আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
আমি অনেক আগে থেকেই নিয়মিত টেকটিউনস এর পোস্টগুলি পড়ি।
সবার এত এত পোস্ট দেখে আমারও ইচ্ছে হলো পোস্ট করি।
কিন্তু কি পোস্ট করবো? তাও আবার ধৈর্য্য হয় না লেখার।
আজ পেয়ে গেলাম একটি প্রসঙ্গ। যেটা সবারই কাজে লাগবে আশা করি।
তাই আমি আজই রেজিস্ট্রেশন সেরে পোস্ট দিতে গেলাম।
কিন্তু হায়!! প্রায় লেখা শেষ এই মূহুর্তে বিদ্যুত অনাকাঙ্খিত ভাবে চলে গেল। কি আর করা!!! আবার লিখতে বসে পড়লাম আপনাদের জন্য।
আপনারা অনেকেই উইন্ডোজ ৮ এর জগতে চলে এসেছেন। এসে অনেক ঝামেলা পোহাচ্ছেন। আবার অনেকে উইন্ডোজ ৭ এ ফিরে এসেছেন।
উইন্ডোজ ৮ এ যে সাধারণ সমস্যাগুলো হয় সেগুলো হলোঃ
১।Activation সমস্যা।
২। ডট নেট ফ্রেমওয়ার্ক সমস্যা।
৩। Shutdown, Restart, Log off বাটন খুজে পেতে সমস্যা।
এই পোস্টটি পড়ে আপনি সহজে এক ক্লিকেই Windows Activate, .Net framework offline installation, Easy Shutdown, Restart, Log off বাটন যোগ করতে পারবেন।
কিভাবে করবেনঃ
১। এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে নিন। এবং এটি পাসওয়ার্ড = rbanis92
২। আপনার উইন্ডোজ ৮ এর ডিস্ক বা বুটেবল পেনড্রাইভ পিসিতে সংযোগ দিন।
( লক্ষ রাখবেন ড্রাইভটি যেন d: ড্রাইভ হয়। না হলে ডিস্কের Resources ফোল্ডারটি আপনার পিসির d: ড্রাইভে কপি করে রাখুন )
৩। এরপর ডাউনলোড করা ফাইলটিতে Right Click করে Run as Administrator এ ক্লিক করুন।
৪। নিচের দেয়া চিত্রের মতো Install বাটনে ক্লিক করুন।
ব্যস কম্পিউটার রিস্টার্ট নিলেই সব ঠিকঠাক হয়ে যাবে। এবার স্টার্ট মেন্যুতে থাকা Shutdown, Restart, Log off আইকনগুলো টেনে নিয়ে সুবিধাজনক পজিশনে রেখে দিন।
ফ্রি সিডি কিঃ উইন্ডোজ ৮ প্রোফেশনাল এর জন্য
XKY4K-2NRWR-8F6P2-448RF-CRYQH
আজ এই পর্যন্তই। আশা করি পোস্টটি আপনাদের ভাল লেগেছে। ভাল লাগলে জানাবেন।
আমাকে ইমেল করতে চাইলে..... [email protected]
( কারও ভাল না লাগলে জানাবেন, রিমুভ করে দিব। আগামীতে হয়তো কোন একদিন অন্য কোন পোস্ট নিয়ে হাজির হবো। )
আমি আনিছুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks for your nice tune…..