছাড়া এইসব টুলস এ অনেক সময় দরকারি কিছু অপশনস থাকে না। যেমন- অ্যারো চিহ্ন অ্যাড করা, ব্লার করা ইত্যাদি।
আজকে আমি একটা Google Chrome extension এর কথা লিখব যেটির সাহায্যে আপনি ব্রাউজার ক্লোজ না করেও স্ক্রিনশট নিতে পারবেন। Extension টি হচ্ছে Awesome Screenshot. আপনি যদি Google Chrome ব্যাবহার করেন তাহলে এখান থেকে ডাউনলোড করুন। এটি Firefox বা Safari তে ও কাজ করবে। Firefox বা Safariর জন্য এখান থেকে ডাউনলোড করুন।
Awesome Screenshot ব্যাবহার এর পূর্বে চলুন জেনে নি এর কিছু সুবিধা কি কি?
Awesome Screenshot ইন্সটল করার পর আপনি Chrome ব্রাউজার এ Extensionবার এ Awesome Screenshot এর একটি আইকন দেখতে পাবেন। (অ্যাড্রেসবার এর পাশে).
ক্যাপচার এর জন্য আইকনটিতে ক্লিক করুন। তিনটি অপশন পাবেন। Capture Visible Part of Page, Capture Selected Area, Capture Entire Page.
আপনি ব্রাউজার এ ওয়েবপেজ এর যতটুকু দেখা জাচ্ছে সেটি ক্যাপচার করতে প্রথম অপশনটিতে ক্লিক করুন। নিজের ইচ্ছেমত যেকোনো একটা অংশ ক্যাপচার করতে দ্বিতীয় অপশন টিতে ক্লিক করুন। সম্পূর্ণ ওয়েবপেজটি ক্যাপচার করতে তৃতীয় অপশনটিতে ক্লিক করুন।
ক্যাপচার করার পর আপনার স্ক্রীনশট একটা নতুন ট্যাব এ ওপেন হবে। এখান থেকে আপনি স্ক্রীনশট এ rectangles, circles, arrows, lines এবং text অ্যাড করতে পারবেন। ব্লার অপশন দিয়ে কোনও একটা অংশ ঝাপসা করে দিতে পারেন।
আপনার এডিটিং শেষ হলে "Done" এ ক্লিক করুন। এখন আপনি স্ক্রীনশটটি সেভ করার কিছু অপশন পাবেন। আপনি ছাইলে এটি আপনার কম্পিউটার এ সেভ করতে পারেন। অনলাইন এ ও সেভ করতে পারেন।
তাহলে দেরি না করে Extensionটি ইন্সটল করে ফেলুন। আশা করি আপনার কাজে আসবে। ধন্যবাদ।
লিখাটি আগে আমার পার্সোনাল ব্লগ এ প্রকাশিত।
আমি ইশতিয়াক রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর টিউন। শেয়ার করার জন্য ধন্যবাদ।