আজ আমি আপনাদের একটি চমৎকার এবং প্রয়োজনীয় সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব। যার মুল্য $39.99 ডলার। টাকাটাই বড় কথা নয়। কথার মধ্যে কথা হল এটা দিয়ে আপনি আপনার মুল্যবান সময় বাচাতে পারবেন বলে আশা রাখি। ধরুন কম্পিউটারের এমন কিছু কাজ আছে যা আপনার প্রায় সময়ই করতে হয়। যদি এমন হত—“একটি .exe ফাইলে ডাবল ক্লীক করলেই আপনার সেই কাজটি কম্পিউটার অটোমেটিক করতে থাকবে।“ আর এই ফাকে আপনি আপনার অন্য কাজ গুলো সেরে ফেলুন অথবা আমার মত নাকে তেল দিয়ে ঘুমান।
হ্যা.... ঠিক এরকমই একটা সফটওয়্যারের সাথে আপনাদের সাথে শেয়ার করব। সফটওয়্যারটির নাম হচ্ছে Macro Recorder। তো চলুন দেখি সফটওয়্যারটি কিভাবে কাজ করেঃ
০১। প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করে রান করুন।
০২। এবার Start Recording বাটনে ক্লীক করুন।
০৩। তারপর আপনার সেই কাজটি অর্থাৎ যে কাজটি আপনাকে প্রায় সময়ই করতে হয় তা সম্পন্ন করুন।
০৪। এবার কাজ শেষে কীবোর্ড থেকে Scroll Lock কীটি চাপুন অথবা মনিটর স্ক্রীণের Stop বাটনে ক্লীক করুন।
আপনি যখন কাজটি শেষ করবেন তখন আপনি কি কি কাজ সম্পন্ন করেছেন তার বিস্তারিত চলে আসবে। আপনি ইচ্ছা করলে এগুলো পরিবর্তন করতে পারেন। যে কমান্ডটি পরিবর্তন করতে চান সেটির ওপর রাইট ক্লীক করে Edit selected command সিলেক্ট করলে Edit এর অপশন গুলো পাবেন।
০৫। এবার File মেনুস্থ Save এ ক্লীক করে সেভ করুন। এটি সেভ .mcr হবে ফরম্যাটে।
০৬। এবার File মেনুস্থ Compile to EXE তে ক্লীক করে সেভ করুন। অতঃপর OK বাটনে ক্লীক করুন। (যদি কোন সমস্যা হয় তাহলে প্রোগ্রামটি থেকে বের হয়ে আসুন এবং আপনার সেভকৃত .mcr হবে ফরম্যাটের ফাইলটিতে ডাবল ক্লীক করে অপেন করে ০৬ নং কাজটি আবার অনুসরন করুন।)
০৭। তারপর বের হয়ে আসুন। এবার যখনই আপনার এই কাজটি করার দরকার হবে আপনার সেভকৃত EXE ফাইলটিতে ডাবল ক্লীক করুন। তারপর দেখুন মজা!!!!!!! (EXE ফাইলটিতে ডাবল ক্লীক করার পর মাউস বা কীবোর্ড থেকে বিরত থাকুন। কারন মাউস বা কীবোর্ড এ কাজ করলেও EXE ফাইলটির কাজ চলতে থাকবে।)
সফটওয়্যার টিতে Insert Toolbar আছে। যা আপনার বিভিন্ন কমান্ড কে আরো Intelligent করে তুলবে। এছাড়া আপনি সফটওয়্যারটি আরো ঘাটাঘাটি করে দেখতে পারেন।
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে
আর নমুনা দেখতে ডাউনলোডকৃত ফাইলটির ভেতরের test.exe ফাইলটি অপেন করবেন।
ফ্রি মুভি, গেমস্, গান, ইবুক, ওয়ালপেপার, সফটওয়্যারসহ আরো অনেক কিছু ডাউনলোড করুন এখান থেকে
সমস্যা হলে বা ভাল লাগলে মন্তব্য করবেন। আপনাদের মুল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত আর আমার ভুলত্রুটি ক্ষমা করবেন এবং সবাইকে ধন্যবাদ।
আমি সোলাইমান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আজ আমি জীবনের এক মহাকালের দারপ্রান্তে দাড়িয়ে। যেখানে আছে শুধু অজানাকে জানার নেশা। ফ্রি রিজুম সাপোর্ট সহ মুভি ডাউনলোড করতে পারেন www.mybd24.com
অনেকদিন থেকেই ভালো একটা ম্যাক্রো এ্যাপলিকেশন সন্ধান করছি। দেখি আপনারটা কিরকম কাজ দেয়। শেয়ার করবার জন্যে ধন্যবাদ।