ধরুন, আপনি ওয়ার্ডপ্রেসে একটি ব্লগ বানিয়েছেন; সেখানে অনেকে লিখছেন। আপনি চাচ্ছেন, যেন কেউ একটা পোস্টের জন্যে একাধিক বিভাগ নির্বাচন করতে না পারে।
এই কাজের জন্যে একটা প্লাগিন আছে, যেটা একাধিক বিভাগ সিলেক্ট করে পোস্ট পাবলিশ করতে গেলে মেসেজ দিয়ে জানিয়ে দেয় যে একটার বেশি বিভাগ সিলেক্ট করা যাবে না। কিন্তু এটা কি যথেষ্ট? এমন যদি হয় যে, কেউ একটার বেশি বিভাগ সিলেক্ট করতেই পারবে না! তাহলে ভালো হয় না?
একাধিক অপশন থেকে সিলেক্ট করার জন্যে HTML-এ input type হিসেবে checkbox এবং radio-এর ব্যবহার আপনি জানেন। checkbox থাকলে, আপনি একটা কিংবা একাধিক অপশন সিলেক্ট করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরি লিস্ট দেওয়া আছে checkbox হিসেবে। আমরা এটাকে radio-তে রুপান্তর করবো।
এ জন্যে আপনার থিমের functions.php ফাইলে <?php এবং ?> অংশের মধ্যে নিচের কোডটুকু যুক্ত করে দিন।
if (strstr($_SERVER['REQUEST_URI'], 'wp-admin/post-new.php')) { ob_start('one_category_only'); } function one_category_only($content) { $content = str_replace('type="checkbox" ', 'type="radio" ', $content); return $content; }
এখন নতুন একটা পোস্ট লিখতে গিয়ে দেখুন, একটার বেশি বিভাগ সিলেক্ট করতে পারছেন না!
আমি নাজমুল আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
kivabe user-k wordpress blog-e directly image upload kora restricted korbo.