ইন্টারনেট থেকে বিনামূল্যে এসএমএস করা যায় এমন সাইট আছে বেশ কিছূ। এর মধ্যে নটিফুর মাধ্যমে খুবই সহজে ইচ্ছামত এসএমএস পাঠানো যায়। প্রথমে http://widget.notifu.com/message/web সাইটটিতে গিয়ে রেজিষ্ট্রেশন করুন। রেজিষ্ট্রেশন হয়ে গেলে আপনি লগইন অবস্থায় থাকবেন। এবার Send New Message বাটনে ক্লিক করুন তাহলে Send New Message পেজ আসবে। এখন যে নম্বরে এসএমএস করতে চান সেটি যুক্ত করতে To: এর ডান পাশের তীর চিহ্নের উপরে ক্লিক করলে Edit Contact পেজ আসবে। এখানে Name: অংশে নাম প্রপকের নাম, Delivery: অংশে SMS নির্বাচন করে নিচের SMS Number: অংশে (+) সাইনসহ মোবাইল নম্বর লিখুন এবং Save বাটনে ক্লিক করলে Send New Message পেজে ফিরে আসবে এবং সেভ হবে। এভাবে আপনি আরো নম্বর যুক্ত করতে পাবেন একসাথে একই এসএমএস পাঠানোর জন্য। এবার From: অংশে আপনার নাম এবং বডিতে এসএমএস এর বিষয় লিখুন। অবশেষে Send বাটনে ক্লিক করলে কাঙ্খিত নম্বরে এসএমএস চলে যাবে এবং হোম পেজে ফিরে আসবে। আপনি চাইলে সেন্ড করা এসএমএস Views Message থেকে দেখতে পারেন এবং Manage Contacts থেকে সেভ করা নম্বর দেখতে বা পরিবর্তণ করতে পারবেন। এছাড়াও এখান থেকে মেইল এবং বিভিন্ন ম্যাসেঞ্জারে ইনস্ট্যান্ট ম্যাসেজ পাঠাতে পারবেন।
চিত্র ১)
চিত্র ২)
চিত্র ৩)
চিত্র ৪)
চিত্র ৫)
আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
+88-0155-2333272
আমি সিটিসেলে চেষ্টা করেছি, যায় নাই। তাহলে মনে হয় শুধুমাত্র গ্রামীন ফোনে যাবে। আর একটা কথা, ঐ সাইটে নিজস্ব মোবাইল নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশনের পর তা ভেরিফিকেশনের কোন ব্যবস্থা নেই। যে কেউ ইচ্ছা করলে যে কোন নাম্বারে রেজিস্ট্রেশন করতে পারবে, এটা কেমন হল?
আমার সাথে কী আপনারা সবাই একমত?
I tried several times by registering on this sight but unable to send any sms to GP network. Still I didn’t try other network. Dont know whats the prob. If anyone know it well then plz share it. Thanks
I use a webiste that gives the opportunity to send 15 sms per day.
No credit card. Full free.
http://www.ezxez.com/
try out now!!!!!!!!!!!!!!!!!!!11
ধন্যবাদ ভাই ।