আসসালামু-আলাইকুম
সবার সুস্থতা কামনা করে আজকের টিউন শুরু করছি।
যারা xp ব্যবহার করতেন, কিন্তু এখন 7 ব্যবহার করেন তাদের জন্য আমার এই টিউন।
বর্তমান সময়ের ল্যাপটপগুলতে উইন্ডোজ 7 এর অপারেটিং সিস্টেম দেওয়া থাকে। যারা অনেক দিন ধরে উইন্ডোজ xp ব্যবহার করে এসেছেন, তাদের কাছে উইন্ডোজ 7 প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে। কারণ, উইন্ডোজ xp এর প্রায় সব সেটিংস্ 7 -এ থাকলেও প্রথম প্রথম সেগুলো খুঁজে পাওয়া যায় না। উইন্ডোজ 7 এর সব কমন সেটিংস্ এক জায়গায় পেতে,
প্রথমে start থেকে control panel -এ ক্লিক করুন। এবার সবার উপরে অ্যাড্রেস বারে control panel-এর পাশের অ্যারো-তে ক্লিক করে all control panel items নির্বাচন করুন। আপনার সেটিংস্ এর সবকিছু এখানে পেয়ে যাবেন। সুবিধা মতো সবকিছু সেটিংস্ করলেই সব সমস্যা সমাধান।
Thank You..
ভাল লাগলে কমেন্ট করবেন।
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
ভাই আমার পোস্ট পছন্দ হয়নি ? যারা নতুন নতুন win-7 ব্যবহার করেন তারা অন্তত কমেন্ট করেন….