উইন্ডোজের যেমন সাইডবারে বিভিন্ন গ্যাজেট চালানো যায় । তেমনি ম্যাকেও বিভিন্ন গ্যাজেট বা উইডজিট চালানো যায় । কিন্তু ম্যাকের গ্যাজেট উইন্ডোজে চালানো যায় না । এটাই স্বাভাবিক । কিন্তু আপনি যদি এই অসাধ্য সাধন করতে চান তাহলে ছোট একটি সফটওয়্যার আপনার কাজে আসতে পারে । Kludge Engine নামক সফটওয়্যারটি দ্বারা Mac OS X-এর উইডজিট আপনার Windows এ চালাতে পারবেন । এর জন্য প্রথমে এই ওপেন সোর্স সফটওয়্যারটি ডাউনলোড করে নিন । তারপর স্ক্রিনের ডান কোণে নিচে (যেখানে ক্লক থাকে) সেখানে নতুন আইকন পাবেন । তাতে রাইট ক্লিক করে Add widget ক্লিক করলে ডিফল্টভাবে কিছু উইডজিট পাবেন । তাছাড়া আরো উইডজিট নামিয়ে সেগুলো রাখতে পারেন C:\Program Files\Kludget Engine\widgets তে । তারপর এগুলো চালাতে icon এ রাইট ক্লিক করে Open Widget Package এ যেয়ে পছন্দানুযায়ী উইডজিট ওপেন করুন ।
ডাউনলোড http://kludgets.googlecode.com/files/setup.exe ।
অ্যাপেলের সাইট থেকে উডজিট নামান এখান থেকে http://ezze.tk/kl2 ।
Kludge এর বিশেষ উইডজিট নিন এখান থেকে http://ezze.tk/kl3 ।
বিস্তারিত http://cyberfi.co.tv/mac-os-widgets-now-on-windows-sidebar/ ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
🙂