আপনি কি সার্চ ইঞ্জিন থেকে আর ও বেশি ভিসিট পেতে চান?
তাহলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
যখন আপনি গুগল এ কিছু সার্চ করেন গুগল হাজার হাজার রেজাল্ট আনে। তার মধ্যে কিছু সংখ্যক প্রথম পাতায় দেখায়। বেশির ভাগ ইউজারই প্রথম পাতার রেজাল্ট গুলোতে ক্লিক করে। অন্য পাতার রেজাল্ট গুলো তুলনামূলক কম ভিসিট পায়।
তাই আমরা সব সময় চেষ্টা করি আমাদের সাইটকে প্রথম পাতায় আনতে। প্রথম পাতায় আপনার সাইট আসা মানেই এই নয় যে আপনি অনেক ভিসিট পাবেন। আপনি যদি ভাল পরিমানের ভিসিট না পান তবে প্রথম পাতায় এসে লাভ কি?
সার্চ রেজাল্ট এ আপনার সাইট যদি দেখতে অন্য রেজাল্ট গুলো থেকে সুন্দর ও আকর্ষণীয় হয় তবে আপনার ভিসিত পাওয়ার সুযোগ বেরে জায়। উদাহরনস্বরূপ নিছের ছবিটি দেখতে পারেন। এখানে আমরা সার্চ করেছি "How to Choose a Good Domain Name for Your Blog" - এই কিওয়ার্ড এর জন্য।
এখানে প্রথম রেজাল্ট এ ক্লিক পরার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু ইউজার যখন ক্লিক করতে যাবে তখন নিচে যে রেজাল্ট এর সাথে Author এর ছবি রয়েছে সেটি ইউজার এর নজর কাড়বে। তাছাড়া Breadcrumbs থাকাতে এটিকে আরও সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। এই স্বকীয়তার কারণে অই রেজাল্ট এ ক্লিক পরার সম্ভাবনা বেড়ে যায়।
১। Google Authorship
আপনার সাইট এ আপনি যখন Google Authorship ভেরিফাই করবেন, সার্চ রেজাল্ট এ আপনার সাইট এর পাশে আপনার গুগল প্রোফাইল এর ছবিটি দেখাবে। এতে আপনার রেজাল্টটি দেখতে সুন্দর লাগে এবং ক্লিক পরার সম্ভাবনা বৃদ্ধি পায়।
২। Breadcrumbs
Breadcrumbs হচ্ছে ক্যাটাগরি নেভিগেশন। সার্চ রেজাল্ট এ সম্পূর্ণ ইউআরএল এর পরিবর্তে Breadcrumbs দেখালে রেজাল্টটি দেখতে সুন্দর লাগে। তাছাড়া এটি ইউজার কে আপনার ক্যাটাগরি এবং সাইট সম্পর্কে একটি ভালো আইডিয়া দেয়।
৩। সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি টাইটেল
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনার সাইট কিংবা পোস্ট এর টাইটেল যদি ইউজাররা দেখা মাত্র বুঝতে না পারে তবে তারা তা কখন ও ভিসিট করবে নাহ। তাই টাইটেল অবশ্যই আকর্ষণীয় হতে হবে। আকর্ষণীয় টাইটেল এর জন্য কিছু টিপস
৪। স্টার রেটিং
আপনি যদি অ্যাফিলিয়েট মারকেটার হন তবে আপনার উচিত অবশ্যই Google Rich snippet star rating ব্যাবহার করা। এতে আপনার রিভিউ সার্চ রেজাল্ট এ আকর্ষণীয় দেখায় এবং আপনার ভিসিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
স্টার রেটিং ব্যাবহার এর জন্য আপনি Author hReview প্লাগিন ব্যাবহার করতে পারেন। ( ওয়ার্ডপ্রেস ব্যাবহারকারীরা)
৫। গুগল সাইটলিঙ্কস
সাইটলিঙ্কস হচ্ছে ঐ লিঙ্ক গুলো যেগুলো প্রথম রেজাল্ট এর নিচে দেখা যায়। ডোমেইন নেইম এবং সার্চ টপিক কাছাকাছি হলে সাইটলিঙ্কস দেখা যায় রেজাল্ট এর সাথে।
গুগল অনুসারে, সাইটলিঙ্কসগুলো হয় অটোম্যাটেড। এবং তখনই দেখা যাবে যদি গুগল মনে করে যে সেগুলো ইউজারদের জন্য প্রয়োজনীয়।
আপনার করণীয়
আপনার সাইট সার্চ রেজাল্ট এ কেমন দেখায় টা জানতে Rich Snippet Tool এ যান। আপনার সাইট এর যেকোনো পেজ এর লিঙ্ক নিয়ে সেখানে চেক করুন। নিশ্চিত করুন উপরের বিষয়গুলো আপনার সাইট এর জন্য সার্চ রেজাল্ট এ আসে কিনা। ধন্যবাদ।
লেখাটি পূর্বে এই ব্লগ এ প্রকাশিত : RoadToBlogging.com
আমি ইশতিয়াক রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
josh hoy sa vhy.