বিসমিল্লাহির রাহমানির রাহিম .................. আস-সালামুআলাইকুম । কেমন আছেন সবাই । এটি আমার ২য় টিউন আমি আমার ১ম টিউনটি করি এই বছরের আগস্ট মাসে কিন্তু হয়তো কোন এক কারনে টিউনটি ১৫০ বার ভিজিট ও ২ টি ফেভারিট / প্রিয় টিউনে যুক্ত হওয়ার পরেও কোন কমেন্ট পড়েনি । যাই হোক আজকে আমি গ্যালাক্সি এস ২ তে অ্যান্ডয়েডের সর্বশেষ সংস্করণ জেলী বিন ৪.১.২ ভার্সন করা নিয়ে টিউন করছি । তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই ।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ :- এই টিউটোরিয়াল এর দ্বারা আপনার ফোনের কোন প্রকার ক্ষতি হলে আমি দায়ী থাকব না ।
১। প্রথমে আপনার বর্তমান রমটিকে ব্যাকআপ নিয়ে রাখুন আপনার ফোনের এক্সটারনাল মেমোরিতে বা পিসিতে । ব্যাকআপ নিতে হলে CWM থাকা জরুরী না হলে ব্যাকআপ নিতে পারবেন না । যদি আপনার CWM না থাকে তাহলে এই লিঙ্ক থেকে ZIP ফাইলটি ডাউনলোড করে আপনার ফোনের রুট ডিরেক্টরিতে কপি-পেস্ট করুন মানে কোন ফোল্ডারে রাখবেন না সরাসরি zip ফাইল টা রাখবেন । এখন আপনার ফোনের রিকভারি মেন্যুতে গিয়ে zip ইন্সটল এ ক্লীক করুন তারপর ইন্সটল হয়ে গেলে আপনি ১টা টেম্পোরারি CWM রিকভারি মেন্যু পাবেন সেইখান থেকে আপনার বর্তমান রমটি ব্যাকআপ করে রাখুন । ফলে কোন প্রকার সমস্যা হলে আপনি রিস্টোর করে নিতে পারবেন ।
২। এই লিঙ্ক থেকে রমটি ডাউনলোড করে নিন । মজার বিষয় হল রমটি কোন কাস্টম রম না এটি গ্যালাক্সি এস ২ এর জন্য তৈরি স্যামসাং এর লীকড অফিসিয়াল রম ।
৩। এখন আপনার ফোনটি ডাউনলোড মুডে অন করুন ডাউনলোড মুডে অন করতে আপনার ফোনটি প্রথমে অফ করুন এখন ফোনের পাওয়ার , হোম এবং ভলিউম ডাউন বাটন একসাথে টিপে ( PRESS ) ধরুন ডাউনলোড মুডে প্রবেশ করার জন্য একটি ওয়ার্নিং পেজ আসবে ঐখানে ভলিউম আপ বাটন প্রেস করে কণ্টিনিউ করে মুল ডাউনলোড মুডে প্রবেশ করুন ।
৪। এখন জিপ ( ZIP ) ফাইলটি এক্সট্র্যাক্ট করে ১টা ফোল্ডার পাবেন ঐ ফোল্ডারে Odin3_v3.04 নামে আরেকটা ফোল্ডার পাবেন এখন ওডীন সফটওয়্যারটি অন করে আপনার ফোন ডাউনলোড মুডে USB দ্বারা কানেক্ট করুন সঠিক ভাবে কানেক্ট হলে ওডীনে ID:COM এর ১ টি পোর্ট হলুদ রঙের হয়ে যাবে ।
৫। এখন লাল চিহ্নিত অংশ গুলো ঠিক আছে কিনা মানে যেভাবে স্ক্রীণশটে দেয়া আছে সেইভাবে দেয়া আছে কিনা দেখে নিন । না থাকলে করে নিন ।
৬। এখন ওডীনের PDA ট্যাবে ক্লীক করে ডাউনলোড কৃত ফোল্ডার থেকে CODE_I9100XXLSJ.tar ফাইলটি সিলেক্ট করুন এইভাবে PHONE এবং CSC ট্যাবের জন্য যথাক্রমে MODEM_I9100XXLS6.tar এবং CSC_HOME_OXX_I9100OXXLS1.tar ফাইল দুটো সিলেক্ট করুন ।
৭। এখন সব ঠিক আছে কিনা দেখে বিসমিল্লাহ্ বলে START বাটনে ক্লিক করুন । ফ্লাশিং প্রসেস শুরু হয়ে যাবে । প্রসেসটি ওডীনের বড় শাদা বক্সটায় দেখতে পাবেন । ফ্ল্যাশ হয়ে গেলে শাদা বক্সে পাস ( PASS ) লিখা দেখবেন । কিন্তু আপনার ফোন রিবুট হয়ে হোম স্ক্রিন না আসা পর্যন্ত ফোন ডিসকানেক্ট করবেন না । প্রথম বার রিবুট হতে সময় লাগবে তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন ।
৮। রিবুট হয়ে গেলে / হোম স্ক্রিন শো করলে আপনি আপনার মতো সেটিং করে নিন ।
৯। হয়ে গেল আপনার গ্যালাক্সি এস২ জেলীবীনে আপগ্রেড ।
রুটিং :-
যারা রুট করতে চান তারা এই লিঙ্ক থেকে CWM RECOVERY টি ডাউনলোড করে নিন PASSWORD :- KNM । তারপর রিকভারি মেন্যুতে গিয়ে জিপ ( ZIP ) ফাইলটি ইন্সটল করে নিন । এখন আপনার জেলীবীণ ফার্মওয়্যার রুট হয়ে গেছে ।
এতক্ষণ কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । যতটা পেরেছি সহজ করে লিখার চেষ্টা করেছি , তবুও কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানান । সাহায্য করার সর্বাত্মক চেষ্টা করবো ।
আমি করিমমাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, আপনার টিউনের জন্য ধন্যবাদ। যেহেতু এই প্রসেস ব্যবহার করতে গিয়ে আপনার ফোন ব্রিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেহেতু আমি মনে করি আরো কিছুদিন এর জন্য অপেক্ষা করা। যতদূর দেখলাম, সম্ভবত আগামী মাসে জেলীবিন এস২ এর জন্য রিলিজ করা হবে।