শুভ নববর্ষ ২০১৩......
সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। তবে ২০১২ 'র জন্য আমার খুব খারাপ লাগছে। কারন, ২০১২ সালে আমার জীবনে কিছু স্মরনীয় ঘটনা ঘটেছে। যে সব ঘটনা আমার জীবনের অনেক পরিবর্তন এনেছে। সেসব ঘটনা সহজে ভুলার মত না। যাইহোক, বেশী কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার ইচ্ছা নেই। চলুন কাজের কথা বলি.........;
আমরা প্রায় সবাই torrent file সম্পর্কে অনেক ভাল জানি। কিভাবে torrent কে কিভাবে idm(interet download meneger ) দিয়ে ডাউলোড তাও সবার জানা।সাধারনত টরেন্ট ডাউনলড করার জন্য আমরা uTorrent/BitTorrent/Taxati/BitComet এই software গুলো ব্যবহার করি। কিন্তু এই software গুলো অনেক সময় কিছু টরেন্ট ডাউনলড করতে অনেক সময় নেয়। অনেক সময় ডাউলোড হয় না। এই সমস্যার সমাধান করার জন্য তথা সরাসরি ডাউলোড করার জন্য আমরা zbigz.com, furk.net, bitlet.com এই সাইট গুলু ব্যবহার করে থাকি। এই গুলুতে অনেক সম্যসাও থাকে। যেমনঃ zbigz.com দিয়ে একটার বেশী ডাউলোড করা যায় না। furk.net এ রেজিষ্ট্রেসন করা অনেক ঝামেলাপূর্ণ। আর bitlet.com এর সম্যসা হচ্ছে java setup+update করতে হয় এবং অনেক সময় ডাউনলড শেষ হবার আগেই fail দেখায়। এরকম সমস্যা দেখা দিলে খুবই বিরক্ত লাগে।
আজ আমি zbigz.com এর সম্যসা সমাধান নিয়ে আলোচনা করব। যারা zbigz.com দিয়ে কিভাবে ডাউনলোড করতে হয় তা জানেন না, আপনারা আমার এই পোষ্টটি দেখতে পারেন।
আমরা চাইলে zbiz এর মাধ্যমে একসাথে একাধিক ব্রাউজার দিয়ে torrent file ডাউলোড করতে পারব। এই জন্য আপনাকে কিছু technic apply করতে হবে। তেমন কঠিন technic না। বললেই বুঝতে পারবেন।
১.প্রথমেই idm থেকে পূর্বের সব অসম্পূর্ণ ডাউলোড হওয়া ফাইল গুলো ডিলিট করে দিন।
২.যখন যে ব্রাউজার দিয়ে ডাউলোড দিবেন, সেই ব্রাউজার থেকে zbigz এর ফাইলটি remove করে দিন। ডাউলোড শেষ না হওয়া পর্যন্ত এই ব্রাউজার দিয়ে আর কোন Torrent upload করবেন না।
এভাবে অন্য ব্রাউজার দিয়ে একই পদ্ধতিতে ডাউনলড করতে পারেন। কিছুতেই ডাউলোড হওয়া ফাইলটি zbigz থেকে delete করতে ভুলবেন না।
আরও কিছু কথা না জানালেই নয়! যাদের এর পরও ডাউলোড করতে সম্যসা হচ্ছে অর্থাৎ "1 download for one user. Get primiam account" এরকম লেখা আসলে, আপনারা idm থেকে সব ডাউনলোড লিংক ডিলিট করে দেন এবং ব্রাউজারের history, cooky, temporari file ইত্যাদি ডিলিট করে দেন। আর ২৪ ঘন্টার মধ্যে কিছুতেই zbigz এ প্রবেশ করবেন না। ২৪ ঘন্টার মধ্যে কয়েকবার history, cooky, temporari file ইত্যাদি ডিলিট করেন আর পিসিকে কয়েকবার রিস্টার্ট দেন। আশা করি এরপর zbigz দিয়ে ডাউলোড করতে আর কোন সম্যসা হবে না।
এমনকি একই সাথে idm দিয়ে ২-৩ টি Torrent file ডাউলোড করেন নিশ্চিন্তে। ব্রাউজার বন্ধ করার আগে আবশ্যই zbigz ফিলেটি ডিলিট করবেন।।
আমি অবশ্য Zbigz এর প্রিমিয়াম একাউন্ট ব্যবহার করতেছি। কতদিন করা যায় দেখি। স্থায়ী ব্যবহার করার কোন পদ্ধতি পেলে অবশ্যই জানাব...! আর furk.net এবং bitlet.com এর নতুন ট্রিকস নিয়ে আসছি। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন।
অন্য প্রসঙ্গেঃ আজকাল techtunes এর অবস্থা দেখে বিমর্ষিত হয়ে যাচ্ছি। যে যখন চাইছে, যা মন চাচ্ছে তার উপর টিউন করে দেয়। মানসম্মত টিউন কিনা, পূর্বে এর উপর টিউন হয়েছে কিনা তা লক্ষ্য না করেই টিঊন সংখ্যা বারানোর জন্যএকের পর এক টিউন করে যায়। এভাবে চলতে থাকলে techtunes প্রেমীদের অনীহা আসতে পারে। এই ব্যপারে সম্মানিত মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।
আমি তেমন ভাল টিউনার না। জনপ্রিয় টিউনার হবারও কোন ইচ্ছা নেই। তবে একজন ভালমানের প্রগ্রামার হবার প্রবল ইচ্ছা আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালবাসাই আমার কাম্য।
ফেসবুকে আমাকে পেতে এই লিঙ্কে(Facebook.com/mahabubrajj) চলে যান।
আল্লাহ হাফেজ.........
আমি Mahabub Rajj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hello World! I am here for learnig..
ভায়া আপনি open vpn gui ক্যামনে চালাইতাসেন।নাকি আপ্নে qubee hack koira চালাইতাসেন।