Awesome Screenshot : স্ক্রিনশট নেওয়ার সহজ ও দ্রুত উপায়

আপনি যদি টেকটিউনস  বা আপনার পার্সোনাল ব্লগে টিউটোরিয়াল পোস্ট লিখেন তাহলে আপনাকে বিভিন্ন ওয়েবপেজ এর স্ক্রিনশট নিতে হয়। স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা বিভিন্ন টুলস ব্যাবহার করে থাকি। কিন্তু এসব টুলস ব্যাবহার করতে অনেক সময় ব্রাউজার মিনিমাইজ করতে হয় এবং এতে সময় ও নষ্ট হয়। তাছাড়া এইসব টুলস এ অনেক সময় দরকারি কিছু অপশনস থাকে না। যেমন- অ্যারো চিহ্ন অ্যাড করা, ব্লার করা ইত্যাদি।

আজকে আমি একটা Google Chrome extension এর কথা লিখব যেটির সাহায্যে আপনি ব্রাউজার ক্লোজ না করেও স্ক্রিনশট নিতে পারবেন। Extension টি হচ্ছে Awesome Screenshot. আপনি যদি Google Chrome ব্যাবহার করেন তাহলে এখান থেকে ডাউনলোড করুন। এটি Firefox বা Safari তে ও কাজ করবে। Firefox বা Safariর জন্য এখান থেকে ডাউনলোড করুন

Awesome Screenshot ব্যাবহার এর পূর্বে চলুন জেনে নি এর কিছু সুবিধা কি কি?

  • এটি আপনার সময় বাচায়।
  • আপনাকে ব্রাউজার ক্লোজ করতে হয় নাহ।
  • আপনি স্ক্রিনশট এ arrows, rectangles, circles, lines এবং text অ্যাড করতে পারবেন।
  • ব্লার অপশন দিয়ে সেনসিটিভ ইনফর্মেশন হাইড করতে পারবেন।

কিভাবে Awesome Screenshot ব্যাবহার করবেন

Awesome Screenshot ইন্সটল করার পর আপনি Chrome ব্রাউজার এ Extensionবার এ Awesome Screenshot এর একটি আইকন দেখতে পাবেন। (অ্যাড্রেসবার এর পাশে).

ক্যাপচার এর জন্য আইকনটিতে ক্লিক করুন। তিনটি অপশন পাবেন। Capture Visible Part of Page, Capture Selected Area, Capture Entire Page.

আপনি ব্রাউজার এ ওয়েবপেজ এর যতটুকু দেখা জাচ্ছে  সেটি ক্যাপচার করতে প্রথম অপশনটিতে ক্লিক করুন। নিজের ইচ্ছেমত যেকোনো একটা অংশ ক্যাপচার করতে দ্বিতীয় অপশন টিতে ক্লিক করুন। সম্পূর্ণ ওয়েবপেজটি ক্যাপচার করতে তৃতীয় অপশনটিতে ক্লিক করুন।

ক্যাপচার করার পর আপনার স্ক্রীনশট একটা নতুন ট্যাব এ ওপেন হবে। এখান থেকে আপনি স্ক্রীনশট এ rectangles, circles, arrows, lines এবং text অ্যাড করতে পারবেন। ব্লার অপশন দিয়ে কোনও একটা অংশ ঝাপসা করে দিতে পারেন।

আপনার এডিটিং শেষ হলে "Done" এ ক্লিক করুন। এখন আপনি স্ক্রীনশটটি সেভ করার কিছু অপশন পাবেন। আপনি ছাইলে এটি আপনার কম্পিউটার এ সেভ করতে পারেন। অনলাইন এ ও সেভ করতে পারেন।

তাহলে দেরি না করে Extensionটি ইন্সটল করে ফেলুন। আশা করি আপনার কাজে আসবে। ধন্যবাদ।

লিখাটি আগে আমার পার্সোনাল ব্লগ এ প্রকাশিত।

Level 0

আমি ইশতিয়াক রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর টিউন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ vi .ami ata kussilam……………..

ধন্যবাদ আপনাকে । কিন্তু আমার মনে হয় এই এড অন টি ব্যবহার করলে আর কিছু লাগবে না ।
ফায়ারশট মজিলার জন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/fireshot/
গুগল ক্রম এর জন্য fireshot for chrome দিয়ে search করলেই পাওয়া যাবে

Level 0

Vai screenshot near system jene nen…..:

keyboard er “Print Screen…” switch chap din. programs theke ‘paint’ ber kore CTRL + V chap den. ato jhamela korar dorkar nai.

    @apu21:
    Thanks for your nice tutorial. I appreciate your effort.
    If you read this post, you would realize that I’ve written this post for taking screenshot of webpages. I know Paint is a nice tool, But the problem is if you want to take screenshot of webpages via Paint you have to leave your browser. In Awesome Screenshot, You need not leave your browser.
    For taking screen shot you can use JING which is hundred times better than Paint. Peace

    @apu21: ভাই, PrintScreen ব্যবহার করলে শুধুমাত্র ওয়েব পেজের/মনিটরের ভিজিবল অংশটুকুই সেভ করা যাবে। আর এই এডঅন-এর সাহায্যে সম্পূর্ণ পেজটারই screenshoot পেয়ে যাবেন। আমি অবশ্য বর্তমানে Pearl Crescent Page Saver ( http://pearlcrescent.com/products/pagesaver ) ব্যবহার করছি। এটার সাহায্যে ওয়েব পেজের যেকোন ফ্রেমের screenshootও নেয়া যায়।

ভাইয়া একটু হেল্প করতে পারবেন প্লিস। আমি কিছু দিন যাবত Google Chrome ব্যবহার করছি, এর আগে সবসময় Mozila firfox. ব্যবহার করতাম। Google Chrome অনেক ভালো লাগছে। কিন্তু কিছু সমস্যা হচ্ছে,
১। Youtube এর ভিডিও চলাকালীন ভিডিও গুলো একেবারেই পরিষ্কার নয়, দুঃখিত পরিষ্কার বললে ভুল হবে, মনে হয় উপরদিয়ে কিছু রং ছিটিয়ে দাওয়া হয়েছে, তবে Aodio. ঠিক মতন চলে ।
২। টেকটিউনস বা অন্য কোন ব্লগ বা মুভির screenshot গুলো প্রাই আসেনা ।
এই সমস্যা গুলো firfox আবার হয়না,
আমি জানি এই সমস্যা গুলো সবার হয়না, আর নাহয়ত Google Chrome কখনই এত জনপ্রিয় হত না।
এই সমস্যার সমাধানে কি আপনি আমাকে একটু সহযোগিতা পারবেন,
প্লিস