Torrent বনাম IDM প্রসঙ্গ; Zbigz সমস্যার সমাধান……….

Torrent to IDM (Zbigz)

শুভ নববর্ষ ২০১৩......

সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। তবে ২০১২ 'র জন্য আমার খুব খারাপ লাগছে। কারন, ২০১২ সালে আমার জীবনে কিছু স্মরনীয় ঘটনা ঘটেছে। যে সব ঘটনা আমার জীবনের অনেক পরিবর্তন এনেছে। সেসব ঘটনা সহজে ভুলার মত না। যাইহোক, বেশী কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার ইচ্ছা নেই। চলুন কাজের কথা বলি.........;

আমরা প্রায় সবাই torrent file সম্পর্কে অনেক ভাল জানি। কিভাবে torrent কে কিভাবে idm(interet download meneger ) দিয়ে ডাউলোড তাও সবার জানা।সাধারনত টরেন্ট ডাউনলড করার জন্য আমরা uTorrent/BitTorrent/Taxati/BitComet এই software গুলো ব্যবহার করি। কিন্তু এই software গুলো অনেক সময় কিছু টরেন্ট ডাউনলড করতে অনেক সময় নেয়। অনেক সময় ডাউলোড হয় না। এই সমস্যার সমাধান করার জন্য তথা সরাসরি ডাউলোড করার জন্য আমরা zbigz.com, furk.net, bitlet.com এই সাইট গুলু ব্যবহার করে থাকি। এই গুলুতে অনেক সম্যসাও থাকে। যেমনঃ zbigz.com দিয়ে একটার বেশী ডাউলোড করা যায় না। furk.net এ রেজিষ্ট্রেসন করা অনেক ঝামেলাপূর্ণ। আর bitlet.com এর সম্যসা হচ্ছে java setup+update করতে হয় এবং অনেক সময় ডাউনলড শেষ হবার আগেই fail দেখায়। এরকম সমস্যা দেখা দিলে খুবই বিরক্ত লাগে।

আজ আমি zbigz.com এর সম্যসা সমাধান নিয়ে আলোচনা করব। যারা zbigz.com দিয়ে কিভাবে ডাউনলোড করতে হয় তা জানেন না, আপনারা আমার এই পোষ্টটি দেখতে পারেন।

আমরা চাইলে zbiz এর মাধ্যমে একসাথে একাধিক ব্রাউজার দিয়ে torrent file ডাউলোড করতে পারব। এই জন্য আপনাকে কিছু technic apply করতে হবে। তেমন কঠিন technic না। বললেই বুঝতে পারবেন।

১.প্রথমেই idm থেকে পূর্বের সব অসম্পূর্ণ ডাউলোড হওয়া ফাইল গুলো ডিলিট করে দিন।

Remove all IDM links

২.যখন যে ব্রাউজার দিয়ে ডাউলোড দিবেন, সেই ব্রাউজার থেকে zbigz এর ফাইলটি remove করে দিন। ডাউলোড শেষ না হওয়া পর্যন্ত এই ব্রাউজার দিয়ে আর কোন Torrent upload করবেন না।

Remove zbigz file

এভাবে অন্য ব্রাউজার দিয়ে একই পদ্ধতিতে ডাউনলড করতে পারেন। কিছুতেই ডাউলোড হওয়া ফাইলটি zbigz থেকে delete করতে ভুলবেন না

আরও কিছু কথা না জানালেই নয়! যাদের এর পরও ডাউলোড করতে সম্যসা হচ্ছে অর্থাৎ "1 download for one user. Get primiam account" এরকম লেখা আসলে, আপনারা idm থেকে সব ডাউনলোড লিংক ডিলিট করে দেন এবং ব্রাউজারের history, cooky, temporari file ইত্যাদি ডিলিট করে দেন। আর ২৪ ঘন্টার মধ্যে কিছুতেই zbigz এ প্রবেশ করবেন না। ২৪ ঘন্টার মধ্যে কয়েকবার history, cooky, temporari file ইত্যাদি ডিলিট করেন আর পিসিকে কয়েকবার রিস্টার্ট দেন। আশা করি এরপর zbigz দিয়ে ডাউলোড করতে আর কোন সম্যসা হবে না।

