সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি,
আমার পূর্বের টিউনে আমি কি-বোর্ডেই মাউসের ব্যবহার দেখিয়েছি যা শুধু windows xp-তেই সম্ভব। কিন্তু যারা win-7 ব্যবহার করেন তাদের জন্য আমার এই পোস্ট।
প্রথমে start menu থেকে control panel-এ যান। এবার Ease of Access -এ ঢুকে Ease of Access Center-e যান। Make the mouse easier to use -তে ক্লিক করুন। turn on mouse keys -এ টিক দিয়ে ok করুন। কাজ করতে Press করুন LFT Alt+LFT Shft+Num Lock.
এবার দেখে নিন কিভাবে আপনার কী বোর্ড মাউসের কাজ করবে.....
To | Do this | |
---|---|---|
Click an item | With the left button selected as your active button, point to the item, and then press 5 | |
Right-click an item | With the right button selected as your active button, point to the item, and then press 5 | |
Double-click an item | With the left button selected as your active button, point to the item, and press the plus sign (+) |
To move the mouse pointer | Press | |
---|---|---|
Up and to the left | 7 | |
Up | 8 | |
Up and to the right | 9 | |
Left | 4 | |
Right | 6 | |
Down and to the left | 1 | |
Down | 2 | |
Down and to the right | 3 |
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
অনেক ধন্যবাদ আপনাকে। নতুন এবং দরকারী একটা ব্যাপার শিখলাম। অনেক ধন্যবাদ এবং আরো ভাল ভাল টিউনের অপেক্ষায় থাকব।