ওয়েবক্যামের কাজ করুন ওয়েবক্যাম ছাড়াই !!

সত্যিই তাই। আজ আমি আপনাদের একটি মজার ও প্রয়োজনীয় সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব। সফটওয়্যরটির নাম হল Fake Webcam।

এর সাহায্যে আপনি ওয়েবক্যাম ছাড়াই ওয়েবক্যামের কাজ করতে পারবেন। কিন্তু আসল ওয়েবক্যাম তো সরাসরি সম্প্রচার করে।

কিন্তু এই সফটওয়্যারটির সাহায্যে আপনি কোন ভিডিও ফাইল কিংবা আপনার মনিটরের কোন একটি নিদিষ্ট অংশ প্রচার করতে পারেন।

তো চলুন দেখি সফটওয়্যারটি কিভাবে কাজ করে।

০১। প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করুন। (লাইসেন্স কীসহ)

০২। এবার Control Panel > Add File  এ ক্লীক করে অথবা (+) বাটনে ক্লীক করে আপনার ভিডিও ফাইলটি অপেন করুন।

Fake_webcam01

০৩। এবার Control Panel > Play এ ক্লীক করে অথবা Play selected movie on webcam বাটনে ক্লীক করে

আপনার ভিডিও ফাইলটি প্লে করুন।

Fake_webcam02

০৪। আপনি Preview বাটনে ক্লীক করে প্রিভিউ দেখতে পারেন।

Fake_webcam03

এবার আসুন কিভাবে আপনার মনিটরের কোন একটি নিদিষ্ট অংশ প্রচার করবেনঃ

০৫। এজন্য আপনি Desktop বাটনে ক্লীক করুন।

Fake_webcam04

০৬। এবার Select Desktop Area বক্সটি আপনি মনিটরের কোন একটি নিদিষ্ট অংশে স্থাপন করুন।

Fake_webcam05

০৭। আপনি Preview বাটনে ক্লীক করে প্রিভিউ দেখতে পারেন।

সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে(লাইসেন্স কীসহ)

কোন সমস্যা হলে বা ভাল লাগলে মন্তব্য করুন।

সবাইকে ধন্যবাদ।।

Level 0

আমি সোলাইমান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আজ আমি জীবনের এক মহাকালের দারপ্রান্তে দাড়িয়ে। যেখানে আছে শুধু অজানাকে জানার নেশা। ফ্রি রিজুম সাপোর্ট সহ মুভি ডাউনলোড করতে পারেন www.mybd24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ট্রাই করে দেখি।

ভাই এইটা রে Full version বানাবো কি করে?
কী গুলাতো কাজ করে না।

    আপনি খুব সম্ভবত keygen টির ড্রপডাউন মেনু থেকে Fake webcam 4.0/4.0.5 সিলেক্ট করতে ভুলে গেছেন। যদিও keygen টি 4.0/4.0.5ভাসনের। তবুও ৬.১ এর জন্য এটি কাজ করে। আপনাকে ধন্যবাদ। আবার সমস্যা হলে বিস্তারিত লিখবেন।

হীরা ভাই, দারুন জিনিষ দেখালেনতো !!
এক্ষুনি ট্রাই করছি

haaaaaaa haaaa

Level 0

hmmmm…try kortechi….probzzzzz hole janabo

Ami “AVIRA” Use kori… acha bhai amr pc ta kesu Trojan Virus asay scan korlay dakhai ami delete kori but delete hoi nah aktu por abar show kore. Virus remover ” Rising PC Doctor 6.0 ” deay search delay kono Trojan virus show kore nah. u have any Idea……….. :p jai hok apnar new Link ta ami try korbo… thnxx

Level 0

ভাই keygen. তো কাজ করছে না।

    কি ভাই… বলেন কি….. আমার তো কাজ করলো।
    আর আপনি খুব সম্ভবত keygen টির ড্রপডাউন মেনু থেকে Fake webcam 4.0/4.0.5 সিলেক্ট করতে ভুলে গেছেন।

http://www.manycam.com ব্যবহার করতে পারেন

Level 0

এইটাতে কি ছবি ক্যাচ করা যাবে ?