Youtube ও অন্যান্য Blocked site এ access করার কয়েকটি পদ্ধতি

আসসালামু আলাইকুম।

এটা টেকটিউনস-এ আমার প্রথম টিউন। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখার জন্য অনুরোধ রইল।

এখানে আমি  Youtube সহ ও অন্যান্য Blocked site এ access করার কয়েকটি পদ্ধতি দেখিয়েছি, আশা করছি এগুলো সহজেই আপনারা বুঝতে পারবেন।

০১. AnonymoX

এটা শুধুমাত্র Firefox User-দের জন্য, এটা যদিও proxy ‍server use করে তবে Free.

  • AnonymoX is simply an add-on. Search Google for it. Available for Firefox, not sure about chrome.
  • License : Free + Premium
  • Speed : মোটামুটি (6.5/10)
  • Link : https://addons.mozilla.org/en-US/firefox/addon/anonymox/?src=search
  • Configuration :  Easy

০২.  Hotspot Shield

এটা একটি  VPN software সবাই জানেন।এর free version মূলত add এর উপর চলে। তবে Add-block plus, Firefox/Google Chrome-এ install করে নিলে এর বিরক্তিকর add গুলো উপেক্ষা করা যায়।

  • Add-block plus is simply an add-on. Search Google for it. Available for both  Firefox and Google Chrome.
  • License : Free(with add) + Premium
  • Speed : মোটামুটি (7/10)
  • Link : http://www.hotspotshield.com/en
  • Configuration : Easy

০৩. proXPN

আর একটি  VPN software. এটাও free, তবে Registration করতে হয়।Register free-তে করা যায়।

  • License : Free (simple ‍limitations) + Premium
  • Speed : মোটামুটি (5/10)
  • Link : http://proxpn.com/
  • Configuration : Complecated

০৪. Ultrasurf

Ultrasurf, a free proxy-based tool for internet privacy and security that allows you to bypass firewalls and protect your identity online. এটা portable software (no installation needed)

  • License : Free + Premium
  • Speed : কম/মোটামুটি (4/10)
  • Link : http://ultrasurf.us/
  • Configuration : Easy

আপাতত এই,  এছাড়া free-তে আরও অনেক 3rd party apps আছে, তবে এগুলোর মত সহজ ও ভাল নয়।

Windows 7, Windows Vista-তেও VPN Network Creat  করা যায় কোন Software  ছাড়াই, তবে এ বিষয়ে এখনো আমার শেখা বাকি। শিখতে পারলে অবশ্যই শেয়ার করব।

Hotspot Shield আর proXPN নিয়ে কিছু কথা

Hotspot Shield আর proXPN দুটোই VPN softwareHotspot Shield আমার দেখা Best Free VPN.

তবে যারা  Wireless/WiMAX Internet Connection (Banglalion,Qubee, etc...)  ব্যবহার করেন, তাদের জন্য এদুটো  software

বেশ ঝামেলা করতে পারে ।

  • 01. কারণ  এ দুটো  software mainly programed for Broadband Internet (my opinion), when its trying to creat Vitual network it Disconnects The Modem then re-connect for Wireless/WiMAX Internet Connection.
    So In my experience, after install, every time when i run the program it disconnect my internet and then re-connect.
    It so boring and rubbish. My Advice : Use them with care and caution.
  • 02. Hotspot Shield update itself automatically. So sometimes during update it may crash.
    I didn't find any way to stop it. So be carefull.

আমি বলব এভাবে Blocked site এ access করতে চাইলে AnonymoX/Hotspot Shield use করাটাই Better.Try them!

শেষ কথা : এখনকার বাংলাদেশ সরকারের কাণ্ডজ্ঞানের অভাবে আজকে এরকম একটি সমস্যার মুখোমুখি আমরা।

আমার টিউনটিকে তাই অন্যভাবে নেওয়ার কিছু নেই।

সবাই ভাল থাকবেন।

Level 0

আমি Technoboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লিখেছেন ।

Level New

Good Post:)

Level 0

“Stealthy” নামেও একটা প্রক্সি extention/add ons আছে। Crome/Firefox -এ পাওয়া যাবে। ডাউনলোড করে নিলেই হবে। আমি কিউবিতে এটা দিয়া যেকোন ব্লক ওয়েবসাইট দেখি। আপনারাও দেখতে পারেন।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

bhai youtube to khuila dise aami full speed e goto 2 din jabot brows kortasi

Thank you

Level 0

একটা কথা টিউনে বলতে ভুলে গিয়েছিলাম – “Ultrasurf” সব Blocked Stie-এ Access দেয় না 🙁

Level 0

ধন্যবাদ আপনাকে, যদি পাড়েন তাহলে দেখেন কাও জানি YOUTUBE Blocked site প্রবেশ করতে না পারে সইটা দেখান ।

vaia eita banglalion wiamx kaj korse na../././../././././,.,.,.,.,., ki korbo ??

Level 0

“azambd” Site Block করা পুরোটাই site owner-দের ব্যাপার,তবে ip-Block-এর ব্যাপারে ISP জড়িত।

সবাইকে এই টিউনটির প্রতি দৃষ্টি আর্কষণ করছি
https://www.techtunes.io/reports/tune-id/178984 (মেজাজটা খারাপ হয়ে গেছে ভাই)

Level 0

রাকিব ভাই, কোনটা কাজ করছে না? no.1, no.2, no.3 না no.4
আমি নিজে Banglalion-এ সবগুলো try করেছি, আপনার problem-টা কি?

Level 0

http://www.justfreevpn.com/how-to-setup-free-vpn/

এক্সপি থেকে অ্যান্ড্রয়েড সবগুলোরই ভিপিএন সেটআপের নিয়ম পাবেন।

সবচেয়ে ভাল spotflux. কোন add এর ঝামেলা নেই।
পুরো ফ্রী।
http://www.spotflux.com

Level 0

এই সাইট টা কেমন : http://anonymouse.org/anonwww.html