আন্ডারলাইন সহ ফর্ম তৈরী করা আরো সহজ করতে Tab এর ব্যবহার উপর ছোট্ট এবং দারুন ১টি টিপস্ দেখুন

যেকোন স্থানেই রেজিস্ট্রেশন করতে ফর্ম পূরণ করতে হয়। এটা কাগজে হতে পারে আবার কম্পিউটারে হতে পারে। কম্পিউটারে ওয়ার্ড অথবা পিডিএফ দুই পদ্ধতিতেই ফর্ম ফিলাপের ব্যবস্থা করা যেতে পারে। এখন বিভিন্ন সুবিধার কারনে পিডিএফ ফর্ম তৈরী হতে দেখা যাচ্ছে। পিডিএফের মাধ্যমে পুরণ করার ব্যবস্থা সহ খুব সুন্দর ফর্ম তৈরী করা যায়।

যে সকল ক্ষেত্রে ফর্ম তৈরী করতে আন্ডারলাইন ব্যবহার হয়ে থাকে সে ক্ষেত্রে ট্যাব এর এই ব্যবহার আসলেই অনেক সুবিধাজনক। এই সুবিধার মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড, এডোবি ইলাস্ট্রেটর অথবা এডোবি ইনডিজাইন-এ খুব সহজে ফর্ম তৈরী করতে পারবেন।

ট্যব এর ব্যবহার

আমি আজকে দেখাবো মাইক্রোসফ্‌ট ওয়ার্ড এর মাধ্যমে কিভাবে খুব সহজে ট্যাব ব্যবহার করে একটি অন্ডারলাইন সমৃদ্ধ সুন্দর ফর্ম তৈরী করতে হয়।
প্রথমে যা লিখতে হবে তা লিখে ফেলুন, যেমন-

তারপর সম্পূর্ণ লেখা গুলোকে মাউস দিয়ে হাইলাইট করুন।

তারপর Paragraph Settings-এ ক্লিক করুন।

তারপর Tabs.. বাটনে ক্লিক করুন।

Tab stop position –এ ট্যাব এর সাইজ দিন। এটা আপনার পেজের সাইজ অনুযায়ী হবে।
যেমন আমি দিলাম ৬.৫ । তারপর leader 4 দিয়ে set বাটনে ক্লিক করে ok দিন।

আন্ডারলাইন না করে ফাকা দিতে করতে চাইলে leader 1 None দিয়ে set দিতে হবে।

এইবার কোলন এর শেষে কার্সর নিয়ে কিবোর্ড থেকে Tab প্রেস করুন।দেখুন কত সহজে আন্ডারলাইন হয়ে যাচ্ছে।

যেখানে যেখানে দুইটি অপশন আছে সেখানে সেখানে ট্যাব দেয়া হয় নাই। কারন এখানে ট্যাব এর সাইজ কমাতে হবে। তাই সেই লাইনগুলোকে হাইলাইট করে

Paragraph Settings >> Tabs>>Tabs stop position-এ ৬.৫ এর অর্ধেক ৩.২৫ দিতে পারেন। তারপর leader 4 দিয়ে set বাটনে ক্লিক করতে হবে। তারপর ok.
এবার সেই লাইন গুলোর কোলনের শেষে কার্সর নিয়ে কিবোর্ড থেকে Tab প্রেস করুন। এবার দেখুন সুন্দর পরিষ্কার ছোট ১টি ফর্ম তৈরী হয়ে গেল।

আশা করি সবাই বুঝতে পেরেছেন।

Level 0

আমি ভাল মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজে লাগবে…

কাজের tutorial । অনেক ধন্যবাদ ।

এটা আরো সহজে করতে শিফট চেপে ধরে আন্ডারস্কোর চেপে ধরুন… যত বড় আন্ডারলাইন দরকার ততক্ষন চাপুন। এন্টার চাপলে অবশ্য আন্ডারলাইনটি পেজের প্রস্থের সমান হয়ে যাবে চিন্তা নেই, ব্যাক স্পেস এ একটা চাপ দিন। হয়ে যাবে

    @সাদিক মৃধা: আন্ডারস্কোর চাপা সহজ কাজ হলেও আন্ডারস্কোর দিয়ে লাইন সমান করা একটু ঝামেলার। তাই এই পদ্ধতি।
    ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।

Level 2

টিউন ভাল লাগল কিন্তু আমি ভাই এখনও অফিস ০৩ তে রয়েছি। অফিস ০৭এ বাংলা লিখতে গেলে ফন্টে সম্যসা হয়, তাই ০৭ ব্যবহার করি না।অক্ষর উল্টাপাল্টা আসে সমাধান চাই।