আজ আমি আপনাদের একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব। সফটওয়্যারটির নাম হল Automatic Wallpaper Changer।
এর সাহায্যে আপনি আপনার ডেস্কটপ ওয়ালপেপার কিছুক্ষন পরপর অটোমেটিক চেঞ্জ করতে পারবেন।
তো চলুন দেখি এটা কিভাবে কাজ করেঃ
০১। প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করে রান করুন।
০২। এবার Add বাটনে ক্লীক করুন। তারপর যে ফোল্ডারের ভেতর আপনার ওয়ালপেপারগুলো আছে সেটি সিলেক্ট করে OK করুন।
(এর জন্য আপনি আপনার পছন্দমত ওয়ালপেপারর ফাইলগুলো একটি ফোল্ডারের ভেতরে নিন)
আপনি চাইলে একটি একটি ফাইল সিলেক্ট করতে পারেন। এজন্য View তে গিয়ে By file সিলেক্ট করুন।
তারপর Add বাটনে ক্লীক করে ফাইলগুলো সিলেক্ট করুন।
০৩। টাইম ডিফল্ট হিসাবে ১৫ মিনিট দেয়া থাকে। আপনি চেঞ্জ করে দিতে পারেন।
আপনি ১০ সেকেন্ড দিতে পারেন এভাবে 00:00:10।
০৪। এবার Save বাটনে ক্লীক করে Restart বাটনে ক্লীক করুন।
০৫। যাদের ওয়াইড স্ক্রীন মনিটর তারা Preference বাটনে ক্লীক করে Image Processing ট্যাবের Stretching এর অধীনে
Full Screen রেডিও বাটনটি সিলেক্ট করে Ok করুন।
এর পর Minimize বাটনে ক্লীক করুন। দেখবেন AWC (Automatic Wallpaper Changer) taskbar এ চলে গেছে এবং
আপনার ব্যাকগ্রাউন্ড ১০ সেকেন্ড পরপর চেঞ্জ হচ্ছে।
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে
ওয়ালপেপার চেঞ্জ নিয়ে একজন টিউন করেছিলেন কিন্তু সেই সফটওয়্যারটি ডাউনলোডে সমস্যা আছে। তাই আমার এ টিউন করা। তাছাড়া এই সফটওয়্যারটি অনেক ফিচার সমৃদ্ধ।
সমস্যা হলে বা ভাল লাগলে মন্তব্য করবেন।
ফ্রি মুভি, গেমস্, গান, ইবুক, ওয়ালপেপার, সফটওয়্যারসহ আরো অনেক কিছু ডাউনলোড করুন এখান থেকে
সাহায্য চাইঃ রেফ দিতে পারছি না অভ্রতে। বিজয়ে তো Shift+A। কিন্তু অভ্রতে কি??
সবাইকে ধন্যবাদ।।
আমি সোলাইমান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আজ আমি জীবনের এক মহাকালের দারপ্রান্তে দাড়িয়ে। যেখানে আছে শুধু অজানাকে জানার নেশা। ফ্রি রিজুম সাপোর্ট সহ মুভি ডাউনলোড করতে পারেন www.mybd24.com
Thnx