আসসালামু-আলাইকুম
এটি আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমা করবেন।
আজ আমি আপনাদের যে টিপসটি দেব তা অনেকেরই কাজে লাগবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম- এ অনেক সময় কি বোর্ড দিয়ে মাউসের কাজ করা যায়। এজন্য প্রথমে আপনাকে control panel-এ যেতে হবে। এবার Accessibility থেকে Accessibility Options-এ যান। এবার mouse option-এ ক্লিক করুন। use mouse key অপশনে টিক চিহ্ন দিয়ে Ok করুন ।
কি বোর্ড-এর নাম লক বাটন চালু করে ২ দিয়ে নিচে, ৪ দিয়ে বামে, ৬ দিয়ে ডানে ও ৮ দিয়ে ওপরের দিকে কারসার নেওয়া যাবে। ৫ বোতামটি এনটারের কাজ করবে। নির্দেশ বাতিল করতে একই পদ্ধতিতে use mouse key অপশনে টিক চিহ্ন তুলে দিতে হবে।
ভাল লাগলে কমেন্ট করবেন।
Thanks to all...
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
thanks vai