ওয়ার্ডপ্রেসের সাইটগুলোতে ডুকলেই একটা ডায়লগ (WordPress 3.5) is available! এখনই আপগ্রেড করুন.) দেখতে দেখতে বিরক্ত ধরে গেছিল। শেষ প্রযন্ত বাধ্য হলাম আপডেট করতে। অটো আপডেট দিলাম নিলনা ম্যানুয়াল আপডেট দিলাম নিল।
আমিতো মহা খুশি। কিন্তু সমস্যাটা ঘটল যখন wp-admin দিয়ে লগইন করতে গেলাম। লগইন হচ্ছেনা। ডাটাবেজ আপডেট করতে বলে। ঠিক আছে তাও দিলাম কিন্তু উপরে wordpress লেখা এসে থেমে থাকে। কিছুতেই কিছু করতে পারছিলাম না।
এর পর শুরু হলে ইন্টারনেট সলভিং অভিযান। অনেক খোজাখুজি করার পর সমাধান খুজে পেলাম। আর কারো যাতে কষ্ট না হয় তাই সমাধানটা তুলে ধরলাম:
সিপ্যানেল লগইন করে পিএইচপিতে যান। সেখানে wp-option ক্লিক করুন । এখান থেকে db_version লেখা টেবিল খুজে বের করুন। কানারা খুজে না পেলে সার্চ অপশনটি ব্যাবহার করুন। চিত্রে দেখিয়ে দিলাম।
এর পর দেখুন option_value দেয়া আছে 21707 যা পরিবর্তন করে 22441 লিখে দিন। ব্যাস কাজ শেষ।
প্রক্রিয়াটা সহজ কিন্তু না জানলে বিপদ। ভাল থাকবেন সবাই।
পূর্বে প্রকাশিত >> worpress এর যে কোন সমস্যা সমাধানের জণ্য লিখুন আমার দায়িত্বে থাকা ব্লগে
আমি আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সাইট আমি অটোমেটিক আপডেট দিতে পেরেছি । কোনো সমস্যা হয়নি । তবে আমার সাইটে একটি সমস্যা আছে দয়া করে যদি এর সমাধান বলে দিতেন তাহতে উপকৃত হতাম । সমস্যাটা হলো আমার সাইটে ফিচার ইমেজ যোগ করলে সেটা হেডার ইমেজকে বদলিয়ে দেয় । এটা আমি কিভাবে সমাধান করবো । প্লিজ …..