এমনকি একই সাথে idm দিয়ে ২-৩ টি Torrent file ডাউলোড করেন নিশ্চিন্তে। ব্রাউজার বন্ধ করার আগে আবশ্যই zbigz ফিলেটি ডিলিট করবেন।।

Double Download at a time from zbigz.com

আমি অবশ্য Zbigz এর প্রিমিয়াম একাউন্ট ব্যবহার করতেছি। কতদিন করা যায় দেখি। স্থায়ী ব্যবহার করার কোন পদ্ধতি পেলে অবশ্যই জানাব...! আর furk.net এবং bitlet.com এর নতুন ট্রিকস নিয়ে আসছি। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন।

অন্য প্রসঙ্গেঃ আজকাল techtunes এর অবস্থা দেখে বিমর্ষিত হয়ে যাচ্ছি। যে যখন চাইছে, যা মন চাচ্ছে তার উপর টিউন করে দেয়। মানসম্মত টিউন কিনা, পূর্বে এর উপর টিউন হয়েছে কিনা তা লক্ষ্য না করেই টিঊন সংখ্যা বারানোর জন্যএকের পর এক টিউন করে যায়। এভাবে চলতে থাকলে techtunes প্রেমীদের অনীহা আসতে পারে। এই ব্যপারে সম্মানিত মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।

আমি তেমন ভাল টিউনার না। জনপ্রিয় টিউনার হবারও কোন ইচ্ছা নেই। তবে একজন ভালমানের প্রগ্রামার হবার প্রবল ইচ্ছা আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালবাসাই আমার কাম্য।

ফেসবুকে আমাকে পেতে এই লিঙ্কে(Facebook.com/mahabubrajj) চলে যান।

আল্লাহ হাফেজ.........

Level 0

আমি Mahabub Rajj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello World! I am here for learnig..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভায়া আপনি open vpn gui ক্যামনে চালাইতাসেন।নাকি আপ্নে qubee hack koira চালাইতাসেন।

    @ismail sharoar: না ভাই। আমার 6GB package নিয়েছি। just ip change করার জন্য vpn ব্যবহার করি। কোন hack না। চাইলে আপনার connected modem দিয়ে দেখতে পারেন। vpn connected হবে।
    যদিও অন্য প্রসঙ্গে চলে গেছেন। তারপর ও comment করার জন্য ধন্যবাদ।

Level 0

hmm torento use kori idm o use kori but amar mone hoy idm e valo kono utko jhamela nei.

@mahbub vai, idm dia ekhoni 983mb er ekti torrent file download dilam zbigz er maddhome but idm e download error ashle refresh download address ei tricks ta ki kaj korbe ar kotodin porjonto file ta resume kore download korte parbo?

ভাই আমি আপনার টিউনটি কিছুই বুঝতে পারলাম না। আপনি কি বুঝাতে চাইতেছেন যে, ১) এক সাথে দুইটা ফাইল ডাউনলোড নাকি ২) zbigz এ একাউন্টে দুইটার বেশি আপলোড করা যায় না।

আর একটি কথা আমি একটি একাউন্টে ইচ্ছামত ফাইল আপলোড করতে পারি(প্রিমিয়াম একাউন্ট ব্যবহার না করে) । আর রিজুম করতে পারি আজীবন। আর আইডিএম দিয়েও একধিক ফাইল ডাউনলোড করতে পারি তবে একই সময়ে না, একটার পর একটা। কারো সাহায্যর দরকার হলে টিউন করব।

    @জোবায়ের রাসেল:
    এত সুন্দর করে চিত্র দিয়ে বাংলা ভাষায় বললাম। তার পর ও যদি না বুঝেন কি আর করা!!!

    আর আপনি তো অনেক এক্সপার্ট। বুঝে আর কি করবেন?!……(মজা করলাম)

    ভাল করে একটু পরেন। আশা করি বুঝতে পারবেন।
    অনেক ধন্যবাদ।

ami to kono jhamela charai 2+ download dite pari zbigz thika o.O

ami to zbigz downloade notun.ami to account na korei agb file download e dilam. pore resume hobeto

ami to zbigz downloade notun.ami to account na korei 1gb er 1ta file download e dilam. pore resume hobeto? gp chalai tai shomoy lagbe, resume hobe ki kalke?

