আসসালামু আলাইকুম । আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা । ইতিপূর্বে কম্পিউটার ট্রাবলশুটিং বিষয়ে কয়েকটি টিপস নিয়ে আলোচনা করেছি । আজ আরেকটি বিষয় শেয়ার করব, আর তা হচ্ছে কোনো কম্পিউটার থেকে পেন ড্রাইভ এ ভাইরাস ঢুকে যদি সব ফাইল সর্টকাট হয়ে যায় এবং আসল ফাইল সব হিডেন হয়ে যায়, সে ক্ষেত্রে আপনার করণীয় কি? অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য এটি কাজে আসবে ।
প্রথমে মাই কম্পিউটার এর টূলস এ গিয়ে ফোল্ডার অপশন এ গিয়ে শো হিডেন ফাইল দিন এবং নিচের ২টি অপশন আনচেক করে ওকে করুন ।
তারপর দেখবেন আপনার পেন ড্রাইভ এর আসল ফাইল গুলো হিডেন আকারে শো করছে । এখন আপনি সকল শর্টকাট গুলো সিলেক্ট করে মুছে ফেলুন । আপনার কম্পিউটার এ এন্টিভাইরাস এর লাইসেন্স কপি থাকলেও শর্টকাট হয়ে যাওয়া ফাইলগুলো ভাইরাস হিসেবে সিলেক্ট করবেনা । তাই এক্ষেত্রে আপনাকে বিকল্প পথ খুজতে হবে । এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা গুলো দেখুন ...
ফাইল বা ফোল্ডার এর এট্রিবিউট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আসল ফাইল গুলো হিডেন হয়ে গেছে । এ ক্ষেত্রে লক্ষ্য করবেন আপনি চেষ্টা করেও ফোল্ডার এর এট্রিবিউট বা প্রপার্টিস চেঞ্জ করতে পারছেননা । রিড অনলি এবং হিডেন দুটি অপশন-ই ডিজেবল অবস্থায় আছে । হিডেন ফাইল গুলোকে সাভাবিক অবস্থায় ফিরিয়ে না আনা পর্যন্ত এমনটাই হতে থাকবে ।
নিচের লিঙ্ক এ ক্লিক করে i -Reset সফটওয়ারটি ডাউনলোড করে নিন ।
iReset v1.3 - Files & Folders Reset Tool
মাত্র ৬৮ কিলো বাইট এর একটি সফটওয়ার । ডাউনলোড করতেও মাত্র কয়েক সেকেন্ড লাগবে। সফটওয়ারটি ছোট হলেও ভালো কাজ করে, সফটওয়ারটি ডাউনলোড হয়ে গেলে রান করে ওপেন করুন । এবার আপনার পেন ড্রাইভ এ যান, হিডেন ফোল্ডার গুলো একটি একটি করে ওপেন হওয়া সফটওয়ার এর মাঝখানের + চিন্ন সম্বলিত আইকন এ ড্রাগ করে ছেড়ে দিন আর Reset অপশন এ ক্লিক করুন । রিসেট হওয়ার পর সয়ংক্রিয়ভাবে i-Reset এর সাইট ওপেন হলে অফ করে দিন । এভাবে আপনার ফোল্ডার এর পাশাপাশি ফাইল গুলোও সব রিসেট হয়ে যাবে । হিডেন ফাইল গুলো সব আসল ফাইল এর ন্যায় দেখাবে । অর্থাত আপনার সকল ফাইল এবং ফোল্ডার সাভাবিক হয়ে গেছে, হিডেন অবস্থায় আর নেই । এখন আপনি আবার ফোল্ডার অপশন এ গিয়ে ডোন্ট শো হিডেন ফাইল অপশন সিলেক্ট করে দিন, তারপর ওকে করুন । দেখবেন, আসল ফাইলগুলো সব ঠিকমত দেখাচ্ছে, আর হিডেন হবে না । এখন ফোল্ডার এর প্রপার্টিস এ গিয়ে রিড অনলি, হিডেন এসব অপশন অনায়াসেই চেঞ্জ করা যাবে । এভাবে আপনার পেন ড্রাইভের ভাইরাস আক্রান্ত ফাইলগুলো ঠিক করতে পারবেন ।
এ বিষয়ে আরো টিপস পাবেন এখানে।
আর ইন্সটেন্ট সমাধান পেতে আমাকে ফেসবুক এ মেসেজ দিন, সমসসা লিখে পাঠান, সমাধানের পথসহ মূল্যবান পরামর্শ পাবেন ।
সবাইকে ধন্যবাদ । আর নতুন বছরের অগ্রিম শুভেচ্ছাও থাকলো ।
সবার জন্য শুভ কামনা ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
ধন্যবাদ শেয়ার করার জন্য………