এইবার রাঙ্গিয়ে তুলুন আপনার কমান্ড উইন্ডো

আমরা সাধারনত কমান্ড উইন্ডোর কালো স্ক্রীন এ সাদা অক্ষরের কমান্ড নিয়ে কাজ করি। একবার ভাবুনতো এই কমান্ড উইন্ডোর সাদা অক্ষরগুলোকে সবুজ, লাল এবং নীল রঙ্গে রাঙ্গানো অবস্থায় দেখছেন, যা কিনা কয়েকটি নাম্বার কী ব্যবহার করেই খুব সহজেই করতে পারছেন।

কেমন লাগছে ভাবতে? আমার কাছে কিন্তু বেশ ইন্টাররেস্টিং লাগছে। আপনি চাইলেই পারবেন আপনার কমান্ড উইন্ডোকে নানা রঙ্গে সাজাতে। চলুন তাইলে দেখে নেই কিভাবে কি করতে হবে-

  • ১.প্রথমেই নোডপ্যাড ওপেন করুন।
  • ২. চোখ কান খোলা রেখে কপি পেস্ট করুন নিচের কোডটি-

@ echo off
 echo:
 echo ……………………………
 echo Press 1 for green, 2 for red or 3 for blue, or 4 for exit
 echo ……………………………
 set /p m=Type 1, 2, or 3, or 4, and press enter:
 echo:
 if %m%==1 goto 1
 if %m%==2 goto 2
 if %m%==3 goto 3
 if %m%==4 goto 4
 :1
 color 0a
 echo This is the green
 goto 4
 :2
 color 04
 echo This is the red
 goto 4
 :3
 color 06
 echo This is the blue
 goto 4
 :4
 Pause
 goto end
 :end

  • ৩.ফাইলটিকে সেইভ করুন cmd.bat নামে।
  • ৪.ডাবল ক্লিক করুন bat ফাইলটিকে এবং কমান্ড উইন্ডোতে প্রতিবার 1,2,3 প্রেস করে রাঙ্গিয়ে তুলুন আপনার কমান্ড উইন্ডোকে
  • আপনি চাইলে ফাইলটি ডাউনলোড করতে পারবেন এখান থেকে।

এধরণের আরও মজার মজার ট্রিকস দেখলাম এই ওয়েবসাইটে। চাইলে দেখে আসতে পারেন।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি Fahid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am a simple boy. i want to learn............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

wlcm :). Valo thakben.