আসসালামু আলাইকুম ,
প্রিয় টেকটিউনার ভাইয়েরা আসলে আমি একজন নতুন টিউনার । আগেই বলেই রাখি ভাইয়ারা আমার লেখায় কোন ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আমি আজকে যে বিষয় নিয়ে টিউন করব হয়ত আপনারা আগেই থেকে এ বিষয়ে জানতেন। যারা জানেন না তাদের জন্য আমার এই ছোট্ট টিউন।
যাক কাজের কথায় আসি ,
আমার এই টিপস টা শুধু উইন্ডোজ ৭ ব্যবহার কারিদের জন্য, উইন্ডোজ এইট ব্যবহার কারিরাও ট্রাই করে দেখতে পারেন।
বন্ধুরা আমরা অনেক সময় কম্পিউটারে কাজ করার সময় অনেক গুলো উইন্ডো একসাথে চালু করে রাখি এবং মিনিমাইজ করে রাখি টেক্স বারে। আবার কাজের সময় টেক্স বার থেকে মেক্সিমাজ করতে হয়। টেক্স বারে ভিবিন্ন ট্যাব থেকে একাজটি আমরা 3d বিউ দিয়ে করতে পারি। নিশ্চই হয়ত অনেকে বুঝেন নাই আমি কি বলতে চাচ্ছি । আপনি এই মুহুর্তে একটা কাজ করেন দেখি আপনার কি বোর্ড থেকে windows key+TAB কী চাপদেনত একসাথে। কি কেমন লাগছে ???
আচ্ছা আমি বলছি কেমন লাগছে । দেখেন আপনার ডেস্কটপে 3d ভাবে এই মুহুর্তে যত গুলো উইন্ডো অথবা এপ্লিকেশন চালু আছে সব গুলো দেখাচ্ছে ।
এবার এবার যে উইন্ডোতে আপনি কাজ করবেন মাউস দিয়ে সে উইন্ডর একটি ক্লীক করুন দেখুন ব্যপারটা কত মজার। তবে windows key এর সাথে ট্যাব কি যতক্ষণ চেপে ধরে রাখবেন দেখবেন উইন্ডো গুলো স্লাইড করতেছে।
জানিনা আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা । আসলে আমার কাছে 3d সিস্টেম টা খুব ভালো লাগে ।
আমি Shobuj Mia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks!