কম্পিউটার জগতে সিকিউরিটি একটি আলোচিত বিষয় । আমরা আমাদের কাজের প্রয়োজনে অনেকসময়
উইন্ডোজের নানান যায়গায় Security বা লক করে রাখি । অনেক সময় কন্ট্রল প্যানেল এর ভুল ব্যবহার এর ফলে
কম্পিউটার এ নানা সমস্যা দেখা দেয়। এতে উইন্ডোজের বড় রকমের ক্ষতি হতে পারে। এর জন্য আমাদের কে ানেক মাশুর দিতে হয়। অনেকসময় সিস্টেম পুনরায় ইনস্টল করতে হয়। আসুন দেখে নেই কিভাবে কন্ট্রল প্যানেল বন্ধ করে রাখা যায়।
Click Start
Run
সেখানে গিয়ে টাইপ করুন :
gpedit.msc
এন্টার প্রেস করার পর সেখানে Group Policy নামে একটি উইন্ডো আসবে।
সেখান থেকেAdministrative Templet
সেখান থেকে Controll Panel
সেখান থেক Prohibit Access To the controll Panel
সেখানে Enable করে বের হয়ে আসব। Apply করে উইন্ডো থেকে বের হয়ে আসব।
এরপর একন আর কেউ কন্ট্রল প্যানেল এ একসেস করতে পারবেনা । আবার যদি পুনুরুদ্ধার করতে চান তাহলে একি যায়গা
থেকে Disable করে দিতে হবে।
ধন্যবাদ
মোহাম্মদ তানভীর আলম
নারায়নগঞ্জ
আমি তানভীর সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
It's Only the word Change what we need
ভাই ভিস্তার জন্য একি প্রসিউডিউর এ যেতে হবে। তবে ইন্টারফেস হয়তো কিছুটা ভিন্ন পাবেন । একটু খ্যায়াল করে অপশন ঘাটালে পেয়ে যাবেণ।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আরে.. এটাই তো দরকার ছিল..