Windows 8 Permanently Activate করতে প্রথমে নিচে দেখানো KMS Activation পদ্ধতিতে activate করতে নিতে হবে। KMS Activation এর আগে আপনাকে যে কাজগুলো অবশ্যই করতে হবে:- যদি কোনো activator বা crack install করে থাকেন তাহলে তা সম্পুর্ণরূপে uninstall করতে হবে এবং Command Prompt (Admin) ওপেন করে sfc /scannow লিখে enter press করুন। প্রসেস শেষ হলে রিস্টার্ট দিন। উইন্ডোজ এর টাইম সার্ভারের সাথে সিঙ্ক করে নিন।
Windows 8 KMS Activation Instructions: win+x চাপুন এবং Command Prompt (Admin)তে ক্লিক করে ওপেন করুন।* Command Prompt (Admin)এ নিচের code এ KMS KEY এবং KMS SERVER বসিয়ে enter press করুন।
slmgr.vbs -ipk "KMS Key"
slmgr -skms "KMS Server"
slmgr.vbs -ato
নোট: এন্টারপ্রাইজ ইউসারদের জন্য প্রথম লাইন (slmgr.vbs -ipk "KMS Key") বাদ দিয়ে ২য় লাইল থেকে শুরু করতে হবে। Windows 8 Core এবং PROWMC ব্যাবহারকারীদের জন্য প্রযোজ্য নয়। (প্রথমে Pro install করে পরবর্তিতে WMC add করা যাবে।) KMS Activation দ্বারা ১৮০ দিনের জন্য Activate করা যাবে। KMS KEY এবং KMS SERVER নিচে দেয়া আছে যে গুলো উপরে কোডের "KMS Key"এবং "KMS Server" এর জায়গায় বসাতে হবে। Error দেখালে "KMS Server" পরিবর্তন করে আবার try করুন।
KMS Key" এর জায়গায় আপনার ভার্সন অনুযায়ী key বসান।
Windows 8 Professional
NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4
Windows 8 Professional N
XCVCF-2NXM9-723PB-MHCB7-2RYQQ
Windows 8 Enterprise
32JNW-9KQ84-P47T8-D8GGY-CWCK7
Windows 8 Enterprise N
JMNMF-RHW7P-DMY6X-RF3DR-X2BQT
KMS Server" এর জায়গায় নিচের যেকোন একটি Server ব্যাবহার করুন।
lunar21.no-ip.org:80
fourdeltaone.net:1688
kms.cc.columbia.edu:1688
jbiz1.no-ip.org:1688
kms.creighton.edu:1688
winpermit7.creighton.edu
এখন ধরুন আপনার KMS Key যদি হয় NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4 এবং KMS Server যদি হয় kms.cc.columbia.edu:1688 তাহলে আপনার কোড হবে নিম্নরূপ-
slmgr.vbs -ipk NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4
slmgr -skms kms.cc.columbia.edu:1688
slmgr.vbs -ato
# Permanent Activation:
KMS Activation (১৮০ দিনের জন্য) সফলভাবে হয়ে গেলে Windows 8 Permanently Activate(আজীবনের জন্য) করা যাবে। প্রথমে Microsoft offer page (http://windows.microsoft.com/en-us/windows-8/feature-packs) এ গিয়ে আপনার মেইল আইডি দিয়ে আসুন, Microsoft পরবর্তি ২৪ ঘন্টার মধ্যে WMC এর ফ্রি কীসহ একটি মেইল পাঠিয়ে দিবে। এই কী দিয়ে Pro থেকে Pro with Media Center এ আপগ্রেড করতে পারবেন, একই সাথে Permanently Activateও হয়ে যাবে। (মেইলে দেয়া নির্দেশনা অনযায়ী Media Center এড করে নিন।)
Media Center এড করার সময় অবশ্যই ইন্টারনেট কানেক্টেড অবস্থায় থাকতে হবে।(Media Center এড করার পর সাময়িক সময়ের জন্য windows not activate দেখাতে পারে কিন্তু ইন্টারনেট কনেক্টেড থাকলে automatically activate হয়ে যাবে।) Microsoft এর এই offer ৩১ জানুয়ারি ২০১৩ পর্যন্ত চলবে এবং একটা পিসির জন্য একটা কীই ব্যাবহার করতে হবে। (একই পিসিতে একই কী ব্যাবহার করে পরবর্তিতে আবারও Activate করা যাবে, যদি কোনো করনে Windows Re-Install দিতে হয়।)
Windows 8 Permanently Activate তো হয়ে গেল এবার Advanced Tokens Manager
(http://download.joshcellsoftwares.com/AdvancedTokensManagerBETA) ব্যাবহার করে Activation ব্যাকাপ নিয়ে নিন।
প্রথমে Download লিঙ্ক থেকে ডাউনলোড করা ফাইল টা নামিয়ে RAR ফাইল টা খুলুন... start-KMSmicro.vbs এই ফাইল টায় ক্লিক করুন। এর পর অপেক্ষা করুন “qemu” KMS কানেক্টটেট হবার জন্য। কিছুখন পর Blue screen আসবে নিচের ছবিটির মত
তার পর “T” চাপুন এবং এন্টার চাপুন KMS TIME SYNC হবার জন্য। sync হয়ে যাবার পর। Activation Helper v1.5 ওপেন করুন RUN AS ADMIN হিসাবে নিচের ছবির মত।
তারপর Activator টি ওপেন হলে Office ট্যাব এ ক্লিক করুন এবং Active Office 2013 ট্যাবে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল একটিভ ১৮০ দিনের জন্য.
উপরে Windows 8 Activation পদ্ধতি যদি জটিল মনে হয় তাহলে KMSmicro 3.12 দিয়েও KMS active করতে পারবেন ১৮০ দিনের জন্য Permanent Activation এর জন্য বাকি Step গুলো নির্দেশনা অনুযায়ী করুন।
আমার সমস্যা হল Apps Store নিয়ে। কিছু কিছু Apps install হয় বেশির ভাগি নিম্নোক্ত Error Code দেখায়...।
আমি কনো Anti virus ব্যাবহার করি না। শুধু Windows Defender.........
আরেকটা ব্যাপার তাহলো আমি কি অন্য কনো Anti virus ব্যাবহার করবো নাকি Windows Defender দিয়েই হয়ে যাবে...... আমার কাছে Windows Defender অনেক শক্তিশালী মনে হইসে............ দয়া করে আমাকে সাহায্য করুন
ধন্যবাদ সবাই ভাল থাকবেন
আমি Mîåd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing
amar windows pro eta jani.. but amar windows shudhu pro naki pro N eta kivabe bujbo??