Windows 7 এর কিছু Killer টিপস!

( বিঃদ্রঃ সকলের অবগতির জন্য জানাচ্ছি, এই পদ্ধতিগুলো শুধুমাত্র Windows 7-এ প্রয়োগকৃত । অন্যান্য Windows-এর ক্ষেত্রে আপনারা নিজেরা চেষ্টা করে দেখতে পারেন )

পিসির 'শাটডাউন" হতে সময় বেশি লাগে?
পিসির শাটডাউন বা বন্ধ হতে সময় কমান, নিচের পদ্ধতি অনুসরন করুন-

ধাপ-১
প্রথমে "Start" মেনু থেকে "Run"-এ গিয়ে "regedit" লিখে এন্টার চাপুন ।

HKEY_LOCAL_MACHINE-গিয়ে SYSTEM-এ যান, এবার Current Control Set-এ হয়ে Control-এ যান ।

এবার ডানপাশ থেকে দেখুন "WaitToKillServiceTimeout" লেখা অপশনটি খুজে ডাবল ক্লিক করুন ।

এবার "Value data"-এর নিচের ডিজিটটি পরিবর্তন করে "1000" লিখে OK চাপুন ।

ধাপ-২
HKEY_LOCAL_MACHINE-গিয়ে SYSTEM-এ যান, এবার ControlSet001-এ গিয়ে Control-এ যান ।

এবার ডানপাশ থেকে দেখুন "WaitToKillServiceTimeout" লেখা অপশনটি খুজে ডাবল ক্লিক করুন ।

এবার "Value data"-এর নিচের ডিজিটটি পরিবর্তন করে "1000" লিখে OK চাপুন ।

ধাপ-৩
HKEY_LOCAL_MACHINE-গিয়ে SYSTEM-এ যান, এবার ControlSet002-এ গিয়ে Control-এ যান ।

এবার ডানপাশ থেকে দেখুন "WaitToKillServiceTimeout" লেখা অপশনটি খুজে ডাবল ক্লিক করুন ।
এবার "Value data"-এর নিচের ডিজিটটি পরিবর্তন করে "1000" লিখে OK চাপুন ।

ধাপ-৪
HKEY_CURRENT_USER-গিয়ে Control Panel-এ যান, এবার Mouse-এ যান ।

এবার ডানপাশ থেকে দেখুন "MouseHoverTime" লেখা অপশনটি খুজে ডাবল ক্লিক করুন ।

এবার "Value data"-এর নিচের ডিজিটটি পরিবর্তন করে "100" লিখে OK চাপুন ।

ধাপ-৫
HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlSet> Control-এ ডাবল ক্লিক করুন ।

এখন Session Manager-এ গিয়ে Memory Management-এ যান এবং  "ClearPageFileAtShutdown" লেখা অপশনটি খুজে ডাবল ক্লিক করুন ।

এবার "Value data"-এর নিচের ডিজিটটি পরিবর্তন করে শুন্য অর্থাৎ "0" লিখে OK চাপুন ।

ধাপ-৬
প্রথমে "Start" মেনুতে গিয়ে Control Panel>Administrative Tools-এ ডাবল ক্লিক করুন ।

আসা নতুন পেজের Local Security Policy-তে ডাবল ক্লিক করুন আরেকটি পেজ হাজির হবে ।

এবার Local Polices-এ ক্লিক করে Security Options-এ ক্লিক করুন, দেখবেন ডানপাশের দরজা খুলে গেছে ।

ডানপাশের অপশনগুলোতে "Shutdown: Clear virtual memory page file"-এ ডাবল ক্লিক করুন ।

যে

বক্সটি আসবে সেখানে "Local Security Setting" ট্যাবের "Disabled" / "Enabled" অপশন দুইটা থেকে Enabled অপশনে ক্লিক করে OK করুন ।

ধাপ-৭
প্রথমে ডেস্কটপের My Computer-এর উপর মাউসের ডানপাশের বাটন ক্লিক করে Properties হয়ে Advanced System Settings-এ যান ।

System Properties নামে একটি ডায়লগ বক্স আসবে ।

এই বক্সের Advanced-এ গিয়ে Performance-এর Settings বাটনে ক্লিক করুন ।

আরেকটি ডায়লগ বক্স আসবে, তার Advanced-এ গিয়ে Virtual Memory-এর Change বাটনে ক্লিক করুন । যে ডায়লগ বক্সটি আসবে তার "Automatically manage paging file size for all drives"-এর টিক চিহ্ন উঠিয়ে দিন ।

