MT4 সফটওয়্যার এর জন্য কিছু গুরুত্বপূর্ন স্ক্রিপ্ট (ফরেক্স ট্রেডারদের জন্য)

আজ আমি MetaTrader 4 সফটওয়্যার এর কিছু স্ক্রিপ্ট শেয়ার করবো ।

এই স্ক্রিপ্ট গুলোর সাহায্যে আপনি যে কাজ গুলো করতে পারবে তার তালিকা নিচে দেয়া হল,

১) এর সাহায্যে আপনি একসাথে অনেক গুলি ওপেন ট্রেড ক্লোজ করতে পারবেন।

২) সকল প্রফিটেবল ট্রেড একসাথে বন্ধ করতে পারবেন।

৩) সকল পেন্ডিং ট্রেড একসাথে বন্ধ করতে পারবেন।

৪) সকল লসকৃত ট্রেড একসাথে বন্ধ করতে পারেবেন।

এছাড়া আরো অনেক কঠিন কাজ আছে সেগুলোর সমাধান খুব সহজেই করতে পারবেন ।

কোন স্ক্রিপ্ট এর কি কাজ সেটা স্ক্রিপ্ট গুলোর নাম দেখলেই আশা করি বুঝতে পাবেন।

তাহলে আসুন প্রথমেই দেখেনিই কিভাবে স্ক্রিপ্ট গুলো MetaTrader 4 সফটওয়্যার এ যুক্ত করতে হবে

স্ক্রিপ্ট গুলো ডাউনলোড করতে হলে এই লিঙ্ককে ক্লিক করুন। ডাউনলোড কমপ্লিট হলে ফাইলটি আনজিপ করুন  ও স্ক্রিপ্ট গুলো কে কপি করে Local Disk (C:)>Program Files>Insta Trader>experts>scripts এ পেষ্ট করে দিন। এখানে একটা বিষয় লক্ষরাখা উচিৎ Program Files এর পরে আমি যেহেতু Instaforex এর সফটওয়্যারে স্ক্রিপ্ট গুলো পেষ্ট করবো তাই Insta Trader ফোল্ডারে গিয়েছি অন্য ব্রোকার এর ট্রেডিং সফ্টওয়্যারে স্ক্রিপ্ট পেষ্ট করতে হলে অবশ্যই তখন সেই ব্রোকারের ট্রেডিং সফ্টওয়্যার যেই ফোল্ডারে ইন্সটল করেছেন সেই ফোল্ডারে প্রবেশ করে >experts>scripts এ স্ক্রিপ্ট গুলো পেষ্ট করে দিতে হবে। নিচের স্ক্রিন সর্টটি লক্ষ করলেই ব্যাপার টা বুঝা আরো সহজ হয়ে যাবে।

স্ক্রিপ্ট গুলো নির্দিষ্ট ফোল্ডারে পেষ্ট করার পরে আপনার কাঙ্খিত ট্রেডিং সফ্টওয়্যার টি ওপেন করুন ও বাম পাশের নিচের দিকে Navigetor এরিয়াতে অবস্থিত scripts লেখা বাটনে ক্লিক করুন। বাটনটিতে কিক্ল করলেই নিচের দিকে সারি বদ্ধ ভাবে আপনার পেষ্ট করা স্ক্রিপ্ট গুলো দেখতে পাবেন। সেখান থেকে আপনার কাঙ্খিত স্ক্রিপ্ট টিকে ড্রাগ করে চার্ট এর উপরে এনে ছেড়েদিলেই স্ক্রিপ্টটির কার্যকারিতা দেখতে পাবেন।

সতর্কতা: স্ক্রিপ্ট গুলো ব্যাবহার করার পূর্বে অবশ্যই ডেমো একাউন্টে পরিক্ষা করে নিবেন।

পূর্বে আমার ব্লগে প্রকাশিত।

Level 0

আমি Shoaib Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্ক্রিপ্টগুলো পেয়ে খুব খুশি হলাম ভাই। আশা করি আরও অনেক কিছু পোষ্ট করবেন। অসংখ্য ধন্যবাদ!

Level 0

Please give me one click trade tool, which will for open & close tade, take profit & stop lose. futher more can please give me the buy/Sell & Close Signal indicator or tool.