    @extreme dashing:
    আপনার ব্রাউজার history যদি delete না করেন এবং ঐ ব্রাউজার দিয়ে যদি নতুন কোন torrent fie ডাউনলড না করেন তা হলে resume হবে। নতুবা হবে না।আর zbigz 24 hour পর্যন্ত ip reflect করতে পারে।
    ধন্যবাদ…।

jobaer rasel vai, apnar shathe fbte jogajog korte chai.fb details den

amar akta paypal account lagbe kew dite parben jodi paren call din 01939270108

ভাই আমি কি করে Zbigz এর প্রিমিয়াম ফ্রী একাউন্ট পাবো একটু জানাবেন? https://www.facebook.com/cmtanvir.engr এ ম্যাসেজ করলে হবে 🙂

    @সি‌.এম.তানভীর:
    শুধু আপ্নাকেই না। সফল হলে সবাইকে জানাব। আমি অন্য একটা সিস্টেমে করেছি। এটা কতদিন থাকে সেটাই কথা।
    যদি স্থায়ীভাবে করা যায় তাহলে তার ওপর একটা তিউন করব…।
    ধন্যবাদ।

ip reflect bujhla na mahabub vai fb te ashen taratari apnare request pathaisi

আপনার ফেইসবুকে এড ফ্রেন্ড রিকোয়েষ্ট লুকায়িত নাকি? সুন্দর টিউন ধন্যবাদ Mahabub Rajj

    @হোছাইন আহম্মদ:
    না। ফ্রেন্ড রিকোয়েষ্ট অপশন লুকায়িত না।বাউজার রিলোড দিয়ে দেখুন। হয়ে যাবে।
    আপনাকে ও অনেক ধন্যবাদ…

ভাই আমার furk.net এর একটি Invitation লাগবে ..
যদি একটু Help করতেন !!!

    @নোমান হোসাইন:
    @নোমান হোসাইন:
    invite এর কি দরকার?! সরাসরি নিজের ফেসবুক/ইয়াহু দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারেন। furk.net এ প্রবেশ করে Login or Register এর নিচে “Sign in or Create an account with your favorite social identity” এই লেখাটি খেয়াল করে দেখুন। ফেসবুক/ইয়াহু দিয়ে সহজেই রেজিষ্ট্রেশন করতে পারেন। আমি ফেসবুক দিয়ে রেজিষ্ট্রেশন করেছি।
    ধন্যবাদ।

Level 0

zbigz এর ফুল ভার্সন সাইটটা মাঝেমাঝেই সমস্যা করে। আমি তাই http://www.zbigz.com না ব্যবহার করে এর মোবাইল ভার্সন m.zbigz.com ব্যবহার করি।এটা ওদের সাইটেরই মোবাইল ভার্সন আর কি।আর হ্যা গতকালকে zbigz ডাউন ছিল আজকে ঠিক হয়েছে।

শিরোনামটা একটু পরিবর্তন করা দরকার নয় কি? টিউন দেখলে কি কেউ বুঝবে যে http://www.zbigz.com থেকে টরেন্ট আইডিএম দিয়ে দুইটা ফাইল একসাথে ডাউনলোড করা যাবে।

jobaer rasel vai, apnar fb dea jabe ki?zbigz er bapare help nitam ar ki

Level 0

Vai kotha holo IP CHANGE/Browser are History haabi jabi kicu e kicu na kore onk long time thke just akta free accoun dea use korci with resume ………to apner TUNE ta deor mane to bujlamnh……. apner ki aisob jamela hoi bole naki new kicu bolta cicen??????/ apne parla amr 1ta help koren 4/5 din dhore ami link uplod dila “Caching torrent” a onek besi time lage,age jodi 5secend lagto akhn 5hour lage….. any help ????

