আমরা বর্তমানে অনেকেই বাংলালিংক সিম ইউজ করি । কারন ,তাদের কথার সত্যতা আছে এবং যা বলে ঠিক সমপরিমাণ টাকা কাটে। যদি এমন হয় যে আপনি বাংলালিঙ্ক থেকে বাংলালিঙ্ক এ ফ্রী S.M.S পাঠাইতে পারতেসেন , বিষয়টা ভালই লাগে। হাহাহা 😀 চলেন মিশন শুরু করি ___
বাংলালিংক সিমে ৫.৭৫ টাকায় প্রতিদিন ৫০০ এস এম এস ক্রয়ের নিয়মটা সকলেই জানেন। তাহলে চলুন । আর দেরী না করে ট্রিকস্ শিখে নিই ।
যা যা লাগবেঃ
১। একটি বাংলালিংক সিম ।
২। সিমে ব্যালেন্স থাকতে হবে কমপক্ষে ৫.৭৫ টাকা । তবে ৭ টাকার বেশি হলে হবে না । অর্থাৎ আপনার ব্যালেন্স থাকতে হবে ৫.৭৫ থেকে ৭ টাকার মধ্যে ।
৩। নোকিয়ার একটি Simple মোবাইল । যেমনঃ ১২০২,১২০৮,১২০৯, ১১০০,১২০০,১১১০ ইত্যাদি হলে ভাল হয় । তবে চায়না ফোনে হবে না ।
৪। অন্য আরেকটি মোবাইল (যেকোনো মডেল ও যেকোনো অপারেটর হলে চলবে) ।
কার্যপদ্ধতিঃ
১। প্রথমে আপনার বাংলালিংক ফোন থেকে আপনার পাশে থাকা অন্য একটি মোবাইল নাম্বারে ১ টা কল দেন
২। কল টা রিসিভ করবেন না ।
৩। কল টা ঢুকার সাথে সাথে চাপুন*132*1# এবং পরে Reply এ 1প্রেস করে Ok চাপুন ।
৪। Request not completed দেখাবে ।
৫। এখন কল টা কেটে দিন অথবা Ring শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
৬। এবার*124# ডায়াল করে আপনার ব্যালেন্স দেখুন । (দেখবেন অপরিবর্তিত আছে)।
৭। এখন*124*2# ডায়াল করে আপনার ফ্রী এস এমএস এর ব্যালেন্স দেখে নিন । এভাবে যত খুশী ততবার এস এম এস কিনুন একদম ফ্রীতে ।
বিঃ দ্রঃ ৩০ সেকেন্ড এর ভেতর পুরো কাজ শেষ করতে হবে।
আরও নতুন নতুন ট্রিক্স এর সাথে পরিচিতি পেতে যুক্ত হতে পারেন আমার সাথে ফেসবুক এ!
ধন্যবাদ জানাচ্ছি পোস্ট টি পড়ার জন্য! 😀
আমি নেক্সোপিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনটা সংগ্রামের,কিন্তু তার সাথে লড়াই করে বেচে থাকার মাঝেই আছে__জীবনের সার্থকতা ''
thanks a lot for your post