ANDROID খুব জনপ্রিয় একটি মোবাইল অপারেটিং সিস্টেম। অনেকেই এখনও সিম্বিয়ান অথবা জাভা মোবাইল ব্যবহার করছেন। এবং একটি ANDROID কেনার আশা মনের মধ্যে পুষে রেখেছেন। আপনার ডেক্সটপ আর ল্যাপটপ এখন ANDROID অপারেটিং সিস্টেম চলবে। কিন্তু এটা কোন অপারেটিং সিস্টেম হিসেবে না, এমুলেটর এর মত করে চলবে। তবে আপনি পাবেন ANDROID এর সব মজা। আমি ব্যবহার করেছি তাই বলতে পারি সফটওয়্যার টি চলবে।
সফটওয়্যার টি একটি ফ্রী ওয়্যার। আপনাকে এটি রেজিস্টার করা নিয়ে টেনশন করতে হবে না। Bluestacks এই সফটওয়্যার টি নিয়ে প্রায় ২ বছর ধরে চেষ্টা করার পর এতদিনে বেটা ভার্সন থেকে সাকসেস ভার্সন এর আপডেট ২ তে এসেছে। অনেক এ সফটওয়্যার টি সম্পর্কে জেনে থাকবেন। যারা জানেন না এখন জেনে নিন।
কোন সাহায্য লাগলে কমেন্ট দিয়ে জানতে পারেন।
প্রশ্ন বা মতামত লিখুন। আপনাকে সহযোগিতা করতে পারলে খুশি হব।
আমি saif_precio। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 624 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
CEO & Founder of The Introvision Ltd.
vai install hosse na boltese 2gb physical memory requeried null null null null. ami windows 7 use kori akon ki korbo.