নিজের করে সাজিয়ে নিন আপনার যেকোন ফোল্ডার এর ব্যাকগ্রাউন্ড

মানুষ মাত্রই সুন্দর প্রেমিক. আমরা বেশির ভাগ কম্পিউটার ইউসার এর মন থাকে কম্পিউটার এর বাহ্যিক চাকচিক্ক এর প্রতি। আর তাই নিজের কম্পিউটার হবে নিজের চাহিদা মতো । আপনি যদি আপনার এক একটি ফোল্ডারে  ব্যকগ্রাউন্ড হিসেবে আপনার বাছাই করা ছবি বসাতে পারেন তা হলে হয়তো মন্দ হয়না। এই কাজটি করার জন্য আপনাকে ছোট্ট একটি সফটয়ার ডাউনলোড করে নিতে হবে।
এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন সফটয়ারটি।
আর একটি কথা মনে রাখতে হবে সেটি হলো আমরা যে ছবিটি ব্যকগ্রাউন্ড হিসেবে রাখতে চাই সেটি অবশ্যই JPEG Format এ হতে হবে। আরেকটি ব্যপার লক্ষ রাখতে হবে সেটি হলো যে ফেল্ডারে আপনি ব্যকগ্রাউন্ড হিসেবে রাখতে চান সে ফোল্ডারে অবশ্যই Dextop Software এবং সাথেJPEG করা Image টি থাকতে হবে যেটি আপনি ব্যকগ্রউন্ড হিসেবব দেকতে চান। । ধরুন আমরা ডি ড্রাইবে একটি ছবি ব্যকগ্রাউন্ড হিসেবে রাকতে চাই, সেখানে ছবির ফাইলটি রাখতে হবে। ধরলাম আপনার ছবিটির ফাইলটির নাম 011.jpeg।

012.JPG

এবারে নোটপেডের সফটয়ারটিতে ডাবল ক্লিক করার পর আপনাকে কিছুটা কনফিগার করতে হবে। সেখানে
IconArea = আপনার ছবির ফাইলটির নাম লিখে দিতে হবে।
যেমন :
IconArea = 011.jpeg (যিটি আপনি ডি ড্রাইবের ব্যকগ্রাউন্ড বাছাই করেছেন ।
এবার সেভ করে বেরিয়ে আসব। তারপর একটি রিফ্রেশ করার পর ছবিটি ব্যকগ্রাউন্ড হিসেবে দেখতে পাব ।
তারপরো যদি কোনো সমস্যা দেখা দেয় তার জন্য যেকেনা সাহাজ্যের জন্য জানাতে পারেন।

ধন্যবাদ
মোহাম্মদ তানভীর আলম
নারায়নগঞ্জ

Level 0

আমি তানভীর সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

It's Only the word Change what we need


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই যারা রেপিড শেয়ার থেকে ডেক্সটপ ক্যকগ্রাউন্ড এর সফটয়ার টি নামাতে পারেননি তরা আমাকে তাদের মেইল এড্রেস দিতে পারেন ।
আমি এটাচ করে পাঠিয়ে দিব।
ধন্যবাদ
তানভীর্

good job.
thanks

ভাই,
আপনার কথা মানলাম, যে ব্যাকগ্রাউন্ড চেন্জ করা যাবে।
কিন্তু ঘটনা হলো {BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}] এই যে রেজিস্ট্রি ভ্যালু আপনি দিলেন, তা কি সবসময় একই থাকবে???
থাকলে কিভাবে???
আমি পারিনি আপনার লেখা পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড চেন্জ করতে।

তারপরেও ধন্যবাদ, শেয়ার করার জন্য।

ভাই তানভীর আলম। রেপিড শেয়ার থেকে ডাউনলোড করতে গিয়ে দেখি ডাউনলোড করা হয়ে গেছে। যদি আমাকে ফাইলটি দেন আমার খুব উপকার হয়।

এই আমার মেইল :
[email protected]

pls send me by this emai address: [email protected]

ভাই পাঠিয়ে দিলাম

আসসালামু আলাইকুম

তানভীর ভাই। আপনি যেভাবে যেভাবে বলেছেন ঠিক সেভাবে সেভাবে করেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন কী করতে পারি ভাই। আরো একটু বিস্তারিত জানালে উপকৃত হবো।

ধন্যবাদ তানভীর ভাইকে। আশাকরি শীঘ্রই জানাবেন।

Shawn ভাই আপনার যে ছবিটি ব্যকগ্রাউন্ড হিসেবে রাখতে চান সেটি অবশ্যই Jpeg মুডে হতে হবে। আর ছবির সাইজ খুব বেশি বড় হলে চলবেনা ।
IconArea = এর পর আপনার ছবির ফাইলটির নাম হবে। ।ধরলাম আপনার ছবিটির নাম shawn । এখন আপনার যেটা করতে হবে IconArea = এর পর লিখতে হবে
shawn.jpeg

IconArea = shawn.jpeg
এর পর নোট পেডটি সেভ করে বের হয়ে আসবেন । তারপর একটা রিফ্রেশ করবেন । আশা করি কাজ হবে।

যদি এখেনা না হয় তাহলে, ডায়রেক্ট আমার বাসায় না হয় অফিসে চলে আসেন :
বান্দা Help কারনেকি লিয়ে সাদা প্রস্তুত হেয়।
ধন্যবাদ

নারে ভাই! অনেক চেষ্টা করেও কোনো কাজ হলো না। তারপরেও ধন্যবাদ।

ভাই আমাকে সফটওয়ারটি ইমেইল এর মাধ্যমে পাঠিয়ে দিন।
[email protected]

নারে ভাই একেবারেই ফালতু । একবার আর দুইবার নয় অনেকবার চেষ্টা চালয়েছি।

জহির ভাই আপনি আপনার মেইল টা পাঠিয়েি দিন আমি আপনাকে সফটয়ার াপঠিয়ে দিব। আমি জানিনা কেনো এটা হচ্ছেনা ।
ধন্যবাদ

Level 0

ভাই আমাকে সফটওয়ারটি ইমেইল এর মাধ্যমে পাঠিয়ে দিন।
[email protected]

Level 0

ভাই আমাকেও কষ্ট করে পাঠিয়ে দিবেন আশা রাখি
[email protected]

Level 0

Vai ai software Amar kase agey silo..Jodio khub soto but jotil…!!!

Jai hok vai Shaown,Sojib,Tushar,Zahir.. mon kharap korar kisu nai..
Ami ai software ti matro 7 months dhore use korsi.
Ai software ar size only 1kb..Tai hoyto khotka lagse..

Tanvir jevabe bolese shevabe last try korun…Arpor jodi incase na hoy/aro kisu janar thakle pls mail me : [email protected]

তানভীর ভাই ইমেইল টা দিলাম ।
[email protected]

এখান ক্লিক করে ডাউনলোড করে নিন। তাহলে আর কোন কিছু লিখতে হবে না।
http://windowsxp.mvps.org/utils/IESHWIZ.zip

Level 0

Tanvir Via plz amak e soft ta ektu mail khub upoker hoto bkz ami apnaer dea link theke download korte parchina..thx

[email protected]

[email protected] ভাই আমারে মেইল করে পাঠিয়ে দিন।