এক ক্লিকে দূর করুন উইন্ডোজ ৮ এর সাধারন সমস্যাগুলো (Links updated)

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।

আমি অনেক আগে থেকেই নিয়মিত টেকটিউনস এর পোস্টগুলি পড়ি।

সবার এত এত পোস্ট দেখে আমারও ইচ্ছে হলো পোস্ট করি।

কিন্তু কি পোস্ট করবো? তাও আবার ধৈর্য্য হয় না লেখার।

আজ পেয়ে গেলাম একটি প্রসঙ্গ। যেটা সবারই কাজে লাগবে আশা করি।

তাই আমি আজই রেজিস্ট্রেশন সেরে পোস্ট দিতে গেলাম।

কিন্তু হায়!! প্রায় লেখা শেষ এই মূহুর্তে বিদ্যুত অনাকাঙ্খিত ভাবে চলে গেল। কি আর করা!!! আবার লিখতে বসে পড়লাম আপনাদের জন্য।

আপনারা অনেকেই উইন্ডোজ ৮ এর জগতে চলে এসেছেন। এসে অনেক ঝামেলা পোহাচ্ছেন। আবার অনেকে উইন্ডোজ ৭ এ ফিরে এসেছেন।

উইন্ডোজ ৮ এ যে সাধারণ সমস্যাগুলো হয় সেগুলো হলোঃ

১।Activation সমস্যা।

২। ডট নেট ফ্রেমওয়ার্ক সমস্যা।

৩। Shutdown, Restart, Log off বাটন খুজে পেতে সমস্যা।

এই পোস্টটি পড়ে আপনি সহজে এক ক্লিকেই Windows Activate, .Net framework offline installation, Easy Shutdown, Restart, Log off  বাটন যোগ  করতে পারবেন।

কিভাবে করবেনঃ

১। এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে নিন। এবং এটি পাসওয়ার্ড = rbanis92

২। আপনার উইন্ডোজ ৮ এর ডিস্ক বা বুটেবল পেনড্রাইভ পিসিতে সংযোগ দিন।

( লক্ষ রাখবেন ড্রাইভটি যেন d: ড্রাইভ হয়। না হলে ডিস্কের Resources ফোল্ডারটি আপনার পিসির d: ড্রাইভে কপি করে রাখুন )

৩। এরপর ডাউনলোড করা ফাইলটিতে Right Click করে Run as Administrator এ ক্লিক করুন।

৪। নিচের দেয়া চিত্রের মতো Install বাটনে ক্লিক করুন।

ব্যস কম্পিউটার রিস্টার্ট নিলেই সব ঠিকঠাক হয়ে যাবে। এবার স্টার্ট মেন্যুতে থাকা Shutdown, Restart, Log off  আইকনগুলো টেনে নিয়ে সুবিধাজনক পজিশনে রেখে দিন।

ফ্রি সিডি কিঃ উইন্ডোজ ৮ প্রোফেশনাল এর জন্য

XKY4K-2NRWR-8F6P2-448RF-CRYQH

আজ এই পর্যন্তই। আশা করি পোস্টটি আপনাদের ভাল লেগেছে। ভাল লাগলে জানাবেন।

ফেসবুকে আমি।

ফেসবুকে আমার পেইজ

আমাকে ইমেল করতে চাইলে..... [email protected]

( কারও ভাল না লাগলে জানাবেন, রিমুভ করে দিব। আগামীতে হয়তো কোন একদিন অন্য কোন পোস্ট নিয়ে হাজির হবো। )

Level 0

আমি আনিছুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for your nice tune…..

ভাই ডাউনলোড হচ্ছেনা এই রকম বলে – File Blocked for Violation.

ফাইল রিমুভ-ed ফর ভাইয়োলেশান । ঠিক করে দিন প্লিজ

Level 0

মজার বন্ধু and হাছান vi er moto amaro problem hossea. plz link ta thik koren.

ভাইয়া ডাউনলোড লিঙ্ক দেন প্লিজ ।

File Blocked for Violation.

দিচ্ছি। যথাসম্ভব তাড়তাড়ি দিব।

কেউ কি ডাউনলোড করতে পারছেন? পারলে জানান যাতে অন্যেরা করতে পারে

Level 0

vhy windows 8 ee te je antivirus deoa thake (Microsoft Security Essentials) oita ki vabe remove korbo bolle upokrito hobo…

আমি এইমাত্র দেখলাম ডাউনলোড হয়। আপডেট করা লিঙ্ক এ যান @হাছান

ইতোমধ্যে একজন ডাউনলোড করে আমাকে ফেসবুকে জানাল।

    @আনিছুর রহমান: ভাই দয়া করে এভাবে কারো সময় নষ্ট করাবেন না প্লিজ। ফালতু টিউন।

      @আলীম: আমার টিউনটি পড়তে গিয়ে আপনার অতি মূল্যবান সময়ের মধ্যে যদি তিল পরিমান সময় নষ্ট হয়ে থাকে তবে আমি দূঃখিত। আপনার যদি ডাউনলোডে সমস্যা হয়, তবে এখন দেখতে পারেন। আর যদি ফাইলটাকেই ফালতু বলে থাকেন তবে বলব, কাজ করছেনা নাকি কি সমস্যা? আমাকে জানান

