আশা করি সবাই ভাল আছেন।
যারা এখন পর্যন্ত অফিস ২০১৩ এক্টিভ করতে পারেন নি তাদের জন্য নিয়ে আসলাম অফিস ২০১৩ ভলিউম লাইসেন্স। এই ভারসনের সুবিধা হচ্ছে এক্টিভেটর দিয়ে এক্টিভ করতে পারবেন। তাহলে নিয়ে নিন অফিস ২০১৩ ভলিউম লাইসেন্স এর লিঙ্ক-
http://www.oxava.com/software/711-microsoft-office-2013-proplus-vl-x86-en.html
সাইজ - ৬২৪.৩৯ এম বি
পাসওয়ার্ড হচ্ছে- www. oxava. com (স্পেস বাদ দিয়ে দিবেন)
এবার Download links-এ ক্লিক করলে কয়েকটি লিঙ্ক পাবেন। যেটা থেকে খুশি নামিয়ে নিন। তবে Oxava থেকে নামালে সুবিধা হচ্ছে রিসিউম করতে পারবেন।
oxava-র সার্ভার ডাউন থাকলে লিঙ্ক কাজ করবে না। এক্টিভেটর সহ ভলিউম লাইসেন্স এর টোরেন্ট লিঙ্ক দিলাম, দেখেন নামাতে পারেন কিনা - http://kat.ph/microsoft-office-2013-proplus-vl-x86-and-x64-en-kmsmicro-activator-t6866157.html
এখানে ৬৪ এবং ৩২ বিট দুটোই আছে। যার যেটা দরকার সেটায় টিক চিহ্ন রেখে বাকি গুলো উঠিয়ে দিতে পারেন।
এক্টিভেটরটি কাজ করবে শুধু মাত্র ভলিউম লাইসেন্স এই। RTM ভার্শন-এ এটা কাজ করে না।
এক্টিভেটর লিঙ্ক- http://www.oxava.com/software/710-office-2013-activation-v1-by-oxavacom.html
সাইজ মাত্রঃ ১৫৩.২৯ এম বি 😛
পাসওয়ার্ড হচ্ছে- www . oxava . com (স্পেস বাদ দিয়ে দিবেন)
যাই হোক কিছু স্ক্রীনশট দেখে নিন-
১. আমি এই পর্যন্ত চারটি কম্পিউটারে ট্রাই করেছি। তার মধ্যে ৩টিতে সফল, আরেকটিতে হয় না। কেন হয় না তার সমাধান এখনও করতে পারিনি। তাই নিজ দ্বায়িত্বে ব্যবহার করবেন।
২. নেট কানেকশন থাকতে হবে। কারন, এক্টিভেটর টি চালাতে হলে লগিন করতে হবে। একাউন্ট না থাকলে রেজিস্টারে ক্লিক করুন। ইমেইল এড্রেস ভেরিফাইয়ের ঝামেলা নেই। তাই হাবিজাবি দিয়ে দিলেই হবে। 🙂
৩. এক্টিভ করতে সময় লাগে ৪০ মিনিট প্লাস মাইনাস।
***সার্ভার ডাউন হওয়াতে এক্টিভেটর এর লিঙ্ক এই মুহুর্তে কাজ করছে না, তাই অপেক্ষা করুন, আমি আপলোড করে নতুন লিঙ্ক দিব।
সবাই সুস্থ থাকুন ভাল থাকুন এই কামনায় লেখা এখানেই শেষ করছি।
আমি ভাল মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Not working Download link. Can you change. Otherways give another link.