“ক্যামস্টুডিও” দিয়ে ভিডিও করুন আপনার ডেস্কটপকে ( ভিডিও টিউটোরিয়াল তৈরির জন্য দারুন একটি সফটওয়্যার )

আপনি আপনার কম্পিউটারে যা কিছু করছেন তার সবটুকুই ভিডিও করে রাখা সম্ভব। ধরুন আপনি ” ম্যাটল্যাব ” প্র্যাকটিস করছেন। আপনার বন্ধু আপনার সাথে প্র্যাকটিস করতে চায়। কিন্তু তার সময় নাই। কোন কাজে তাকে বাইরে যেতে হচ্ছে। এই সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারে যা কিছু করছেন তার পুরোটাই ভিডিও করে রাখতে পারেন আপনি। পরে এসে আপনার বন্ধু এটা ভিডিও দেখে একা একা শিখে নিতে পারেন। এভাবে কম্পিউটারে টিউটোরিয়াল তৈরিতে দারুন এক সফটওয়্যার ক্যামস্টুডিও।

সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে । ডাউনলোড করার পর record.exe ফাইলটিতে ক্লিক করলে নিচের মত একটি উইন্ডো পাবেনঃ

প্রথমে region এ ক্লিক করে সিলেক্ট করে দিন আপনি কতটুকু ভিডিও করতে চান? পুরো স্ক্রীন নাকি স্ক্রীনের কিছু অংশ।

এরপর লাল বাটনটিতে ক্লিক করলে রেকর্ড শুরু হবে। এরপর আপনি আপনার কাজ করুন। যেমনঃ ম্যাটল্যাব বা ফটোশপের কাজ যা করতে চান। রেকর্ড হতে থাকবে। আর হেডফোন লাগিয়ে কথা বললে তাও রেকর্ড হবে। কাজ কমপ্লিট হলে চারকোনা নীল বাটনটিতে ক্লিক করে ভিডিও সেভ করুন।

কোন সমস্যা হলে মন্তব্যের ঘরে জানান।

মিস্টার ফটোশপ ভাইয়ের দৃষ্টি আকর্ষনঃআপনার ফটোশপ বিষয়ক পোস্টগুলোতে এভাবে ভিডিও টিউটোরিয়ালসহ  পোস্টালে পোস্ট ব্যাপক জোসিলা হবে 😛 😛

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

record.exe এটা ওপেন হচ্ছে না । error দেখায় কি করব ?

baje tune এই রকম সফটওয়্যার নিয়ে অনেক টিউন করা হয়েছে। আবার এ রকম টিউন করলে বৃথা হবে। কাজেই এই রকম টিউন করা বন্ধ করুন, অযথা টেকটিউনসের পাতা বাড়িয়ে লাভ নেই। বুঝলেন?

    সমালোচনার জন্য ধন্যবাদ।

    আমি আমার ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য পোস্টটা লিখেছিলাম। এখানে দিয়েছি নতুনদের জন্য। আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, গত কয়েকদিন আগে একজন এই বিষয়ে একটি সাহায্য চাই পোস্ট দিয়েছিলেন। তারমানে এই বিষয়ের উপযোগীতা কমে যায় নি এখনও 🙂
    আপনার কাছে যা বাজে মনে হচ্ছে, অনেকের কাছে তা গুরুত্বপূর্ণ হতেও পারে। যেমনটি সাইমুনের কাছে মনে হয়েছে। ভাল থাকবেন।

    কাউকে এভাবে হিট করে মন্তব্য না করাটাই উত্তম।

    আমি কিন্তু উত্তপ্ত ( হিট ) হইনি 😛 😛

    কোন এরমক টিউন করলে কি হবে আগেরটাও থাকবে এটাও থাকবে অসবিধা কি আপনার? এটা আমার খুব উপকার করেছে।

Level 2

ধন্যবাদ …… রনি ভাই but টিউনটি আগে করা হয়েছিল ।

    আমি জানতাম সেটা। আমার ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য লেখা টিউনটি। ভাবলাম যখন লিখেছিই কষ্ট করে টেকটিউনসেও দিই। নতুনদের যদি কাজে লাগে। এই টিউনটি একযোগে টেকটিউনস, সামহোয়্যারইন ব্লগ, আমার ওয়ার্ডপ্রেস ব্লগ ও প্রথম আলো ব্লগে প্রকাশিত।

thank for ur nice tune.I need much more like this tune.

ভাই…. আপনার টিউনটি ভাল হয়েছে। তবে আমার মনে হয় Ashampoo Snap 3 দিয়ে কাজটি আরো ভালো করে করা যায়।
বিস্তারিত আমার এই টিউনটিতে……………………
https://www.techtunes.io/tutorial/tune-id/12251/

    Ashampoo Snap 3 পরীক্ষা করা হয় নি। এক্ষুনি দেখছি। লিঙ্কের জন্য ধন্যবাদ।

দারুণ তো। রনি ভাই কেমন আছেন।

    থ্যাঙ্কস। আলহামদুলিল্লাহ। ভাল আছি ভাই। আপনি কেমন আছেন?

রনি ভাই আপনার টিউনগুলো আমার খুব উপকারে আসে। ভাই চালিয়ে যান। আসা করি আরও উপকার করবেন।

thanks looooooooooooooooooooot brother

ধন্যবাদ …. রনি ভাই ।

thank for ur nice tune.I need much more like this tune

Level 0

আচ্ছা রনি ভাই, “File Not Found” দেখায় কেন ?

Level 0

ভালো টিউন ভাই্‌, চালিয়ে যান।

কোন কথা বলব না, শুধু নিচের ফাইলটি নামবেন আর এইচডি (HD) destop ভিডিও টিউটোরিয়াল তৈরি করবেন।

http://www.nchsoftware.com/capture/debutpsetup.exe

১. ভিডিও রেকর্ডের সাথে সাথে ওকে,
২. অতিরিক্ত অল্প সাইজে ভাল কুয়ালিটি,
৩. কিছুটা এডিটেবল,
৪. আপনার ও পছন্দের এপ (অবশ্য ইউজ করার পর পছন্দ হবেই)