      @Tasnim Ahmed RiSAN: আমি স্লো!!!!
      আসলে স্লো হওয়ার কারনেই এক ফাইলে সবগুলো সমাধান আগে কেউ দিয়েছেন?
      কিংবা চেষ্টা করেছেন?
      আপনার এটা দেখে আমি গেজেট নিব ভাবছেন? কি দরকার? আমি আগে থেকেই 250 টি গেজেট ব্যাকআপ রেখে দিয়েছিলাম। এত গেজেট দিয়ে কি হবে। কম্পিউটার তো ফুলবাগানের মতো সাজানোর জন্য নয়। প্রোগ্রামিং আর সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গিয়ে এইসবের সময় কোথায়?
      আমি নতুন টিউনার, তাই বলে নিজেদের কোন স্বার্থের জন্য আমার টিউনকে ফালতু বলবেননা প্লিজ।

ধন্যবাদ কাজ করেছে 😉

জটিল জিনিস বানাইছেনতো! এক ক্লিকেই ৮ ফুল ভার্শন হয়ে গেল। 😀 অথচ আগে ফুল ভার্শন করতে অনেক ঝামেলা করতে হইছে। 😀 😀 😀

অনেক অনেক ধন্যবাদ। 🙂

ধন্যবাদ সুন্দর টিউন করার জন্য।কাজে লাগবে।কেউ কি আছেন আমাকে সাহায্য করবেন? আমার বাংলালিক সিমটা ব্লক হয়ে গেছে।কাগজ পত্র হারিয়ে ফেলেছি। কিভাবে ব্লক ছুটাতে পারি? পাক কোড চায়। জানা্লে খুব উপকার হত।

    @MONIR.HOSSAIN: পাক কোড ছাড়া এটার ব্লক বাংলালিংককের লোকেরাও ছুটাতে পারবেনা। আপনি সিমটা Replacement করতে পারেন।

Level 0

আমি ডেল ভস্ট্র ৩৫৫০ ইউস করি। আমি উইন্ডোজ ৮ ইন্সটল করতে পারছিনা। ডিস্ক প্রবেশের পর সবগুলো কাজ শেষ হয়েও ল্যাপটপ স্টার্ট নেই না। যদি পারেন একটু সাহায্য করবেন

    @humanst1: আপনি ফেসবুকের চ্যাটে আসুন। কারণ এটা ধাপে ধাপে শুনে সমাধান দিতে হবে।

প্রথমেই কাজের একটা জিনিস দিয়ে টিউনার হিসাবে নিজের নাম লিখালেন।ভাল টিউন আশা করছি সামনেও এর চেয়ে আরো ভাল টিউন পাব আপনার কাছ থেকে,ধন্যবাদ।

চেষ্টা করব। যদি হয় – অগ্রিম ধন্যবাদ। না হলে – চালিয়ে যান। চেষ্টাই সফলতার চাবিকাঠি। 🙂

amar eita korar por o un activated dakhasse!!!!!!!!!! ki korbo?

Level 0

আনিছুর রহমান ভাই সালাম নিবেন আপনার দেওয়া windows 8 crack সুন্দর কাজ করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু DotnetFx3.5 কাজ করছে না কারণ এটি ৩২বিটের ভাই আমি windows 8 pro 64bit ব্যবহার করি। আমি DotnetFx3.5 নেটে দেওয়া বিভিন্ন অফনেট কমান্ড ব্যবহার করে ৬৫.৮%নেওয়ার পর আর নেয় না এবং নেটের মাধ্যমেও হয় না ।যদি ভাই 64bit DotnetFx3.5 আমার জন্য [email protected] এয় ঠিকানায় পাঠাটেন আমি খুব উপকৃত হতাম।ধন্যবাদ

Level 0

আনিছুর রহমান ভাই আপনাকে বার বার কষ্ট দেওয়ার জন্য আমি দু্ঃখিত ।ভাই আমার mail id block হয়ে গেছে বিধায়
আপনার ডাটা গুলো আমি নিতে পারি নায়।আপনি যদি মিডিয়া ফায়ার বা আন্য জায়গায় আপডেট দিতেন তাহলে আমার সহ আরো আনেকের কাজে আসতো।ধন্যবাদ ভাই

Level 0

সত্যি চমৎকার একটি পোস্ট। উইন ৮ ব্যাবহার এখনো করি নাই , করলে এটা অবশ্যই করবো । আপনাকে অনেক ধন্যবাদ ।

ভাই ২টা সমস্যার সমাধান হলেও ডট নেট সমস্যার সমাধান হলো না। আমি কি কর্ব? আমারটা ৩২ বিট

Level 0

apnar facebook id ta dan plz