শুভেচ্ছা সকল টেক টিউনার,এবং অতিথিবৃন্দ,
আজ প্রথম টেক টিউনে পোস্ট করছি । অনেক দিন থেকে চিন্তা করছিলাম টিউন করব কিন্ত সময় এবং বিষয় নিয়ে খুব ঝামেলার মধ্যে ছিলাম। যাই হোক আজ
ছোট একটি কিন্তু অতি দরকারি একটি সফটওয়্যার নিয়ে শুরু করলাম । আসল কথায় আশা যাক এটি একটি PDF Converter সফটওয়্যার যা ব্যবহার
খুবই সহজ । নিচের লিংক থেকে ডাউনলোড করে একট্রাক্ট করে নিন । এরপর সেটাপ দিন , সেটাপ সম্পূর্ন হলে আপনার প্রিন্টার ডিভাইস হিসেবে একটি doPDF
নামে একটি প্রিন্টার দেখাবে । আপনি যেকোন ডকুমেন্ট তৈরী করে Ctrl+P (প্রিন্ট কমান্ড) চেপে প্রিন্টার হিসেবে উক্ত প্রিন্টার টি দেখিযে দিন এবং Print
এ ক্লিক করুন এবার দেখুন আপনার তৈরী করা ফাইলটি PDF হয়ে গেছে
আজ এই পর্যন্ত দোয়া করবেন আমার জন্য ,আবার আসবো ।
আমি Md Anayet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটার বড় ভাইয়ের নাম হলো Nova পিডিএফ গুগল এ সার্চ দেন, পেয়ে যাবেন