আসসালামু আলাইকুম।
এটা টেকটিউনস-এ আমার প্রথম টিউন। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখার জন্য অনুরোধ রইল।
এখানে আমি Youtube সহ ও অন্যান্য Blocked site এ access করার কয়েকটি পদ্ধতি দেখিয়েছি, আশা করছি এগুলো সহজেই আপনারা বুঝতে পারবেন।
এটা শুধুমাত্র Firefox User-দের জন্য, এটা যদিও proxy server use করে তবে Free.
এটা একটি VPN software সবাই জানেন।এর free version মূলত add এর উপর চলে। তবে Add-block plus, Firefox/Google Chrome-এ install করে নিলে এর বিরক্তিকর add গুলো উপেক্ষা করা যায়।
আর একটি VPN software. এটাও free, তবে Registration করতে হয়।Register free-তে করা যায়।
Ultrasurf, a free proxy-based tool for internet privacy and security that allows you to bypass firewalls and protect your identity online. এটা portable software (no installation needed)
আপাতত এই, এছাড়া free-তে আরও অনেক 3rd party apps আছে, তবে এগুলোর মত সহজ ও ভাল নয়।
Windows 7, Windows Vista-তেও VPN Network Creat করা যায় কোন Software ছাড়াই, তবে এ বিষয়ে এখনো আমার শেখা বাকি। শিখতে পারলে অবশ্যই শেয়ার করব।
Hotspot Shield আর proXPN দুটোই VPN software. Hotspot Shield আমার দেখা Best Free VPN.
তবে যারা Wireless/WiMAX Internet Connection (Banglalion,Qubee, etc...) ব্যবহার করেন, তাদের জন্য এদুটো software
বেশ ঝামেলা করতে পারে ।
আমি বলব এভাবে Blocked site এ access করতে চাইলে AnonymoX/Hotspot Shield use করাটাই Better.Try them!
শেষ কথা : এখনকার বাংলাদেশ সরকারের কাণ্ডজ্ঞানের অভাবে আজকে এরকম একটি সমস্যার মুখোমুখি আমরা।
আমার টিউনটিকে তাই অন্যভাবে নেওয়ার কিছু নেই।
সবাই ভাল থাকবেন।
আমি Technoboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লিখেছেন ।