কিভাবে কম্পিউটার এর যত্ন নিতে হয় ?

সাহস করে টিউন লিখে ফেললাম । আমি নতুন ভুল হলে ধরিয়ে দিবেন ।


কম্পিউটার পরিচর্যার আবশ্যকতাঃ-
সব কিছুর পরিচর্যা করা দরকার।তেমনি কম্পিউটার যন্ত্রের পরিচর্যাও গুরুত্বপূর্ণ।পরিচর্যার আভাবে কম্পিউটার কার্যক্ষমতা
হারিয়ে ফেলে।ফলে আমদের আর্থিক ক্ষতি সাধিত হয়।শুধু তাই নয় কম্পিউটারের সংরক্ষিত মূল্যবান ডাটা নষ্ট হয়ে যায়।
তাই আমদের কম্পিউটার এর পরিচর্যা করা দরকার।

কম্পিউটারের ক্ষতি হওয়ার কারন সমুহঃ

যে সব কারনে কম্পিউটারের ক্ষতি হয় সেগুলো হলঃ-
১। সঠিক ভাবে বিদ্যুৎ প্রবাহ না পাওয়া
২। বিদ্যুৎ এর ভোল্টেজ উঠা-নামা করা
৩। অধিক তাপমাত্রা
৪। অধিক শৈত্য প্রবাহ
৫। অধিক আদ্রতা
৬। ধোয়া
৭। ধুলাবালি
৮। পানি বা অন্যকোন তরল পরদার্থ
৯। ভাইরাস আক্রমন
১০। প্রাকৃতিক/ব্যবহারজনিত ক্ষয়
১১। চৌম্বক ক্ষেত্র সৃস্টি
১২। ক্রুটিপূর্ণ সফটওয়্যার ব্যবহার

কম্পিউটার এর জন্য সাধারন উষ্ণতাঃ

কম্পিউটার এর জন্য সাধারন উষ্ণতা হলো ৪০ ডিগ্রী সেন্টিগ্রেড।এর কম বেশি হওয়া উচিৎ নয়।এই উষ্ণতায় কম্পিউটার বেশি দিন কার্যক্ষম থাকে। ইত্যাদি বিষয় গুলো মেনে চললে কোন সমস্যা হবেনা ।

আমাকে Facebook এ পেতে : http://www.facebook.com/shakshadishuvo

Level 0

আমি শেখসাদী শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice post..

onek kichu shikhlam.Thanks…

ভালো লাগল, তবে আরও আশা করেছিলাম।

Level 0

aro details dorkar silo