আসসালামু আলাইকুম । আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা । ইতিপূর্বে আপনার কম্পিউটার-এ কিভাবে ইউটিউব এ ভিডিও দেখবেন সে বিষয়ে অনেক আলোচনা হয়েছে, আপনারা এমন পোস্ট দেখতে দেখতে নিশ্চই ইতিমধ্যে বিরক্ত ও হয়েছেন। ধুর, একই জিনিস বারবার । যাইহোক তাতে কেউ কেউ সফল হয়েছেন আবার কেউ হননি, আমি আজ ইউটিউব এ ভিডিও দেখার জন্য যত গুলো পথ আছে তার সব গুলি বর্ণনা করব। কোননা কোনো পথ ব্যবহারের মাধ্যমে আপনি সফল হবেন নিশ্চিত । তাহলে শুরু করা যাক...
টিপস ১। প্রথমে এ লিঙ্কে ক্লিক করুন
টিপস ২। প্রথম লিঙ্কে কাজ না হলে এবার এ লিঙ্কে ক্লিক করুন
টিপস ৩। তাতেও কাজ না হলে এ ফাইলটি ডাউনলোড করে আনজিপ করুন, তারপর hosts ফাইলটি কপি করে C:\Windows\System32\drivers\etc এ ঠিকানায় গিয়ে পেস্ট করুন, তারপর আবার এ লিঙ্কে ক্লিক করুন ।
টিপস ৪। তাতেও যদি কাজ না হয় তবে এ লিঙ্কে ক্লিক করে সাইটটি ওপেন করুন, সেখানে http://www.youtube.com লিখে Enter এ ক্লিক করুন ।
টিপস ৫। কি বলেন? ইউটিউব এখনো খোলেনি??? তাহলে এ লিঙ্কে যান
টিপস ৬। খুলেছে? না খুললে আবার এ লিঙ্কে যান youtube.com লিখে Surf Now তে ক্লিক করুন ।
টিপস ৭। আরো টিপস পাবেন এখানে ।
ধুর, তবুও খোলেনি, বাবুরে আই ভাগী, এবার আর কোনো কিছু করনের নাই।
আপনার কম্পিউটার নষ্ট, ইন্টারনেট লাইন এ সমস্যা। নয়তো অন্য কোনো সমস্যা ।
একটু মজা করলাম, কিছু মনে করবেননা । আশা করি যেকোনো একটা টিপস এ আপনার কাজ হয়েছে। এভাবে চেষ্টা করে দেখুনআর না পারলে আমিতো আছিই । ম্যাসেজ এ সমস্যা পাঠাতে আমার ব্লগ এবং আমার ফেসবুকও থাকছে । সবশেষে বিজয়ের মাসে আমাদের সকলের প্রত্যাশার বিজয় ঘটবে, Youtube সর্বসাধারণ এর নিকট ওপেন হয়ে যাবে । আর কোনো টিপস প্রয়োগ করে ওপেন করতে হবে না, মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি এ আহবান রেখে আজকের মত এখানেই শেষ করছি । সবাইকে ধন্যবাদ । সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
Youtube to open hoi but video dekha jay na, download o hoi na!!! 🙁 🙁 🙁