এবার নিদিষ্ট সময় পরপর চেঞ্জ হবে আপনার ডেস্কটপ ওয়ালপেপার !!! (আপডেট)

আজ আমি আপনাদের একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব। সফটওয়্যারটির নাম হল Automatic Wallpaper Changer।

এর সাহায্যে আপনি আপনার ডেস্কটপ ওয়ালপেপার কিছুক্ষন পরপর অটোমেটিক চেঞ্জ করতে পারবেন।

তো চলুন দেখি এটা কিভাবে কাজ করেঃ

০১। প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করে রান করুন।
০২। এবার Add বাটনে ক্লীক করুন। তারপর যে ফোল্ডারের ভেতর আপনার ওয়ালপেপারগুলো আছে সেটি সিলেক্ট করে OK করুন।

(এর জন্য আপনি আপনার পছন্দমত ওয়ালপেপারর ফাইলগুলো একটি ফোল্ডারের ভেতরে নিন)

এবার নিদিষ্ট সময় পরপর চেঞ্জ হবে আপনার ডেস্কটপ ওয়ালপেপার

আপনি চাইলে একটি একটি ফাইল সিলেক্ট করতে পারেন। এজন্য View তে গিয়ে By file সিলেক্ট করুন।

তারপর Add বাটনে ক্লীক করে ফাইলগুলো সিলেক্ট করুন।

এবার নিদিষ্ট সময় পরপর চেঞ্জ হবে আপনার ডেস্কটপ ওয়ালপেপার

০৩। টাইম ডিফল্ট হিসাবে ১৫ মিনিট দেয়া থাকে। আপনি চেঞ্জ করে দিতে পারেন।

আপনি ১০ সেকেন্ড দিতে পারেন এভাবে 00:00:10।

এবার নিদিষ্ট সময় পরপর চেঞ্জ হবে আপনার ডেস্কটপ ওয়ালপেপার

০৪। এবার Save বাটনে ক্লীক করে Restart বাটনে ক্লীক করুন।

এবার নিদিষ্ট সময় পরপর চেঞ্জ হবে আপনার ডেস্কটপ ওয়ালপেপার

০৫। যাদের ওয়াইড স্ক্রীন মনিটর তারা Preference বাটনে ক্লীক করে Image Processing ট্যাবের Stretching এর অধীনে

Full Screen রেডিও বাটনটি সিলেক্ট করে Ok করুন।

এবার নিদিষ্ট সময় পরপর চেঞ্জ হবে আপনার ডেস্কটপ ওয়ালপেপার

এর পর Minimize বাটনে ক্লীক করুন। দেখবেন AWC (Automatic Wallpaper Changer) taskbar এ চলে গেছে এবং

আপনার ব্যাকগ্রাউন্ড ১০ সেকেন্ড পরপর চেঞ্জ হচ্ছে।

এবার নিদিষ্ট সময় পরপর চেঞ্জ হবে আপনার ডেস্কটপ ওয়ালপেপার

সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে

ওয়ালপেপার চেঞ্জ নিয়ে একজন টিউন করেছিলেন কিন্তু সেই সফটওয়্যারটি ডাউনলোডে সমস্যা আছে। তাই আমার এ টিউন করা। তাছাড়া এই সফটওয়্যারটি অনেক ফিচার সমৃদ্ধ।

সমস্যা হলে বা ভাল লাগলে মন্তব্য করবেন।

ফ্রি মুভি, গেমস্, গান, ইবুক, ওয়ালপেপার, সফটওয়্যারসহ আরো অনেক কিছু ডাউনলোড করুন এখান থেকে

সাহায্য চাইঃ রেফ দিতে পারছি না অভ্রতে। বিজয়ে তো Shift+A। কিন্তু অভ্রতে কি??

সবাইকে ধন্যবাদ।।

Level 0

আমি সোলাইমান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আজ আমি জীবনের এক মহাকালের দারপ্রান্তে দাড়িয়ে। যেখানে আছে শুধু অজানাকে জানার নেশা। ফ্রি রিজুম সাপোর্ট সহ মুভি ডাউনলোড করতে পারেন www.mybd24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হীরা ভাই, দারুন একটা সফটওয়্যার উপহার দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
{ অভ্রতে রেফ দিতে হলে Shift+Aই চাপতে হয় তবে কারসর বর্ণের পূর্বে এনে Shift+A চাপতে হবে অর্থাৎ যে বর্ণে রেফ দিবেন তার পূর্বে কারসর এনে Shift+A দিবেন। বর্ণের সাথে আ-কার, এ-কার প্রভৃতি দেওয়ার দরকার হলে আগে দিবেন তারপর কারসর বর্ণের পূর্বে এনে Shift+A চাপতে হবে}

    Level 0

    রহুল ভাইয়া আপনাকে অনেক দিন টিউন করতে দেখি। আপনাকে আমার খুব ভাল লাগে। তাই আমি আপনার সাথে কথা বলতে চাই। যদি একবার কথা বলেন খুব ভাল লাগবে আমার। কথা ১০৭১৩ ০৭৭৮৬৫ ( মিস কল দিলই চলবে)

    টেক টিউনস এ হচ্ছে। কিন্তু MS Word এ হচ্ছে না।

সুন্দর টিউন।
রেফ দিতে অভ্রতে দুইবার rr চাপতে হবে।
ধন্যবাদ।

Level 0

হিরা ভাই আপনি যে ভাবে বিজয়ে রেফ দেন ঠিক তেমনি অভ্রতেও । যেমন Shift+A। কর্ম ধর্ম মর্ম বর্ম

sripon ভাই, আমি আপনাকে কল করবো (ইনশা-আল্লাহ)। তবে আপাতত আপনার আইডিটি দিবেন কি?
([email protected])

হীরা ভাই, বলেন কি! আমিতো এমএস-ওয়ার্ডে টিউন লিখে তারপর প্রকাশ করি। আমারতো ঠিক মতোই হচ্ছে। আচ্ছা আপনি অভ্রতে Bijoy ব্যবহার করে দেখেনতো। http://www.mediafire.com/?mguw4vfywjm এইটা ইনস্টল করলে বিজয়-এ লিখা যায়।
(ধন্যবাদ)

    এবার হইছে। ধন্যবাদ আপনাকে।

সফটওয়্যারটি খুবই মজার

Level 0

জজজজজমমমমমমমমমমকককককক

    Level 0

    Registration করতে পারছি না । কিভাবে RegFile.reg use করতে হW । Please জানাবেন….

      Level 0

      হমমম….link ত হট ফাইলের
      @আলম…..4shared এ সার্চ করেন অনেক লিঙ্ক পাবেন,