বিভিন্ন প্রয়জনে আমরা আমাদের কম্পিউটারের HARD Disk Drive টিকে DOS(Disk Operating System) এর মাধ্যমে বিভিন্ন ড্রাইভ ফরমেট এর প্রয়জনিয়তা অনুভব করি।
যদি ও অনেকে এই বেপারটি জেনে থাকবেন, কিন্তু আজকে এই টিউনটি যারা জানেন্না তাদেরকে উদ্দেশ্য করে। তো চলুন শুরু করা যাক...
ধরুন আপনি C ড্রাইভ DOS এ ফরমেট দিতে চাচ্ছেন,
তাহলে
START windows>>F8 চাপতে থাকুন>> কিছু OPTION থাকবে যার মদ্ধে COMMAND PROMPT সিলেক্ট করুন>>টাইপ করুন
"format c: /q"
Enter চাপুন
এখানে c: মানে C Drive;
/q মানে হল Quick Formet
যদি আপনি অন্ন কোনো Drive ফরমেট করতে চান তাহলে c এর স্থলে d/e/f ইচ্ছে মত করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন যাতে প্রয়োজনিয় Back Up থাকে.
এটা যদিও আমার প্রথম টিউন, তারপর ও চেস্টা করেছি ভাল একটা শুরু করার... বাকিটা আপনাদের উপর। আর হা ভাল/ মন্দ যাই লাগুকনা কেন মন্তব্য করবেন, কারন আপনাদের ধরিয়ে দেওয়া ভুল গুলো পরবর্তী দিনের সহায়ক হবে
" Spread IT, Spread Knowledge, Express Yourself"
আমি কিউট-ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks