একই সাথে IDM দিয়ে downloading ও browsing করুন কোন সমস্যা ছাড়াই

অনেক দিন থেকেই ভাবছি যে টিউন করবো কিন্তু সময়ের অভাবে করা হয় না। আর যেগুলো চিন্তা করি যে লিখব সেগুলো দেখি কেউ না কেউ আগেই লিখে রাখছে। তাই সাহস করে আজ আমার প্রথম টিউন শুরু করেই দিলাম। আশা করি ভুলত্রুটি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমরা সবাই প্রায় ডাউনলোডের জন্য IDM ব্যবহার করি এবং এর ব্যবহারবিধি প্রায় সবার জানা। তারপরেও নতুনদের জন্য একটি tips শেয়ার করছি। আশা করছি ভাল লাগবে। আমরা সাধারণত idm দিয়ে ডাউনলোড করি এর বেশি স্পিড এর জন্য। সাধারনত ব্রাউজার এর সাথে যে ডাউনলোডার থাকে তা আমাদের মেইন স্পীড এর চেয়ে অনেক কম স্পীডে ডাউনলোড করে। অনেক সময় এত কম স্পীডে ডাউনলোড করে যে, এটি বিরক্তিকর হয়ে দাড়ায়। তাই সাধারনত আমরা অন্য ডাউনলোডার ব্যবহার করি। কিন্তু আইডিএম দিয়ে ডাউনলোড করলে একটি সমস্যা খুবই কমন আর তা হল idm দিয়ে ডাউনলোডের সময় smoothly browsing করা যায় না, আর প্রতিটা পেজ অনেক সময় নিয়ে লোড হয়। এই সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে একটি টিপস দিব। তবে হ্যা আর এ জন্য আপনার IDM এ স্পীড লিমিটার অপশন থাকতে হবে। IDM 6.12 Beta ভার্সন ও এর পরের ভার্সন এ এই অপশনটি আছে। অন্য নিচের ভার্সনেও থাকতে পারে, কিন্তু আমি আপনাদের সেটা সঠিক জানাতে পারছি। কারোর যদি speed limiter option না থাকে তাহলে তারা 6.12 বা এর পরের version ডাউনলোড করে নিন - গুগল মামা আছে না। আইডিএম কারোর ৬.১২ ভার্সন দরকার হলে টেকটিউনস এ সার্চ দিলেই হবে। আর কারোর ডাউনলোড করতে সমস্যা হলে আমাকে কমেন্টএর মাধ্যমে জানাতে পারেন সেক্ষেত্রে আমি ডাউনলোডের লিংকটি দিয়ে দিব। আসুন তাহলে কিভাবে Browsing ও download একসাথে করবো তা ধাপে ধাপে দেখে নিই। প্রথমে আপনার কাঙ্খিত ডাউনলোডটি শুরু করুন। তারপর নিচের মত অপশন পাবেন, speed limiter এ ক্লিক করুন।

তারপর নিচের ছবিতে লক্ষ করুন। দেখুন আমার orginal download speed দেখা যাচ্ছে এবং এটা 128KBps.

নিচের ছবি অনুযায়ী use speed limiter এ টিক দিন, তারপর Maximun Download speed এর ঘরে একটা Value দিন আমি এখানে 100 দিয়েছি আর বাকি 28KBps browsing এর জন্য রেখেছি।

উপরের ছবিতে লক্ষ করুন আমার ডাউনলোড Limited ১০০কেবিপিএস হয়ে গিয়েছে। এই অবস্থায় আপনি smoothly ব্রাউজ করতে পারবেন। অনুরূপে কারোর যদি বাংলালায়ন অথবা কিউবি এর ৫১২ প্যাকেজ নেয়া থাকে সেক্ষেত্রে আপনারা speed limiter এর ঘরে 48KBps দিতে পারেন আর বাকি 16KBps browsing এর জন্য রাখতে পারেন। এভাবে আপনারা খুব সহজেই ডাউনলোডের সময়ও easily ব্রাউজিং করতে পারেন।

আজকের মত শেষ করছি।

Level 0

আমি iPagol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, কিন্তু আমি এ পদ্ধতিতেই বহু দিন হল ব্যবহার করছি।

আমার highest speed limit হয় মাত্র ১০-২০ kbps

Level 0

Thanks

    Level 0

    @sonjoy deb: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ

Level 2

অল্প স্পীড এ কাজ করবেনা। দেখাবে স্পীড লিমিটেড বাট টিক তুলে দিলে দেখা যাই আগের স্পীড একবারে টেনে নিচ্ছে।

    Level 0

    @eng_aual: আমার ধারনা অল্প স্পীডেও কাজ করবে কিন্তু স্পীড যদি প্রচুর পরিমাণে ওঠানামা করে সেক্ষেত্রে নাও হতে পারে। এজন্যই আমি বাংলালায়ন, কিউবি এদের কথা উল্লেখ করছি

আমার নেট স্পীড হলো ২৮KBps … এখন আমি কি রাখবো ? আর কি বা বাদ দিবো !!! হা হা হা

    Level 0

    @Hasan Rintu: ha ha ha….khube haser kotha..

    Level 0

    @Hasan Rintu: হাসান ভাই আপনি ডাউনলোডের জন্য ১৫ ও ব্রাউজিং এর জন্য ১৩ রাখতে পারেন।

windows 8 a idm chalate parsi na

error 0x80040154 cannot transfer file to idm

    Level 0

    @মোঃ রেজাউল করিম: vie windoes 8 ke edition details bolen..

      Level 0

      @Maruf CSE: আমি windowns 8 setup দেই নাই তবে এটুকু বলতে পারি IDM যে কোন লেটেস্ট version এ আপনি একই পদ্ধতিতে কাজ করতে পারবেন।

    Level 0

    @মোঃ রেজাউল করিম: পড়ার জন্য ধন্যবাদ তবে আপনার সেটআপ জনিত কোন সমস্যার সমাধান দিতে পারছি না বলে দুঃখিত

@মোঃ রেজাউল করিম, windows 8. 6.7 বেশ ভাল কাজ করে।
নতুন কয়েটা ভার্সন চালাতে ব্যর্থ হইছি।

@মোঃ রেজাউল করিম
amar same problem hoye cilo …tobe c cleaner diye registry clean korar por ar kuno problem hoy nai

Level 0

ধন্যবাদ আপনাকে। এতোদিন আমি ডাউনলোডের সময় ব্রাউজিং এ সমস্যায় পড়তাম। এখন……………

    Level 0

    @Udoy: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ

মজার টিপস ।। শেয়ার করার জন্য ধন্যবাদ ।।

VAI APNI KON NET USE KOREN ……….PLZ BOLEN……..

    Level 0

    @tore khaisi: ভাইয়া আমি বাংলালায়ন 1mbps এর লাইন ব্যবহার করি। তবে এই সিস্টেম আপনি ২৫৬কেবিএস লাইনেও ব্যবহার করতে পারবেন।