আপনি আপনার কম্পিউটারে যা কিছু করছেন তার সবটুকুই ভিডিও করে রাখা সম্ভব। ধরুন আপনি ” ম্যাটল্যাব ” প্র্যাকটিস করছেন। আপনার বন্ধু আপনার সাথে প্র্যাকটিস করতে চায়। কিন্তু তার সময় নাই। কোন কাজে তাকে বাইরে যেতে হচ্ছে। এই সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারে যা কিছু করছেন তার পুরোটাই ভিডিও করে রাখতে পারেন আপনি। পরে এসে আপনার বন্ধু এটা ভিডিও দেখে একা একা শিখে নিতে পারেন। এভাবে কম্পিউটারে টিউটোরিয়াল তৈরিতে দারুন এক সফটওয়্যার ক্যামস্টুডিও।
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে । ডাউনলোড করার পর record.exe ফাইলটিতে ক্লিক করলে নিচের মত একটি উইন্ডো পাবেনঃ
প্রথমে region এ ক্লিক করে সিলেক্ট করে দিন আপনি কতটুকু ভিডিও করতে চান? পুরো স্ক্রীন নাকি স্ক্রীনের কিছু অংশ।
এরপর লাল বাটনটিতে ক্লিক করলে রেকর্ড শুরু হবে। এরপর আপনি আপনার কাজ করুন। যেমনঃ ম্যাটল্যাব বা ফটোশপের কাজ যা করতে চান। রেকর্ড হতে থাকবে। আর হেডফোন লাগিয়ে কথা বললে তাও রেকর্ড হবে। কাজ কমপ্লিট হলে চারকোনা নীল বাটনটিতে ক্লিক করে ভিডিও সেভ করুন।
কোন সমস্যা হলে মন্তব্যের ঘরে জানান।
মিস্টার ফটোশপ ভাইয়ের দৃষ্টি আকর্ষনঃআপনার ফটোশপ বিষয়ক পোস্টগুলোতে এভাবে ভিডিও টিউটোরিয়ালসহ পোস্টালে পোস্ট ব্যাপক জোসিলা হবে 😛 😛
আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/
record.exe এটা ওপেন হচ্ছে না । error দেখায় কি করব ?