ভাই zbigz.com এর প্রিমিয়াম অ্যাকাউন্ট দরকার…দয়া করে help করেন

Level 0

মাত্র কয়েকদিন (31st December, 2012) আগে আমি কোন চালাকি না করেই IDM দিয়ে zbiz.com থেক একসাথে তিন ফাইল ডাউনলোড করেছি। ফাইলগুলো কোন সমস্যা ছারাই ঠিকমতো ওপেন হয়েছে। আর এইকাজ সেইদিনে আমি কয়েকবার করেছি। আপনার জন্য এই সমস্যা কেন হল বুঝলাম না।

    @newboy:
    ভাই সমস্যাটা আমার না। আপনার। কারন আপনি বুঝতে পারেন নি। বুঝতে পারলে হয়ত আপনি আগে টিউন করতেন অথবা আমি কেন টিউন করেছি তা আপনার বোধগম্য হত।
    আমি বুঝতে পেরেছি আপনি অনেক ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট বলেই এই ট্রিকসটা এতদিন নিজেই ব্যবহার করেছেন। কারো সাথে শেয়ার করেন নি।কিন্তু আমরা সবাই তো আপনার মত ব্রিলিয়ান্ট না। তাই সকলকে শেয়ার করার জন্য টিউনটি করেছি।

Level 0

(((আর একটি কথা আমি একটি একাউন্টে ইচ্ছামত ফাইল আপলোড করতে পারি(প্রিমিয়াম একাউন্ট ব্যবহার না করে) । আর রিজুম করতে পারি আজীবন। আর আইডিএম দিয়েও একধিক ফাইল ডাউনলোড করতে পারি তবে একই সময়ে না, একটার পর একটা। কারো সাহায্যর দরকার হলে টিউন করব।)))

জোবায়ের রাসেল vi help koren…..ami 750mb ar file 600mb download korar por r resume kore na…..please

Level 0

vai amar idm ta tu ak mas por khalas hoia gese, akhon r kaj kore na ki korbo, kono opai ase naki

    @shepon_max:
    idm এর সব ফাইল ডিলিট করে দেন। তার পর uninstall করে নতুন idm নামিয়ে install করে নেন।
    idm এর উপর আমার একটা টিউন আছে। দেখতে পারেন।
    https://www.techtunes.io/internet/tune-id/154396

Level 0

@Mahabub Rajj
টরেন্ট ফাইলের হেলথ (সিড ও লীচ) ভাল থাকলে ও http://www.zbigz.com/ এ ফাইল Caching করতে মাঝে মাঝে অনেক সময় লাগে। আর http://www.furk.net/ এ ফাইল ডাউনলোড করতে গেলে এই মেসেজ দেখায় Your free limit is over. Upgrade to a premium to increase your bandwidth limit… https://www.furk.net এ নতুন করে Account খুলেও কোন লাভ হয় না । এর সমাধান কি??????????????????

    @Partha:
    furk.net দিয়ে কম ডাউনলোড করবেন। invite code গুলো রেখে দেন। পরে অন্য ip/pc থেকে নতুন একাউন্ট খুলেন। মনে রাখবেন, কোন একাউন্ট থেকে যেন সাপ্তাহে ৫ জিবি’র বেশি ডাউনলোড না হয়। তাহলে কোন প্রবলেম হবার কথা না।
    ধন্যবাদ।

Level 0

na vai hoy na amar pc te akbare block kore disay

ami to file download dilam caching e laglo 5sec.zbigz e 1st download to tai

আইডিএম নিয়ে অনেক পোষ্টই দেখলাম। আমার মতে এ পোষ্টটি অনেক হিট হয় কিন্তু আমি এই আইডিএম নিয়ে করা পোষ্ট থেকে আজও কোন উপকার পেলাম না।
যেমন একটি আইডিএম অনেক দিন ব্যবহার করতে চাই কিন্তু তা পারি না। কিছু দিন পরেই মেয়াদ শেষ।

@আসলাম:
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/154698
এই টিউনটি ভাল করে দেখেন। আশা করি কাজ হবে।

vai, zbiz site e ami free acount khulsi. toorent catch o complete hoise kintu .zip file ta click korle dekhasse premium account korte. kono vabei download hoi na. Ami idm use kori. Solution ta ki?

TT’r অবস্থা নিয়ে যা বললেন সহমত !

    ধন্যবাদ দিহান ভাই।