এবার নিচে ২য় "D" ড্রাইভ-এ ক্লিক করে আরো নিচে গিয়ে "System managed size" অপশনটি সিলেক্ট করে "Set" বাটন চাপুন ।

এবার পূর্বের প্রক্রিয়ায় আপনার মূল "C" ড্রাইভে ক্লিক করুন এবং নিচে গিয়ে "No paging file" অপশনটি সিলেক্ট করে "Set" বাটনে ক্লিক করে OK করুন ।

===========================================================

মেনুগুলো শো হতে দেরী করে ?
নিচের পদ্ধতি অনুসরণ করে দেখুন তো...
আবার সেই পূর্বের ন্যায় Registry Editor-এর কাজ, Start>Run>regedit>Enter চাপুন ।

HKEY_CURRENT_USER>Control Panel>Desktop-এ গিয়ে ডানপাশ থেকে দেখুন "MenuShowDelay" লেখা অপশনটি খুজে ডাবল ক্লিক করুন ।

এবার "Value data"-এর নিচের ডিজিটটি পরিবর্তন করে শুন্য অর্থাৎ "0" লিখে OK চাপুন ।

Registry Editor বন্ধ করুন ।

সর্বশেষে অর্থাৎ সব ধাপগুলো ঠিকঠাক ভাবে করে এবার পিসি "restart" করুন ।

================================================================
ধন্যবাদ...

Level 0

আমি Rising Bird। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এতে হাডডিস্কের প্রবলেম হতে পারে,আমার মনে হয় সিষ্টি-মিটিকিলি শাট-ডাউন হাওয়া টাই ভাল

    @paris2900: না দাদা নিশ্চিন্তে এটা ফলো করতে পারেন, আমার কাছে আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো শেয়ার একসাথে শেয়ার করলাম না । এই টিউনটি উদ্দেশ্য শুধুমাত্র আপনার পিসিকে কাষ্টোমাইজ করা কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ।
    ধন্যবাদ, ভাল থাকবেন…

      Level 0

      @Rising Bird: ইনফরমেশনের জন্য ধন্যবাদ………..

Level 2

অনেক কিছু শিখলাম, টিউনটি অনেক সুন্দর হইছে। সাজানো গোছানো, বিশেষ করে screen শটগুলো । ভাই screen শটগুলো কিভাবে কোন সফটওয়্যার এর মাধ্যমে নিছেন জানালে উপকৃত হতাম।

    @mahmudkoli: মাহমুদকলি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অনুপ্রেরনা দেয়ার জন্য । এটা আমার ৩ বছরের মধ্যে প্রথম টিউন । টিউনটি পোস্টটি করার সময় আমার ৪ ঘন্টা লেগেছে, তারপরেও ছবি আর লেখাগুলো আশপাশ হয়ে গেছে, এতে আমি দুঃখিত । আপনাদের সহযোগ পেলে আরো মূল্যবান কিছু দেয়ার প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ ।
    এখানে স্ক্রীনশটের জন্য আমি কোন সফটওয়্যার ব্যবহার করিনি, শুধুমাত্র পিসিতে থাকা Snipping Tool-এর সাহায্য নিয়েছি । ভাল থাকবেন…

Level 0

sundor tune hoece……………….vy amar new windows ta genuine korar kicu tips den……………

    @faruk06: ফারুক ভাই, এখন উইন্ডোজকে জেনুইন করতে এক্টিভেটর রয়েছে । আপনি কোন উইন্ডোজ ব্যবহার করছেন ? আমি কয়েকদিন আগে উইন্ডোজ ৮ ডাউনলোড করে চালিয়েছি কিন্তু উইন্ডোজটি নতুন এসেছে বিধায় অনেক সফটওয়্যার এটাতে সাপোর্ট করেনা, এক্ষেত্রে আমি বলব আরো কিছুদিন যাক তখন এটা ব্যবহার করতে পারেন ।
    ধন্যবাদ ভাই, ভাল থাকবেন…

      Level 2

      @Rising Bird: সহমত windows 7 ই বেস্ট। মন্তবের জন্য ধন্যবাদ। নতুন টিউনের অপেক্ষায় রইলাম।

ভাই প্রথমে আপনার এই মূল্যবান পোস্ট এর জন্য অনেক ধন্যবাদ ।

স্বাগতম ভাই, সত্য বলতে আপনাদের কমেন্ট বা মন্তব্য আসলে আমার উতসাহ যোগায়, আপনাদের ভাল লাগা মানে আরো নতুন কিছু উপহার দেয়া একই কথা আমার কাছে । ভাল থাকবেন…