ফরেক্স স্ট্রাটেজী “Happy Couple” নতুন ট্রেডারদের জন্য

ফরেক্স ট্রেড এ স্ট্রেটেজীর শেষ নেই। কোন স্ট্রেটেজীই আপনাকে ১০০% সাফল্য এনে দিতে পারবে না। তারপরও কিছু সহজ স্ট্রেটেজী শেয়ার করব যাতে নতুন ফরেক্স ট্রেডাররা সহজেই কিছু প্রফিটের দেখা পেতে পারে।

আমি সাধারণত Long Term ট্রেড করি। আজ সেরকমই একটা স্ট্রেটেজী শেয়ার করছি।

  • সর্বপ্রথম ১ঘন্টার টাইমফ্রেমের চার্ট নিন যেকোন পেয়ারের। আমি EURUSD নিয়েছি।
  • এরপর Fisher11.mq4 ইন্ডিকেটরটি সেটআপ করে নিন (C: Program file --> আপনার ব্রোকার এর ফোল্ডার --> Expert --> Indicators).
  • এরপর টেম্পলেট টি সেভ করুন (C: Program file --> আপনার ব্রোকার এর ফোল্ডার --> Tamplates).
  • একটা রেডিমেট টেম্পলেট তৈরি করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য।
  • ইন্ডিকেটর+রেডি করা টেম্পলেট ডাউনলোড করে নিন এখান থেকে।
  • নিচের চার্ট বড় করে দেখার জন্য চার্ট এর উপর ক্লিক করুন।

Fisher11 যখন শূন্য লাইন এ থাকবে তখনই মার্কেট থেকে আপনি সিগনাল পাবেন বাই অথবা সেল এর। Fisher11 যখন জিরো লাইন থেকে উপরের দিকে সবুজ চিহ্ন দেওয়া শুরু করবে তখন মার্কেট আপট্রেন্ড অর্থাৎ বাই এ যাবার সম্ভবনা বেশি থাকবে। অপরদিকে Fisher11 যখন লাল চিহ্ন দেওয়া শুরু করবে তখন মার্কেট ডাউন অর্থাৎ সেল এর দিকে যাবার সম্ভবনা বেশি থাকবে।

Buy করবেন তখন যখন:

ধাপ- ১: LED Fisher11 (55) যখন নীচে থেকে ক্রস করবে তখন আমাদের ইন্ডিকেটর Parabolic (0.02,0.2) খেয়াল করবেন Buy এর সিগনালই প্রদান করেছে। চলতি ঘন্টার ক্যান্ডেল ক্লোজ হবার পর পরই আপনি একটি Buy ট্রেড অপেন করতে পারেন। যতক্ষণ Fisher11 সবুজ চিহ্ন প্রদান করবে ততক্ষন Sell দিবেন না। তখন Sell এর সিগনাল পেলে পূর্ববর্তী Buy ট্রেড ক্লোজ করে দিবেন। নিচের চিত্র লক্ষ্য করুন:

লক্ষ করুন। Parabolic ইন্ডিকেটর এক ঘন্টার ক্যান্ডেল এ সিগনাল প্রদান করেছে এবং Fisher11 নীচে থেকে উপরের দিকে ক্রস করেছে। যদি Parabolic আবার ডাউন সিগনাল দেয় তখন আপনার পূর্বের ট্রেডটি ক্লোজ করে দিবেন। আবার যখন Parabolic আপ এর সিগনাল দেবে এবং Fisher11 যদি জিরো লাইনের উপরে সবুজ চিহ্নে থাকে তাহলে আবার একটা Buy ট্রেড নিতে পারেন।

Sell করবেন তখন যখন:

ধাপ- ২: ঠিক একইভাবে Fisher11 যদি জিরো লাইনের নীচে আসে এবং লাল রংয়ের সিগনাল প্রদান করে তাহলে তখন Sell ট্রেড খুলতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি কেনা Buy ট্রেড খোলা থাকে তাহলে সেগুলো অতিশীঘ্র ক্লোজ করে নিবেন। নিচের চিত্রটি লক্ষ করুন:

এখন ঠিক Buy সিগনালের উল্টো নিয়ম LED Fisher11 (55) যখন উপর থেকে নীচের দিকে ক্রস করবে। তখন আমাদের ইন্ডিকেটর Parabolic (0.02,0.2) খেয়াল করবেন Sell এর সিগনালই প্রদান করেছে। পরবর্তী ঘন্টার ক্যান্ডেল ক্লোজ হবার পর পরই আপনি একটি Sell ট্রেড অপেন করতে পারেন। যতক্ষণ Fisher11 লালচিহ্ন প্রদান করবে ততক্ষন কোন  Buy দিবেন না। তখন Buy এর সিগনাল পেলে পূর্ববর্তী Sell ট্রেড ক্লোজ করে দিবেন।

ঠিক একইভাবে Fisher11 যদি জিরো লাইনের  উপরে চলে যায় এবং সবুজ চিহ্ন দেখানো আরম্ভ করে তখন আবার স্টেপ নাম্বার ১ এ চলে যাবেন। তারমানে Buy ট্রেড শুরু করবেন।

এক্ষেত্রে টেক প্রফিট স্টপ লস বসানোর খুব একটা প্রয়োজন নেই। কারন আপনি Parabolic ইন্ডিকেটর এর সিগনাল নিয়ে ট্রেড অপেন এবং ক্লোজ করবেন। তারপরও যদি স্টপ লস টেক প্রফিট বসাতে চান তাহলে সেটা আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী বসিয়ে নিবেন।

আশা করি ষ্ট্রাটেজিটা ভাল লাগবে। আপনারা ঠিক এই ষ্ট্রেটেজি আপনাদের সুবিধামত পরিবর্তন, পরিবর্ধন করে নিতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনায় বিদায়। Happy Trading…  🙂

সর্বপ্রথম প্রকাশিত এই সাইটে।

Level 2

আমি নাজমুল হাসান। Country Head, Harpstring Investment, Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো ।আরও চাই ।

হুম ভালো হয়েছে, চালিয়ে যান। http://www.bdforexpro.com তে লিখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ ।

    Level 2

    @M. Hafiz Joy: হুমম। ধন্যবাদ দাওয়াতের জন্য। অবশ্যই লিখব। কিন্তু সাইটটা অনেক স্লো মনে হচ্ছে 🙁 loading এ টাইম নিচ্ছে।

Level 0

@lanju vai bujhte ektu somossa holo aro ektu bistarito bola dorkar silo jay hok tune ta kajer thanks ar parle vai amare add dien skype te djmahbub taile bistarito jante parbo 😛

Level 2

@djjmahbub: আমি Skype খুব একটা ব্যবহার করি না। আপনি আমাকে Gtalk এ এড করতে পারেন [email protected]. মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Forex pro secret system সফটি দিতে পারবেন ?
খুবই প্রয়োজন ।

Level 0

grat brother. ilike it. can you give me your fb profile link?

লাঞ্জু ভাই,

আপনার এই সিস্টেমটা অনেক জায়গায় সার্চ করে দেখেছি। প্রায় সব জায়গায় এই সিস্টেমটা H1 টাইমফ্রেমে ব্যাবহার করা হয়েছে। কিন্তু 1H টাইমফ্রেমে ব্যাবহার করা আমার পক্ষে অসুবিধাজনক। এই সিস্টেমটা কি আমি D1 টাইমফ্রেমে ব্যাবহার করতে পারব ? পারলে কি নিয়ম মেনে চলতে হবে ??