পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
Winamp মিডিয়া প্লেয়ারের স্কীন হিসাবে আপনি নিজের পছন্দমত ছবি ব্যবহার করতে পারেন।এজন্য প্রথমে একটি ছবি র্নিবাচন করুন এবং ছবিটি ফটোশপে ওপেন করুন। image/image size থেকে width 276 and height 118 pixels নির্ধারন করুন।এবার file/save as এ গিয়ে save as type হিসেবে BMP নির্বাচন করে main নামে ছবিটি সেভ করুন।এরপর BMP options আসবে,এখানে ফাইল ফরম্যাটের windows
এবং depth হতে 16 বা 24 bit নির্ধারনের পর ok করে বের হয়ে আসুন। এখন ফটোশপ থেকে বের হয়ে আসুন। C:\Program Files\Winamp\Skins এ যান এবং এখানে
নতুন একটি ফোল্ডার পছন্দসই নামে তৈরী করুন।আপনার তৈরী main ( BMP ) format Gi ফাইলটি ঐ ফোল্ডারে কপি করে পেষ্ট করে
দিন।এখন শুধু winamp চালিয়ে menu অপশন থেকে skin এ গিয়ে আপনার তৈরী করা স্কীনে ক্লীক করে নিন।
আমি রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।